নিউইয়র্ক ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১০ অক্টোবর : ইতিহাসের এই দিনে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ৯ বার পঠিত

হককথা ডেস্ক: আজ ১০ অক্টোবর ২০২০, শনিবার। ২৫ আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৩ তম (অধিবর্ষে ২৮৪ তম) দিন। ১৯১৯ সালের এই দিনে পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৭৫৬- লর্ড রবার্ট কাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।
১৯০২- হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস অনুষ্ঠিত হয়।
১৯১১- চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯১৩- পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
১৯১৭- জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।
১৯১৯- পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
১৯৩২- সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর উপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
১৯৪২- কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।
১৯৪৩- চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৬- মাদ্রাজ থেকে লর্ড ক্রাইভের কলকাতা দখল অভিযানের যাত্রা শুরু হয়।
১৯৫৯- আর্জেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৪- এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
১৯৬৭- প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
১৯৭০- দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭১- দিনাজপুরের চড়ারহাট গ্রামে হানাদার বাহিনী মেতে ওঠে হত্যাযজ্ঞে। প্রায় শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে তারা। তাদের মধ্য থেকে গুলিবিদ্ধ ১১ জন প্রাণে বেঁচে গেলেও শতাধিক মানুষের মৃত্যু হয় সেখানে। পাশের আন্দোল গ্রামটিও রেহাই পায়নি হানাদারদের হাত থেকে।
১৯৭২- বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়।
১৯৮৬- সালভাদের ভুমিকম্পে দুই সহ¯্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২- থেকে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হচ্ছে।
১৯৯৭- ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।

জন্ম:
১৮১৩- জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
১৯১২- অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক এবং রাজনীতিবিদ।
১৯১৬- সমর সেন, ভারতীয় বাঙালী কবি এবং সাংবাদিক।
১৯৩০- হ্যারল্ড পিন্টার, ২০০৫ খ্রীস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ সাহিত্যিক।
১৯৩৭- সিরাজুল ইসলাম (অভিনেতা), বাংলাদেশী মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা।

মৃত্যু:
৬৪৪- পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।
১৫৩৯- প্রথম শিখগুরু নানক।
১৯৭১- সৈয়দ ওয়ালিউল্লাহ, একজন বাঙালী কথাশিল্পী।
১৯৯৪- এস. এম. সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
২০০০- সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ।
২০০৪- ক্রিস্টোফার রীভ, আমেরিকান চলচ্চিত্রাভিনেতা। সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
২০১১- জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।

দিবস
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
স্তন ক্যান্সার সচেতনতা দিবস

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

১০ অক্টোবর : ইতিহাসের এই দিনে

প্রকাশের সময় : ০২:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

হককথা ডেস্ক: আজ ১০ অক্টোবর ২০২০, শনিবার। ২৫ আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৩ তম (অধিবর্ষে ২৮৪ তম) দিন। ১৯১৯ সালের এই দিনে পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৭৫৬- লর্ড রবার্ট কাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।
১৯০২- হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস অনুষ্ঠিত হয়।
১৯১১- চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯১৩- পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
১৯১৭- জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।
১৯১৯- পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
১৯৩২- সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর উপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
১৯৪২- কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।
১৯৪৩- চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৬- মাদ্রাজ থেকে লর্ড ক্রাইভের কলকাতা দখল অভিযানের যাত্রা শুরু হয়।
১৯৫৯- আর্জেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৪- এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
১৯৬৭- প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
১৯৭০- দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭১- দিনাজপুরের চড়ারহাট গ্রামে হানাদার বাহিনী মেতে ওঠে হত্যাযজ্ঞে। প্রায় শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে তারা। তাদের মধ্য থেকে গুলিবিদ্ধ ১১ জন প্রাণে বেঁচে গেলেও শতাধিক মানুষের মৃত্যু হয় সেখানে। পাশের আন্দোল গ্রামটিও রেহাই পায়নি হানাদারদের হাত থেকে।
১৯৭২- বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়।
১৯৮৬- সালভাদের ভুমিকম্পে দুই সহ¯্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২- থেকে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হচ্ছে।
১৯৯৭- ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।

জন্ম:
১৮১৩- জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।
১৯১২- অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক এবং রাজনীতিবিদ।
১৯১৬- সমর সেন, ভারতীয় বাঙালী কবি এবং সাংবাদিক।
১৯৩০- হ্যারল্ড পিন্টার, ২০০৫ খ্রীস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ সাহিত্যিক।
১৯৩৭- সিরাজুল ইসলাম (অভিনেতা), বাংলাদেশী মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা।

মৃত্যু:
৬৪৪- পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।
১৫৩৯- প্রথম শিখগুরু নানক।
১৯৭১- সৈয়দ ওয়ালিউল্লাহ, একজন বাঙালী কথাশিল্পী।
১৯৯৪- এস. এম. সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
২০০০- সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ।
২০০৪- ক্রিস্টোফার রীভ, আমেরিকান চলচ্চিত্রাভিনেতা। সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
২০১১- জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।

দিবস
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
স্তন ক্যান্সার সচেতনতা দিবস