নিউইয়র্ক: ২৯তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ম্যানহাটানে পেনসিলভেনিয়া হোটেলের দি প্যান প্লাজা প্যাভেলিয়ানে। এই কনভেনশনকে স্মরণকালের শ্রেষ্ঠ কনভেনশনে পরিণত করতে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠন করা হয়েছে ১৭৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি। গত ২৩ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালটি পার্টি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির নাম ঘোষণা করা হয়।
কনভেনশনের কনভেনর ড. রফিক আহমদের সভাপতিত্বে এবং চেয়ারম্যান ফাইন্যান্স মিজানুর রহমান ও কো-কনভেনর আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় মতবিনিময়ে আশরাফুল হাসান বুলবুল ২৯তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের ১৭৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
মতবিনিময়ে বক্তব্য রাখেন এনএবিসির চেয়ারম্যান কাজী মতিউর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি মুনির চৌধুরী, এক্সিকিউটিভ সদস্য এবং ঠিকানার প্রেসিডেন্ট/সিইও সাঈদ উর রব, এক্সিকিউটিভ সদস্য ও মুখপাত্র ডা. ইবরুল চৌধুরী, হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি আবুল ফজল দিদারুল ইসলাম, জেবিবিএ’র সাবেক সভাপতি পিয়ার মোহাম্মদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও চিফ পেট্রোল আকতার হোসেন বাদল, কবি ফকির ইলিয়াস, কম্যুনিটি লিডার আব্দুস শহীদ, অ্যাডভোকেট এন মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজ পাটোয়ারী, সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আকবর চৌধুরী, জসীম ভুঁইয়া, মিনা ইসলাম, গিয়াস মজুমদার, বাফাফ-এর সভাপতি ফরিদা ইয়াসমীন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ এফ এম মিসবাউজ্জামান, কম্যুনিটি লিডার গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট জাকির, কম্যুনিটি লিডার খান শওকত, শিল্পী তপন মোদক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি আমির খান জাকির প্রমুখ।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে এনএবিসির এক্সিকিউটিভ কমিটির সদস্য এমাদ চৌধুরী, লিয়াকত হোসেন আবুসহ কম্যুনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পী, বিভিন্ন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ সেক্রেটারি মুনির চৌধুরী ২৯তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের সফলতা কামনা করে সকলের সহযোগিতার আহ্বান জানান। এনএবিসির এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং মুখপাত্র ডা. ইবরুল চৌধুরী নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনে মূল কমিটির সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাঈদ-উর-রব বলেন, আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী, প্রতিহিংসায় নয়। আমরা অতীতে প্রবাসী বাংলাদেশীদের কাছে স্বাক্ষর রেখেছি সম্মেলন সফল এবং স্বার্থক করে। আমরা আপনাদের সকলের সহযোগিতায় এবারো এ শতাব্দীর সেরা সম্মেলন উপহার দিতে চাই।
কাজী মতিউর রহমান বলেন, আমরা প্রমাণ করেছি নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন হচ্ছে প্রবাসীদের মিলন মেলা এবং ভিন্নভাবে উপস্থাপন। তিনি হোস্ট কমিটিকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আব্দুর রহিম হাওলাদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজ পাটোয়ারি, সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, আব্দুস শহীদ, এন মজুমদার, পিয়ার মোহাম্মদসহ সকলেই এই সম্মেলনের প্রতি সমর্থন ব্যক্ত করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতি ড. রফিক আহমেদ স্বাগত বক্তব্যে বর্তমান কর্মকান্ড তুলে ধরেন এবং মেম্বার সেক্রেটারি আবুল ফজল দিদারুল ইসলাম সমাপ্তি ঘোষণা করেন।
কমিটিতে যারা আছেন: কনভেনর- ড. রফিক আহমেদ, মেম্বার সেক্রেটারি- আবুল ফজল মোহাম্মদ দিদারুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর- মঞ্জুর হোসেন, সিনিয়র কো-অর্ডিনেটর- কায়সার হালিম, চিফ পেট্রন- আকতার হোসেন বাদল।
কো-কনভেনর- শাহ নেওয়াজ, মোহাম্মদ হানিফ, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদ এন মজুমদার, শহীদুল ইসলাম বাবু, আশরাফুল হাসান বুলবুল, ওসমান চৌধুরী, আব্দুস শহীদ, আব্দুল হাসিম হাসনু, আব্দুর রহিম বাদশা, ফখরুল ইসলাম দেলোয়ার, বেলাল চৌধুরী, সর্দার হক রনি, লুৎফুল করিম, শাহীন কবীর, মনসুর এ চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, শাহাদত হোসেন, রাজু শাহ বিপ্লব, হাসানুজ্জামান হাসান, জসীম উদ্দিন ভুঁইয়া, পারভেজ সাজ্জাদ ও সুবল দেবনাথ।
যুগ্ম সদস্য- সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, সৈয়দ আকিকুর রহমান ফারুকী, শাহ কামাল, ফিরোজ মাহমুদ, সাইফুল ইসলাম, এ এফ এম মিসবাহউজ্জামান, প্রফেসর খলিলুর রহমান, মিয়া মোহাম্মদ দুলাল, নাজিম উদ্দিন, আলিম উদ্দিন, সৈয়দ মামুন, আমিনুল ইসলাম চৌধুরী, এম এ বাতিন, আমিন খান জাকির, সেন চৌধুরী, মাসুদুর রহমান, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, আব্দুল হামিদ, পরিমল দেব।
কো-অডিনেটর- সৈয়দ বাহালুল উজ্জ্বল, মামুন মিয়াজী, মোহাম্মদ এল কবীর, মিজানুর রহমান মিজান, খান শওকত, মাহফুজা হাসান, আবুল কাশেম, মোহাম্মদ আলী, রাফেল তালুকদার, আসিফ এ চৌধুরী, কামরুজ্জামান কামরুল, ইকবাল আনসারী, সাজ্জাদ হোসাইন, রিজু মোহাম্মদ, সেলিম হারুন, শাহজাহান শেখ, আবু একরাম, মোর্শেদা কাঁকন, গিয়াস উদ্দিন।
চেয়ারম্যান (সেমিনার)- সাংবাদিক মঈনুদ্দীন নাসের, কো-চেয়ারম্যান- ড. নাজিমউদ্দিন। চেয়ারম্যান (সাহিত্য)-কবি ফকির ইলিয়াস, চেয়ারম্যান (ফাইন্যান্স)- মিজানুর রহমান, চেয়ারম্যান (কালচারাল)- মনিকা রায়, কো-চেয়ারম্যান- তানভীর শাহীন, কামরুজ্জামান বকুল, সবিতা দাস, মনিকা চৌধুরী, প্রিয়া দাস, তপন মোদক, বাবলী হক, ফারজানা পপি।
