নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমানরে শ্বশুর আবুল কাসেম মিয়া (৭৯) আর নেই। গত ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে ঢাকার খিলগাঁওস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। গত একমাস পূর্বে তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি প্যারালাইজড হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। ঐদিনই স্থানীয় নতুনবাগ মসজিদে নামাযে জানাজার পর তার ইচ্ছানুসারে গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ-বিক্রমপুরের ব্রাহ্মনখোলায় তার প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে মাহবুব সাদিক যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমানে হোমল্যান্ড সিকিউরিটির একজন সিনিয়র অফিসার হিসাবে টেক্সাসে কর্মরত। ছোট ছেলে সায়েম মারুফ নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে কর্মরত।
বিক্রমপুরের অভিজাত পরিবারের সন্তান মরহুম আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম, কম ও এলএল,বি পাসের পর মুসলিম কমার্সিয়াল ব্যাংকে অফিসার হিসাবে যোগ দেন। একই ব্যাংক (পরবর্তীতে পূবালী ব্যাংক) থেকে এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে অবসর গ্রহন করেন। কর্মজীবনে একজন সৎ অফিসার হিসাবে পরিচিত আবুল কাসেম মিয়া অবসরের আগের দিন পর্যন্ত মতিঝিল পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এডভান্স সেকশনের দ্বায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, ইউনিসেফের প্রাক্তন কর্মকর্তা, মৌলভীবাজারের সন্তান, বর্তমানে ব্রঙ্কসে বসবাসরত জালাল আহমেদ তার বড় মেয়ের জামাতা।
এদিকে মরহুম আবুল কাসেমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাতের জন্য প্রবাসীদের দোয়া কামনা করা হয়েছে।