নিউইয়র্ক ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শুধু আইন প্রণয়নই কাজ নয়, জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এমপিদের দায়িত্ব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
  • / ১০৮৯ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের ফুলেল শুভেচ্ছায় সম্বর্ধিত হলেন বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ (সদর) আসনের সদস্য মোহাম্মদ ছানোয়ার হোসেন। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছানোয়ার হোসেন এমপি’র সম্মানে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক এই সম্বর্ধনা সভার আয়োজন করে।
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে ৪ অক্টোবর রোববার অপরাহ্নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফরিদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা আশেক খন্দকার শামীম, বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মীর মাহবুবুর রহমান বাবু ও প্রতিষ্ঠতা সদস্য সচিব আশরাফুল আলম জঙ্গী, আজিজুল ইসলাম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ প্রফেসর জাকির হোসেন, দুলাল মিয়া, কামরুজ্জামান ভুলু প্রমুখ মঞ্চে উপবিষ্ট ছিলেন। খবর ইউএনএ’র।
Tangail-2অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদমান খন্দকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রবাসী টাঙ্গাইলবাসীদের পক্ষ থেকে সম্বর্ধিত অতিথি ছানোয়ার হোসেন এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো এবং সংগঠন ও প্রবাসী টাঙ্গাইলবাসীদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ছানোয়ার হোসেন এমপি বলেন, বিশ্বের মানচিত্রে ছোট্ট দেশ বাংলাদেশ। ঝড়, বন্যা, খরা তথা প্রাকৃতিক দূর্যোগ নিয়েই এগিয়ে চলছে বাংলাদেশ। আমাদের উন্নয়নের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমাদের হাতে আলাদিনের যাদুর চেরাগ নেই। তারপরও উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য খাতে প্রভৃত সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, দেশের রিজার্ভ ফান্ড সহ সকল উন্নয়ন আর অর্জনের সাথে প্রবাসীদের অবদান জড়িত।
ইউরোপ, অষ্ট্রেলিয়া, জাপান প্রভৃতি দেশ সফরের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, প্রবাসে দেশের পজেটিভ খবরে চেয়ে নেগেটিভ খবর বেশী আসে। বড় বড় দেশের অনেক খবর ধামাচাপা পড়ে যায়। আর ছোট দেশ হিসেবে বাংলাদেশের সব খবরই বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে অষ্ট্রেলিয়ার ক্রিকেট টিম বাংলাদেশ সফর বাতিল করলো। আর তার পরেই অষ্ট্রেলিয়ার পুলিশ সদর দপ্তরের সামনে গোলাগুলি হলো, মানুষ হতাতহ হলো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে একটি স্কুলে গোলাগুলিতে ১০/১৫ জন মারা গেলো। সকল দেশেই সমস্যা আছে, থাকবে। সমস্যাগুলোর সমাধানও আছে। তিনি পজেটিভ খবর প্রচারের আহ্বান জানিয়ে বলেন, ‘পজেটিভ খবর মানুষকে পজেটিভ করে তোলে’। আমাদেরকে উদার হতে হবে।
ছানোয়ার হোসেন এমপি বলেন, শুধু আইন প্রণয়নই এমপিদের কাজ নয়, জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এমপিদের দায়িত্ব। দেশপ্রেম আর জনগণের কাছে দেয়া কমিটমেন্ট রক্ষার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা থেকেই আমি জনগণের সেবা করে চলেছি।
Tangail-3টাঙ্গাইলের সাবেক মন্ত্রী ও এমপি মরহুম আব্দুল মান্নান এবং মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসানকে বড় মাপের নেতা উল্লেখ করে ছানোয়ার হোসেন এমপি বলেন, তাদের উভয়ের গ্রামের বাড়ী ছিলো সদর উপজেলার চরে। মন্ত্রী-এমপি হয়ে তারা ঢাকায় থাকতেন। আর আমার জন্ম, আমার বাড়ী টাঙ্গাইল শহরে। এই শহরে সাথে আমার নাড়ীর টান। সরকারের সহযোগিতায় আমি টাঙ্গাইলের উন্নয়ন করে চলেছি। তিনি বলেন, ছোট শহর টাঙ্গাইল বড় হচ্ছে, সমস্যাও বাড়ছে। তাই টাঙ্গাইলের সমস্যা সমাধানে, শহরকে সুন্দর করতে টাঙ্গাইলবাসীর পাশাপাশি আমি প্রবাসী টাঙ্গাইলবাসীদের পরামর্শ ও সহযোগিতা চাই। তিনি বলেন, আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি সমান। আমি শুধু আওয়ামী লীগের জন্য নয়, সবার জন্য তথা টাঙ্গাইলের সাড়ে ছয় লাখ মানুষের জন্য কাজ করতে চাই। আমি সবার এমপি হতে চাই।
তিনি টাঙ্গাইল জেলার স্বকীয়তা বজায় রেখে প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে নিজ জেলা টাঙ্গাইলসহ প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। অনুষ্ঠানের বক্তারা ছানোয়ার হোসেন এমপি’র সার্বিক সাফল্য কামনা এবং আগামী দিনে তাকে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Tangail-4শেষে সঙ্গীত পরিবেশন করেন মাহবুবুল আলম ফিরোজ সহ চ্যানেল আই’র সেরা ক্ষুদে গানরাজ নিলয় ও শিশুশিল্পী মাহি। শিল্পীদের সাথে ছানোয়ার হোসেন এমপিও কন্ঠ মিলিয়ে উপস্থিত টাঙ্গাইলবাসীদের আনন্দ দেন। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আক্তারুজ্জামান হ্যাপী, এনামুল হক, মোহাম্মদ আরিফ বিন আনোয়ার প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

