জর্জিয়ায় বন্দুকের গুলিতে নিহত ৭ : কলোরাডোয় সেনাসদস্য নিহত

- প্রকাশের সময় : ০১:১৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫
- / ৫৭৫ বার পঠিত
আটলান্টা (জর্জিয়া): জর্জিয়াতে বন্দুকের গুলিতে সাত বছরের বালক সহ পাচ জন নিহত হয়েছে। ৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। আটলান্টা থেকে ২০ মাইল পশ্চিমের ঐ কাউন্টিতে এই ঘটনা স্থানীয় সবার মধ্যে শোকের ছায়া নিয়ে এসেছে। এনিয়ে কাউন্টি শেরিফ ডগলাস জানান তার ২০ বছরের চাকুরী জীবনে এটিই হচ্ছে সবচেয়ে খারাপ দূর্ঘটনা। পুলিশ সুত্র বলেছে বন্ধুকধারী একটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাবার সময় সে নিহত হয়েছে। তবে বন্ধুকধারীর পরিচয় এখোনো প্রকাশ করা হয়নি।
এদিকে কলোরাডোর ফোর্ট কারসনে সেনাবাহিনীর এক প্রশিক্ষনের সময় গাড়ী দূর্ঘটনায় মারা গেছেন এক সেনাসদস্য। আহত হয়েছেন আরো ৬ জন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ৬ ফেব্রুয়ারী শুক্রবার মধ্যরাতে ঐ এলাকার মধ্য দিয়ে সৈন্যদের বহনকারী একটি গাড়ি দূর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হন আরো ছয় জন। আহতের হাতপাতালে স্থানান্তর করা হয়েছে। (টাইম টিভি)