নিউইয়র্ক ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫
  • / ৬৬৯ বার পঠিত

ফ্লোরিডা: বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন।
জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গত ৩১ মে সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ ফ্লোরিডা বিএনপির সভাপতি ইলিয়াস খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ ফ্লোরিডা বিএনপির প্রধান উপদেষ্টা, ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সাবেক দপ্তর সম্পাদক ব্যারিষ্টার মনির হোসেন কাজল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি হারুন খান। সাউথ ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ছাড়াও অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মার্শাল মুরাদ। যৌথভাবে সভা পরিচালনা করেন মোহাম্মদ মাসুদ ও জালাল আহমেদ।
সভায় ব্যারিষ্টার মনির হোসেন কাজল বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়ার নাম মুছে ফেলার জন্য স্বৈরাচারী সরকার নানা ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী শক্তি এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবেনা। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে এখান থেকেই আন্দোলনের সূচনা করার আহবান জানান। একই সঙ্গে দেশে সরকার বিরোধী আন্দোলনে নির্যাতিত, নিপীড়িত নেতা-কর্মী ও সমর্থকদের জন্য সাহায্যের হাত বাড়াতে প্রবাসী নেতা-কর্মীদের অনুরোধ করেন।
ব্যারিষ্টার মনির হোসেন আরও বলেন, ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচনের মতো ঢাকা চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে সরকার কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে এই সরকারকে হটাতে হবে।
সভায় স্থানীয় বিএনপি নেতা আবদুস ছালাম, হাবিবুর রহমান তালুকদার, আহমেদ হোসাইন, মোহাম্মদ রাকিব, লিটন মজুমদার, আমীর হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ এয়াকুব, করিম ইকবাল, সৈয়দ সাইফুদ্দিন খালেক, আলী হোসেন, সুমন, মোহাম্মদ বাবর, রাকিব হাজী, লিটন কাজল উপস্থিত ছিলেন বলে ফ্লোরিডা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি

প্রকাশের সময় : ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫

ফ্লোরিডা: বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন।
জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গত ৩১ মে সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ ফ্লোরিডা বিএনপির সভাপতি ইলিয়াস খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ ফ্লোরিডা বিএনপির প্রধান উপদেষ্টা, ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সাবেক দপ্তর সম্পাদক ব্যারিষ্টার মনির হোসেন কাজল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি হারুন খান। সাউথ ফ্লোরিডা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ছাড়াও অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মার্শাল মুরাদ। যৌথভাবে সভা পরিচালনা করেন মোহাম্মদ মাসুদ ও জালাল আহমেদ।
সভায় ব্যারিষ্টার মনির হোসেন কাজল বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়ার নাম মুছে ফেলার জন্য স্বৈরাচারী সরকার নানা ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী শক্তি এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবেনা। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে এখান থেকেই আন্দোলনের সূচনা করার আহবান জানান। একই সঙ্গে দেশে সরকার বিরোধী আন্দোলনে নির্যাতিত, নিপীড়িত নেতা-কর্মী ও সমর্থকদের জন্য সাহায্যের হাত বাড়াতে প্রবাসী নেতা-কর্মীদের অনুরোধ করেন।
ব্যারিষ্টার মনির হোসেন আরও বলেন, ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচনের মতো ঢাকা চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে সরকার কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে এই সরকারকে হটাতে হবে।
সভায় স্থানীয় বিএনপি নেতা আবদুস ছালাম, হাবিবুর রহমান তালুকদার, আহমেদ হোসাইন, মোহাম্মদ রাকিব, লিটন মজুমদার, আমীর হোসেন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ এয়াকুব, করিম ইকবাল, সৈয়দ সাইফুদ্দিন খালেক, আলী হোসেন, সুমন, মোহাম্মদ বাবর, রাকিব হাজী, লিটন কাজল উপস্থিত ছিলেন বলে ফ্লোরিডা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে।