সিডব্লিউএ’র লোকাল ১১৮২-র নব নির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ রহিম সম্বর্ধিত
- প্রকাশের সময় : ০৯:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
- / ৭৬৪ বার পঠিত
নিউইয়র্ক: ট্রাফিক ইনফোর্সমেন্ট-এর ইউনিয়ন সংগঠন কমিউনিকেশন ওয়ার্কার্স অব আমেরিকা (সিডব্লিউএ)-এর লোকাল ১১৮২-এর নব নির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ রহিমকে নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের ট্রাফিক ইনফোর্সমেন্টে এজেন্টদের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য, সৈয়দ রহিম হচ্ছেন প্রথম বাংলাদেশী যিনি এই পদে নির্বাচিত হলেন।
সিটির জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে গত ৮ আগষ্ট শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক, ডিসি ৩৭-এর ট্রেজারার মাফ মিসবাহ উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক পুলিশের দেশী সোসাইটির সভাপতি ডিটেকটিভ আমজাদ খান ও লিউটেনেন্ট শামসুল হক, ট্রাফিক সুপারভাইজার আকরাম খান, লোকাল ১১৮২-এর সহ সভাপতি ট্রমি মেদুস, চীফ ডেলিগেট মাইকেল জ্যাকসন, ডেলিগেট সাঈদ ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম সিদ্দিকী। এরপর সম্বর্ধিত সৈয়দ রহিমকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. নূরুল আমীন পলাশ, খন্দকার হক, ইসমাইল হোসেন, আব্দুল হালিম, আহমেদ সাঈদ, সৈয়দ উতবা, মোর্শেদুল আলম, সুলতানা জাহান প্রমুখ। এছাড়া অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বদরুল হক, রাহুল হক, পারভেজ, জিল্লুর রহমান, হাসান, মোশাররফ ভূইয়া, আজিজুল হক, মোহাম্মদ হোসেন কবীর প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানে বক্তারা লোকাল ১১৮২-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশী এজেন্ট সৈয়দ রহিম নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিন্দন জানিয়ে বলেন, তার সম্মানের মধ্য দিয়ে বাংলাদেশী ইমিগ্রান্টরাও সম্মানিত হলেন। বক্তারা বলেন, নিউইয়র্ক তথা আমেরিকার মূলধারায়, প্রশাসনে, বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশী-আমেরিকানরা তাদের মেধা আর যোগ্যতার স্বাক্ষর রাখছেন যা অন্যান্যদেরকে উৎসাহিত করবে। বক্তারা মূলধারায় আরো সক্রিয় হওয়ার জন্য সকল বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, এরশাদ সিদ্দিকী, আব্দুল হালিম, মেহদী মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন পিন্টু মন্ডল, মামুনুর রশীদ, ওয়াহিদ ইকবাল, শেরে আলম খান, একে এম হক, এম এ রেজা, রাসেল মিয়া, শাহ এমডি হায়াৎ প্রমুখ। সবশেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চন্দন দাস ও সুভাষ দত্ত সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সৈয়দ রহিমের স্ত্রী সাঈদা নাজনীন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।