নিউইয়র্ক ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিয়ানীবাজার সমিতির নির্বাচন : ২৩টি মনোনয়নপত্র বিতরণ, জমা ২৩ আগস্ট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫
  • / ৬৬৩ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ২৩টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন। আগামী ২৩ আগষ্ট মনোননয়নপত্র জমাদানের দিন। নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর। নির্বাচনী তফসিল মোতাবেক গত ১৬-১৭ আগষ্ট যথাক্রমে রোববার ও সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। এই দুই দিনে ২৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা। আর এই মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। চলছে প্যানেল গঠনের প্রক্রিয়। সংশ্লিস্টদের মতে এবারের নির্বাচনে একটি প্যানেল হতে যাচ্ছে। খবর ইউএনএ’র।
নির্বাচন কমিশনার রিজু মোহাম্মদ জানান, আগামী ২৩ আগস্ট মনোনয়নপত্র জমার দিন ধার্য্য করা হয়েছে। এদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এস্টোরিয়ার সুন্দরবন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। একইদিন সন্ধ্যা ৭টা থেকে মনোনয়নপত্র বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
Beanibazar-1(Saikul)এদিকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন নূরুল ইসলাম, সাইকুল ইসলাম ও কামরুল হাসান শাহীন। এছাড়া ১৯টি পদের জন্য সম্ভাব্য প্যানেলের মনোনয়নপত্র কিনেছেন সমিতির সাবেক উপদেষ্টা ও সাধারণ সম্পাদক মাসদুল হক ছানু। তিনি সভাপতি পদে লড়বেন। অপরদিকে সাইকুল ইসলাম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোননয়নপত্র ক্রয় করেছেন বলে ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন।
Beanibazar-3মনোনয়নপত্র সরবরাহের আগে সমিতিরর সভাপতি আজিমুর রহমান বুরহান চূড়ান্ত ভোটার তালিকা প্রধান নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন। এসময় তিনি আশ্ াপ্রকাশ করেন, অতীতের সব ঐতিহ্য ও সুনাম বজায় রেখেই সংগঠনের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মনোনয়নপত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান, বর্তমান সহ-সভাপতি গৌছ উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বর্তমান কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রমূখ।
সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি এগিয়ে চলছে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করেছে কার্যকরী কমিটি। চূড়ান্ত ভোটার হয়েছেন ১৩৯৯ জন।
উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের কর্মকর্তারা হচ্ছেন: মোহাম্মদ আনোয়ার হোসেন (প্রধান নির্বাচন কমিশনার) এবং কামাল হোসেন, আবুল হোসেন, মোস্তফা কামাল ও রিজু মোহাম্মদকে (নির্বাচন কমিশনার)।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিয়ানীবাজার সমিতির নির্বাচন : ২৩টি মনোনয়নপত্র বিতরণ, জমা ২৩ আগস্ট

প্রকাশের সময় : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ২৩টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন। আগামী ২৩ আগষ্ট মনোননয়নপত্র জমাদানের দিন। নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর। নির্বাচনী তফসিল মোতাবেক গত ১৬-১৭ আগষ্ট যথাক্রমে রোববার ও সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। এই দুই দিনে ২৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা। আর এই মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। চলছে প্যানেল গঠনের প্রক্রিয়। সংশ্লিস্টদের মতে এবারের নির্বাচনে একটি প্যানেল হতে যাচ্ছে। খবর ইউএনএ’র।
নির্বাচন কমিশনার রিজু মোহাম্মদ জানান, আগামী ২৩ আগস্ট মনোনয়নপত্র জমার দিন ধার্য্য করা হয়েছে। এদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এস্টোরিয়ার সুন্দরবন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। একইদিন সন্ধ্যা ৭টা থেকে মনোনয়নপত্র বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
Beanibazar-1(Saikul)এদিকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন নূরুল ইসলাম, সাইকুল ইসলাম ও কামরুল হাসান শাহীন। এছাড়া ১৯টি পদের জন্য সম্ভাব্য প্যানেলের মনোনয়নপত্র কিনেছেন সমিতির সাবেক উপদেষ্টা ও সাধারণ সম্পাদক মাসদুল হক ছানু। তিনি সভাপতি পদে লড়বেন। অপরদিকে সাইকুল ইসলাম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোননয়নপত্র ক্রয় করেছেন বলে ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন।
Beanibazar-3মনোনয়নপত্র সরবরাহের আগে সমিতিরর সভাপতি আজিমুর রহমান বুরহান চূড়ান্ত ভোটার তালিকা প্রধান নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন। এসময় তিনি আশ্ াপ্রকাশ করেন, অতীতের সব ঐতিহ্য ও সুনাম বজায় রেখেই সংগঠনের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মনোনয়নপত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান, বর্তমান সহ-সভাপতি গৌছ উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বর্তমান কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রমূখ।
সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি এগিয়ে চলছে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করেছে কার্যকরী কমিটি। চূড়ান্ত ভোটার হয়েছেন ১৩৯৯ জন।
উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের কর্মকর্তারা হচ্ছেন: মোহাম্মদ আনোয়ার হোসেন (প্রধান নির্বাচন কমিশনার) এবং কামাল হোসেন, আবুল হোসেন, মোস্তফা কামাল ও রিজু মোহাম্মদকে (নির্বাচন কমিশনার)।