নিউইয়র্ক ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ট্রাম্প হেরে যাওয়ায় বরিশালে ভূরিভোজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / ৬ বার পঠিত

ঢাকা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন এমন খবরে ২০০ জনের ভূরিভোজের আয়োজন করা হয়েছে বরিশালে। জেলার গৌরনদীতে সেখানকার সুপার মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ মেরাজ হোসেন খান উৎফুল্ল হয়ে এ আয়োজন করেন। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদীতে এ ভূরিভোজের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শান্তি নষ্ট করেছেন জানিয়ে আয়োজক মেরাজ হোসেন খান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক। তিনি বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তা-ই করেছেন। তাই আমি মনের আনন্দে ভোজের আয়োজন করেছি।’
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়ে এই ভূরিভোজের আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’ একই কথা জানান সুপার মার্কেটের ব্যবসায়ী এসএম মোশারফ, ডা. মনীষ বিশ্বাস, নুরু সরদার, বিপ্লব সরকার, সুকণ্ঠ দাসসহ অনেকেই।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, ট্রাম্প হেরে যাওয়ার খুশিতে ব্যবসায়ীরা ভূরিভোজ করেছেন; এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যেন আবনতি না হয় সেদিকে পুলিশের নজরদারি ছিল।
এই আয়োজনে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন।

 

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ট্রাম্প হেরে যাওয়ায় বরিশালে ভূরিভোজ

প্রকাশের সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

ঢাকা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন এমন খবরে ২০০ জনের ভূরিভোজের আয়োজন করা হয়েছে বরিশালে। জেলার গৌরনদীতে সেখানকার সুপার মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ মেরাজ হোসেন খান উৎফুল্ল হয়ে এ আয়োজন করেন। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদীতে এ ভূরিভোজের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শান্তি নষ্ট করেছেন জানিয়ে আয়োজক মেরাজ হোসেন খান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক। তিনি বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তা-ই করেছেন। তাই আমি মনের আনন্দে ভোজের আয়োজন করেছি।’
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়ে এই ভূরিভোজের আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’ একই কথা জানান সুপার মার্কেটের ব্যবসায়ী এসএম মোশারফ, ডা. মনীষ বিশ্বাস, নুরু সরদার, বিপ্লব সরকার, সুকণ্ঠ দাসসহ অনেকেই।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, ট্রাম্প হেরে যাওয়ার খুশিতে ব্যবসায়ীরা ভূরিভোজ করেছেন; এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যেন আবনতি না হয় সেদিকে পুলিশের নজরদারি ছিল।
এই আয়োজনে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন।