নিউইয়র্ক ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সিলেটের মরহুম তিন নেতা স্মরণে জালালাদ এসোসিয়েশনের দোয়া মাহফিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
  • / ৭৩৬ বার পঠিত

নিউইয়র্ক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সদস্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি, প্রবীণ রাজনীতিবীদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষেরদ সাবেক প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য নজরুল ইসলাম চৌধুরী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক।
সিটির এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়শন কার্যালয়ে গত ২০ সেপ্টেম্বর রোববার রাতে আয়োজিত এই দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট রাজনীতিক এম এ সালাম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কমিউনিটি নেতা এম এ কাইয়ুম, আবদুল বাসিত, শওকত আলী, একলিমুজ্জামান নুনু, মোবাশ্বির চৌধুরী, ডা. আকামত আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল চৌধুরী হেলাল ও আতাউর রহমান সেলিম। সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ও কোষাধ্যক্ষ আসাদুল গণি আসাদ।
সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন শওকত আলী, আহমেদ মোস্তফা পারভেজ, হেলিম উদ্দিন, আব্দুস শহীদ, দেওয়ান বজলু, ফখরুল ইসলাম দেলোয়ার, রেজাউল আজাদ ভূঁইয়া প্রমুখ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন জুয়েল চৌধুরী ও আসাদ।
সভায় সদ্য প্রয়াত সিলেটের তিন কৃতি সন্তানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তাদের ব্যক্তিজীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়। সভায় বক্তারা বলেন, তাদের ইন্তেকালে সিলেটবাসী জালালাবাদের কৃতি সন্তানদেরই হারালো। তাদের শূণ্যতা পুলণ হবার নয়। বিশেষ করে বক্তারা প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসীন আলী ও আব্দুজ জহির চৌধুরীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার উপর গুরুত্তারোপ করেন।
দোয়া মাহফিলে এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসী জালালাবাদবাসী উপস্থিত ছিলেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সিলেটের মরহুম তিন নেতা স্মরণে জালালাদ এসোসিয়েশনের দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৪:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫

নিউইয়র্ক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সদস্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি, প্রবীণ রাজনীতিবীদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষেরদ সাবেক প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য নজরুল ইসলাম চৌধুরী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক।
সিটির এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়শন কার্যালয়ে গত ২০ সেপ্টেম্বর রোববার রাতে আয়োজিত এই দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট রাজনীতিক এম এ সালাম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কমিউনিটি নেতা এম এ কাইয়ুম, আবদুল বাসিত, শওকত আলী, একলিমুজ্জামান নুনু, মোবাশ্বির চৌধুরী, ডা. আকামত আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল চৌধুরী হেলাল ও আতাউর রহমান সেলিম। সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ও কোষাধ্যক্ষ আসাদুল গণি আসাদ।
সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন শওকত আলী, আহমেদ মোস্তফা পারভেজ, হেলিম উদ্দিন, আব্দুস শহীদ, দেওয়ান বজলু, ফখরুল ইসলাম দেলোয়ার, রেজাউল আজাদ ভূঁইয়া প্রমুখ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন জুয়েল চৌধুরী ও আসাদ।
সভায় সদ্য প্রয়াত সিলেটের তিন কৃতি সন্তানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তাদের ব্যক্তিজীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়। সভায় বক্তারা বলেন, তাদের ইন্তেকালে সিলেটবাসী জালালাবাদের কৃতি সন্তানদেরই হারালো। তাদের শূণ্যতা পুলণ হবার নয়। বিশেষ করে বক্তারা প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসীন আলী ও আব্দুজ জহির চৌধুরীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার উপর গুরুত্তারোপ করেন।
দোয়া মাহফিলে এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসী জালালাবাদবাসী উপস্থিত ছিলেন।