নিউইয়র্ক ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রে মেডিক্যাল বিমান বিধ্বস্ত, নিহত ৫

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১ বার পঠিত

যুক্তরাষ্ট্রে মেডিক্যাল বিমান বিধ্বস্ত, নিহত ৫ প্রতীকী ছবি : জিসি ইমেজ/গেটি ইমেজ

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রে পাঁচজনকে বহনকারী একটি মেডিক্যাল বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই মারা গেছেন। দেশটির নেভাদা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, কর্তৃপক্ষ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে একটি সম্ভাব্য বিমান দুর্ঘটনার বিষয়ে ফোন পাওয়া শুরু করে।

এয়ার অ্যাম্বুলেন্স কম্পানি কেয়ার ফ্লাইট জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডারের বাইরে চলে যায়। সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাত সোয়া ১১টার দিকে বিমানটিকে শনাক্ত করে এবং তারা নিশ্চিত করে যে সেখানে কেউ বেঁচে নেই। কেয়ার ফ্লাইট তার ওয়েবসাইটে বলেছে, ‘আমরা দুঃখিত। আমরা সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ থেকে এখন নিশ্চিত হয়েছি যে বিমানে থাকা পাঁচজনের মধ্যে কেউ বেঁচে নেই।’

আরোও পড়ুন। যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল

কেয়ার ফ্লাইট অনুসারে, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক এবং একজন পাইলট বিমানে ছিলেন । স্টেজকোচ নেভাডার রেনো থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। দুর্ঘটনার কারণ নির্ণয় করতে কর্তৃপক্ষ শনিবার সকাল থেকে এখনও কাজ করছে। উল্লেখ্য, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স কমিশনারসের ওয়েবসাইট অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি মাসে পাঁচ লাখেরও বেশি রোগী এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবহার করে। সূত্র : ইউএসএ ট্যুডে
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে মেডিক্যাল বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রকাশের সময় : ১১:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রে পাঁচজনকে বহনকারী একটি মেডিক্যাল বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই মারা গেছেন। দেশটির নেভাদা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, কর্তৃপক্ষ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে একটি সম্ভাব্য বিমান দুর্ঘটনার বিষয়ে ফোন পাওয়া শুরু করে।

এয়ার অ্যাম্বুলেন্স কম্পানি কেয়ার ফ্লাইট জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডারের বাইরে চলে যায়। সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাত সোয়া ১১টার দিকে বিমানটিকে শনাক্ত করে এবং তারা নিশ্চিত করে যে সেখানে কেউ বেঁচে নেই। কেয়ার ফ্লাইট তার ওয়েবসাইটে বলেছে, ‘আমরা দুঃখিত। আমরা সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ থেকে এখন নিশ্চিত হয়েছি যে বিমানে থাকা পাঁচজনের মধ্যে কেউ বেঁচে নেই।’

আরোও পড়ুন। যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল

কেয়ার ফ্লাইট অনুসারে, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক এবং একজন পাইলট বিমানে ছিলেন । স্টেজকোচ নেভাডার রেনো থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। দুর্ঘটনার কারণ নির্ণয় করতে কর্তৃপক্ষ শনিবার সকাল থেকে এখনও কাজ করছে। উল্লেখ্য, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্স্যুরেন্স কমিশনারসের ওয়েবসাইট অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি মাসে পাঁচ লাখেরও বেশি রোগী এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবহার করে। সূত্র : ইউএসএ ট্যুডে
সুমি/হককথা