নিউইয়র্ক ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিকদের সাথে শাকিল চৌধুরীর মতবিনিময় : ভালো কাজে উৎসাহ ও সহযোগিতা চাই

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫
  • / ৮৫০ বার পঠিত

নিউইয়র্ক: সেন্টার ফর নন রেসিডেন্স অব বাংলাদেশী (এনআরবি)-এর চেয়ারম্যান শাকিল চৌধুরী সুখী, সমৃদ্ধশালী, সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করে বলেছেন, দেশের হাজারো সমস্যার মাঝেও অনেক সৌন্দর্য্য রয়েছে। এনআরবি (নন রেসিডেন্স অব বাংলাদেশী) সহ দেশের গার্মেন্টস শিল্প, কৃষক সমাজ বাংলাদেশের অন্যতম সৌন্দর্য্য। এই সৌন্দর্য্যরে শক্তিকে কাজে লাগাতে হবে। আমরা ভালো কাজে উৎসাহ ও সহযোগিতা চাই। তিনি প্রবাসে বাংলাদেশী ব্যাংক প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, এই লক্ষ্য বাস্তবায়িত হলে প্রবাসীদের পাশাপাশি দেশও উপকৃত হবে। এজন্য এনআরবি সেন্টার সকল প্রকার উদ্যোগ নেবে ও সহযোগিতা করবে।
নিউইয়র্কের বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শাকিল চৌধুরী উপরোক্ত কথা বলেন। গত ১৭ মে রোববার দুপুরে এস্টোরিয়াস্থ সুন্দরবন রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ‘ইনভেস্টমেন্ট, রেমিট্যান্স, ফাইন্যান্সিয়াল ব্রান্ডিং ফর বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কানফারেন্স সিরিজ কর্মসূচীর আলোকে নিউইয়র্কে সভা-সেমিনারের পাশাপাশি তিনি সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন। খবর ইউএনএ’র।
অত্যন্ত ঘরোয়া পরিবেশে আয়োজিত সভায় শাকিল চৌধুরী বলেন, এনআরবি সেন্টার দেশের সাথে প্রবাসীদের সেতুবন্ধনের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে। পাশাপাশি দেশের মানুষের ভালোমন্দ নিয়েও সরকারী ও বেসরকারী পর্যায়েও কাজ করছে। তিনি বলেন, এনআরবি সেন্টার একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। কোন রাজনৈতিক দলের সাথে এর কোন সম্পর্ক নেই। সরকার বা অন্য কারো অর্থে এই সেন্টার পরিচালিত হয় না। তবে পররাষ্ট্র মন্ত্রনাল সহযোগিতা দেয়। বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্সটিউিটের পার্টরারশীপ ও সহযোগিতায় এই সেন্টার পরিচালিত হয়।
তিনি বলেন, নিউইয়র্কে ও লন্ডনে বাংলাদেশী মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। এব্যাপারে আমরা আইনগত খোঁজখবর নেয়ার পাশাপাশি সকল প্রকার উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিচ্ছি। পরামর্শ নিচ্ছি সংশ্লিষ্ট সকলের। তিনি বলেন, দেশের স্বার্থেই নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চালু ও জিএসপি সমস্যার সমাধান দরকার। প্রবাসীদের জন্য ‘পেনশন স্কীম’ চালুর উপরও গুরুত্বারোপ করেন তিনি।
শাকিল চৌধুরী বলেন, আমরা দেশের কথা প্রবাসীদের আর প্রবাসীদের কথা দেশের সরকার ও মানুষের কাছে অবহিত করে ভালো কাজের জন্য পরামর্শ নিয়ে থাকি। দেশে-প্রবাসে অনেক ভালো ও সৎ মানুষ আছে। তাদের জন্য অনেক ভালো কাজ হচ্ছে। তাদেরকে আমরা আমাদের সাথে চাই। আমরা চাই কারো ব্যক্তিগত সুবিধা বা চাহিদার কারণে যেনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে না যায়। আমরা অবৈধ কার্যক্রম বন্ধ করতে চাই।
তিনি বলেন, এনআরবি সেন্টারের সার্ভিস স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হয়ে থাকলেও প্রবাসীদের সমস্যার ব্যাপারে আমরা সমাধানের উদ্যোগ নিয়ে থাকি। এক্ষেত্রে আস্থা-অনাস্থার বিষয় সংশ্লিষ্টদের।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সাংবাদিকদের সাথে শাকিল চৌধুরীর মতবিনিময় : ভালো কাজে উৎসাহ ও সহযোগিতা চাই

