নিউইয়র্ক ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টিকটকে যোগ দিয়েছেন ট্রাম্প

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / ২১০ বার পঠিত

ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যোগ দিয়েছেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রিয়েল ডোনাল্ড ট্রাম্প আইডি দিয়ে তিনি চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।

২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালে টিকটকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে ওই নির্দেশ নাকচ করে দিয়েছিল আদালত। অবশ্য গত মার্চে ট্রাম্প জানিয়েছেন, প্ল্যাটফর্মটি জাতীয় নিরাপত্তায় ঝুঁকি হলেও এতে নিষেধাজ্ঞা দিলে এর প্রভাব তরুণ ব্যবহারকারীদের একটি অংশের ওপর পড়বে। আর এতে করে শুধু মেটার পরিষেবা ফেসবুক শক্তিশালী হবে।

শনিবার রাতে ট্রাম্প তার অ্যাকাউন্টে একটি লঞ্চ ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখানো হয়েছে তিনি নিউ জার্সির নেওয়ার্কের একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন।

চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন হচ্ছে টিকটক। ২০২৫ সালের জানুয়ারির আগে টিকটক বিক্রি না করলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে, এপ্রিলে এমন একটি আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, যুক্তরাষ্ট্রের আদালতে এ আইনটি চ্যালেঞ্জ করেছে বাইটড্যান্স। সূত্র: রাইজিংবিডি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

টিকটকে যোগ দিয়েছেন ট্রাম্প

প্রকাশের সময় : ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যোগ দিয়েছেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রিয়েল ডোনাল্ড ট্রাম্প আইডি দিয়ে তিনি চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।

২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালে টিকটকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে ওই নির্দেশ নাকচ করে দিয়েছিল আদালত। অবশ্য গত মার্চে ট্রাম্প জানিয়েছেন, প্ল্যাটফর্মটি জাতীয় নিরাপত্তায় ঝুঁকি হলেও এতে নিষেধাজ্ঞা দিলে এর প্রভাব তরুণ ব্যবহারকারীদের একটি অংশের ওপর পড়বে। আর এতে করে শুধু মেটার পরিষেবা ফেসবুক শক্তিশালী হবে।

শনিবার রাতে ট্রাম্প তার অ্যাকাউন্টে একটি লঞ্চ ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখানো হয়েছে তিনি নিউ জার্সির নেওয়ার্কের একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন।

চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন হচ্ছে টিকটক। ২০২৫ সালের জানুয়ারির আগে টিকটক বিক্রি না করলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে, এপ্রিলে এমন একটি আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, যুক্তরাষ্ট্রের আদালতে এ আইনটি চ্যালেঞ্জ করেছে বাইটড্যান্স। সূত্র: রাইজিংবিডি।