নিউইয়র্ক ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানালেন বাইডেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ১ বার পঠিত

হককথা ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিশ্বনেতারা যখন ইউরোপে জি-৭ সম্মেলনে একত্র হয়েছেন, তখন ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কামানের হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বাইডেন বলেন, ‘রাশিয়া জি-৭ জোটকে বিভক্ত করতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
উল্লেখ্য, রোববারের এ হামলায় কিয়েভে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কিয়েভে রোববারের হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মস্কো। তবে তারা সব সময়ই বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে।
এদিকে গত কয়েক মাস ধরে ভয়াবহ লড়াইয়ের পর গতকাল শনিবার সেভেরোদেনৎস্ক শহর থেকে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। শহরটি এখন রুশদের নিয়ন্ত্রণে। এই শহর দখলের মাধ্যমে পুরো দনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিল রাশিয়া।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানালেন বাইডেন

প্রকাশের সময় : ০১:৩১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

হককথা ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিশ্বনেতারা যখন ইউরোপে জি-৭ সম্মেলনে একত্র হয়েছেন, তখন ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কামানের হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বাইডেন বলেন, ‘রাশিয়া জি-৭ জোটকে বিভক্ত করতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
উল্লেখ্য, রোববারের এ হামলায় কিয়েভে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কিয়েভে রোববারের হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মস্কো। তবে তারা সব সময়ই বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে।
এদিকে গত কয়েক মাস ধরে ভয়াবহ লড়াইয়ের পর গতকাল শনিবার সেভেরোদেনৎস্ক শহর থেকে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। শহরটি এখন রুশদের নিয়ন্ত্রণে। এই শহর দখলের মাধ্যমে পুরো দনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিল রাশিয়া।
হককথা/এমউএ