প্রকাশের সময় : ০৫:৪৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫

নিউইয়র্ক: সেন্টার ফর নন রেসিডেন্স অব বাংলাদেশী (এনআরবি)-এর চেয়ারম্যান শাকিল চৌধুরী সুখী, সমৃদ্ধশালী, সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করে বলেছেন, দেশের হাজারো সমস্যার মাঝেও অনেক সৌন্দর্য্য রয়েছে। এনআরবি (নন রেসিডেন্স অব বাংলাদেশী) সহ দেশের গার্মেন্টস শিল্প, কৃষক সমাজ বাংলাদেশের অন্যতম সৌন্দর্য্য। এই সৌন্দর্য্যরে শক্তিকে কাজে লাগাতে হবে। আমরা ভালো কাজে উৎসাহ ও সহযোগিতা চাই। তিনি প্রবাসে বাংলাদেশী ব্যাংক প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, এই লক্ষ্য বাস্তবায়িত হলে প্রবাসীদের পাশাপাশি দেশও উপকৃত হবে। এজন্য এনআরবি সেন্টার সকল প্রকার উদ্যোগ নেবে ও সহযোগিতা করবে।
নিউইয়র্কের বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শাকিল চৌধুরী উপরোক্ত কথা বলেন। গত ১৭ মে রোববার দুপুরে এস্টোরিয়াস্থ সুন্দরবন রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ‘ইনভেস্টমেন্ট, রেমিট্যান্স, ফাইন্যান্সিয়াল ব্রান্ডিং ফর বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কানফারেন্স সিরিজ কর্মসূচীর আলোকে নিউইয়র্কে সভা-সেমিনারের পাশাপাশি তিনি সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন। খবর ইউএনএ’র।
অত্যন্ত ঘরোয়া পরিবেশে আয়োজিত সভায় শাকিল চৌধুরী বলেন, এনআরবি সেন্টার দেশের সাথে প্রবাসীদের সেতুবন্ধনের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে। পাশাপাশি দেশের মানুষের ভালোমন্দ নিয়েও সরকারী ও বেসরকারী পর্যায়েও কাজ করছে। তিনি বলেন, এনআরবি সেন্টার একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। কোন রাজনৈতিক দলের সাথে এর কোন সম্পর্ক নেই। সরকার বা অন্য কারো অর্থে এই সেন্টার পরিচালিত হয় না। তবে পররাষ্ট্র মন্ত্রনাল সহযোগিতা দেয়। বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্সটিউিটের পার্টরারশীপ ও সহযোগিতায় এই সেন্টার পরিচালিত হয়।
তিনি বলেন, নিউইয়র্কে ও লন্ডনে বাংলাদেশী মালিকানাধীন ব্যাংক প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। এব্যাপারে আমরা আইনগত খোঁজখবর নেয়ার পাশাপাশি সকল প্রকার উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিচ্ছি। পরামর্শ নিচ্ছি সংশ্লিষ্ট সকলের। তিনি বলেন, দেশের স্বার্থেই নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চালু ও জিএসপি সমস্যার সমাধান দরকার। প্রবাসীদের জন্য ‘পেনশন স্কীম’ চালুর উপরও গুরুত্বারোপ করেন তিনি।
শাকিল চৌধুরী বলেন, আমরা দেশের কথা প্রবাসীদের আর প্রবাসীদের কথা দেশের সরকার ও মানুষের কাছে অবহিত করে ভালো কাজের জন্য পরামর্শ নিয়ে থাকি। দেশে-প্রবাসে অনেক ভালো ও সৎ মানুষ আছে। তাদের জন্য অনেক ভালো কাজ হচ্ছে। তাদেরকে আমরা আমাদের সাথে চাই। আমরা চাই কারো ব্যক্তিগত সুবিধা বা চাহিদার কারণে যেনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে না যায়। আমরা অবৈধ কার্যক্রম বন্ধ করতে চাই।
তিনি বলেন, এনআরবি সেন্টারের সার্ভিস স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হয়ে থাকলেও প্রবাসীদের সমস্যার ব্যাপারে আমরা সমাধানের উদ্যোগ নিয়ে থাকি। এক্ষেত্রে আস্থা-অনাস্থার বিষয় সংশ্লিষ্টদের।