নিউইয়র্ক ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সালাহউদ্দিন আহমেদকে অবিলম্বে উদ্ধার ও পরিবারের কাছে ফেরৎ দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫
  • / ৫৮০ বার পঠিত

নিউইয়র্ক: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাদা পোশাকধারী আইন-শৃংখলা বাহিনী কর্তৃক আটক ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে উদ্ধার ও পরিবারের কাছে ফেরৎ দেয়ার দাবী জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
সিটির জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে গত ২০ মার্চ শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেরনে উপরোক্ত দাবী জানানো হয়। বিএনপি ও ৩৪ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শরাফত হোসেন বাবু ও সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া সহ অন্যান্যের নেতৃবৃন্দের মধ্যে খালেক আকন্দ, মওলানা আতিকুল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মধ্যবর্তী নির্বাচনের দাবীতে চলমান আন্দোলন আরো জোরদার করতে ঐক্যবদ্ধভাবে হওয়ার জন্যও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তি এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন বন্ধের দাবী জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সালাহউদ্দিন আহমেদকে অবিলম্বে উদ্ধার ও পরিবারের কাছে ফেরৎ দাবী

প্রকাশের সময় : ১১:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫

নিউইয়র্ক: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাদা পোশাকধারী আইন-শৃংখলা বাহিনী কর্তৃক আটক ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে উদ্ধার ও পরিবারের কাছে ফেরৎ দেয়ার দাবী জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
সিটির জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে গত ২০ মার্চ শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেরনে উপরোক্ত দাবী জানানো হয়। বিএনপি ও ৩৪ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শরাফত হোসেন বাবু ও সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া সহ অন্যান্যের নেতৃবৃন্দের মধ্যে খালেক আকন্দ, মওলানা আতিকুল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মধ্যবর্তী নির্বাচনের দাবীতে চলমান আন্দোলন আরো জোরদার করতে ঐক্যবদ্ধভাবে হওয়ার জন্যও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তি এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন বন্ধের দাবী জানানো হয়।