চেয়ারম্যান (মিডিয়া)- সাংবাদিক মাহফুজুর রহমান, কো- চেয়ারম্যান- সাংবাদিক শহীদুল ইসলাম, মিসবা উদ্দিন। চেয়ারম্যান মূলধারা (লিয়াজোঁ)- ডা. ইবরুল চৌধুরী, চেয়ারম্যান (স্টল)- রাশেদ আহমেদ, চেয়ারম্যান (ইন্টারস্টেট রিলেশন)- মমিনুল হক বাচ্চু, চেয়ারম্যান (ফ্রিডম রিলেশন)- মমিনুল হক বাচ্চু, চেয়ারম্যান (ফ্রিম ফাইটার অ্যাফেয়ার্স)- আব্দুল মুকিত চৌধুরী, চেয়ারম্যান (লিগ্যাল এইড)- অ্যাটর্নি এহসানুর রহমান, কো-চেয়ারম্যান- অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জাকির হোসেন মিয়া।
চেয়ারম্যান (ম্যাগাজিন)- সাংবাদিক জাবেদ খসরু। চেয়ারম্যান (মার্কেটিং)- মাজহারুল ইসলাম জনি, কো-চেয়ারম্যান- মোহাম্মদ হোসাইন বাদশাহ ও শাহজাদা এমডি ইলিয়াস।
চেয়ারম্যান (চিকিৎসা)- ডা. ফেরদৌস খন্দকার, চেয়ারম্যান (স্টেজ)- কায়সার রশীদ, চেয়ারম্যান (ভলেন্টিয়ার)- ফাহাদ সোলায়মান, কো-চেয়ারম্যান মাসুম রহমান। চেয়ারম্যান (ইনফরমেশন)- সাংবাদিক আবুল কাশেম, কো-চেয়ারম্যান- ইকতারুজ্জামান রতন, চেয়ারম্যান (লিয়াজোঁ-কানাডা)- ইতরাত জুবেরি সেলিম, চেয়ারম্যান (রেজিস্ট্রেশন)- মিনা ইসলাম, চেয়ারম্যান (যাতায়াত)- আবদুল্লাহ আল জাহিদ হাসান, চেয়ারম্যান (হোটেল ম্যানেজমেন্ট)- মোহাম্মদ জামান তপন, কো-চেয়ারম্যান- শফিকুল আলম, চেয়ারম্যান (অভ্যর্থনা)- মিতা রহমান, কো-চেয়ারম্যান- ইয়াসমিন আকতার ও আব্দুল লতিফ।
চেয়ারম্যান (পাবলিক রিলেশন)- মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কো-চেয়ারম্যান- শামীম কে খন্দকার, চেয়ারম্যান (সিকিউরিটি)- সৈয়দ এনায়েত আলী, কো- চেয়ারম্যান- কবীর চৌধুরী জোসি, চেয়ারম্যান (বিজনেস)- গিয়াস মজুমদার, চেয়ারম্যান (সোশ্যাল মিডিয়া)- সোনিয়া চক্রবর্তী, কো-চেয়ারম্যান- সেঁজুতি বালা গাজি, চেয়ারম্যান (নিউ জেনারেশন)- সমিউর রব, চেয়ারম্যান (স্টুডেন্ট অ্যাফেয়ার্স)- শেখ আল মামুন, চেয়ারম্যান (কম্যুনিটি লিয়াজোঁ)- মোহাম্মদ আজাদ বাকের, কো-চেয়ারম্যান- আকবর চৌধুরী, মঈনুল হক চৌধুরী হেলালী, শফিকুর রহমান, চেয়ারম্যান (লাইট অ্যান্ড সাউন্ড)- শেখ মুকিত, কো-চেয়ারম্যান- শামীম মামুন লিটন, চেয়ারম্যান (অ্যাওয়ার্ড)- আনোয়ার হোসেন সেলিম।
উপদেষ্টা: এম আজিজ, ডা. মঈনুল ইসলাম মিয়া, এম এ কাইয়্যূম, আজমল হোসেন কুনু, মাফ মিসবাহ উদ্দিন, ডা. মাসুদুর রহমান, ডা. মিয়া মোহাম্মদ আদেল, ড. সাইফুল খন্দকার, আব্দুর রহিম হাওলাদার, অ্যাটর্নি অশোক কর্মকার, অ্যাটর্নি এম এ আজিজ, সৈয়দ রহমান মান্নান, শিতাশু গুহ, ডা. জুন্নুন চৌধুরী, বদরুল খান, এস এম জাহাঙ্গীর, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মোহাম্মদ পিয়ার, মহসীন মিয়া, তৈয়বুর রহমান টনি, ফিরোজ পাটোয়ারী, ডা.ইভান খান, ইয়াকুব এ খান সিপিএ, স্বপ্ন কাওসার, এমদাদুল হক কামাল, কাবেরী দাস, বিশ্বজিত সাহা, প্রদীপ সাহা, খোরশেদ আলম সেলিম, জেড চৌধুরী জুয়েল, আজিমুর রহমান বোরহান, মুহিবুর রহমান রুহেল, মিজানুর রহমান ভুইঁয়া মিল্টন, মাজেদা উদ্দিন, এমদাদুল হক, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, নূরুল হাসান, তপন বৈদ্য, রফিকুল ইসলাম, শাহ আলম দুলাল। আয়োজকরা জানিয়েছেন প্রয়োজনে কমিটির পরিধি আরো বাড়তে পারে। প্রেস বিজ্ঞপ্তি।