বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি’র কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথসভা
- প্রকাশের সময় : ০২:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
- / ৬২৭ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথসভা গত ২১ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় ওজন পার্কে বিয়ানীবাজার ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাসুদুল হক ছানু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান (রুহেল)।
সভার শুরুতেই নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন সভাপতি মাসুদুল হক ছানু। এরপর তিনি উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শে বিয়ানীবাজার সমিতির ভবন ঋণমুক্ত করে ভবনটি সমিতির নামে নিবন্ধন করাই আমাদের প্রধান কাজ।
সভায় সকলের সম্মতিতে আগামী ২৭ মার্চ রোববার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন ও ২৬ জুন সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় সমিতির ভবন ঋণমুক্ত করার জন্য পরামর্শমূলক বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা যথাক্রমে মহিউদ্দিন, আব্দুল আহাদ ফারুক, গৌছ উদ্দিন খান ও ছমির উদ্দিন, সহ সভাপতি আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জয়নুল হক, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা আহমদ মোস্তফা বাবুল, নুরুল ইসলাম ও কাউছার হক সেলিম।