শুধু আইন প্রণয়নই কাজ নয়, জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এমপিদের দায়িত্ব

প্রকাশের সময় : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫

নিউইয়র্ক: নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের ফুলেল শুভেচ্ছায় সম্বর্ধিত হলেন বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ (সদর) আসনের সদস্য মোহাম্মদ ছানোয়ার হোসেন। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছানোয়ার হোসেন এমপি’র সম্মানে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক এই সম্বর্ধনা সভার আয়োজন করে।
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে ৪ অক্টোবর রোববার অপরাহ্নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফরিদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা আশেক খন্দকার শামীম, বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মীর মাহবুবুর রহমান বাবু ও প্রতিষ্ঠতা সদস্য সচিব আশরাফুল আলম জঙ্গী, আজিজুল ইসলাম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ প্রফেসর জাকির হোসেন, দুলাল মিয়া, কামরুজ্জামান ভুলু প্রমুখ মঞ্চে উপবিষ্ট ছিলেন। খবর ইউএনএ’র।
Tangail-2অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদমান খন্দকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রবাসী টাঙ্গাইলবাসীদের পক্ষ থেকে সম্বর্ধিত অতিথি ছানোয়ার হোসেন এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো এবং সংগঠন ও প্রবাসী টাঙ্গাইলবাসীদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ছানোয়ার হোসেন এমপি বলেন, বিশ্বের মানচিত্রে ছোট্ট দেশ বাংলাদেশ। ঝড়, বন্যা, খরা তথা প্রাকৃতিক দূর্যোগ নিয়েই এগিয়ে চলছে বাংলাদেশ। আমাদের উন্নয়নের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমাদের হাতে আলাদিনের যাদুর চেরাগ নেই। তারপরও উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য খাতে প্রভৃত সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, দেশের রিজার্ভ ফান্ড সহ সকল উন্নয়ন আর অর্জনের সাথে প্রবাসীদের অবদান জড়িত।
ইউরোপ, অষ্ট্রেলিয়া, জাপান প্রভৃতি দেশ সফরের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, প্রবাসে দেশের পজেটিভ খবরে চেয়ে নেগেটিভ খবর বেশী আসে। বড় বড় দেশের অনেক খবর ধামাচাপা পড়ে যায়। আর ছোট দেশ হিসেবে বাংলাদেশের সব খবরই বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে অষ্ট্রেলিয়ার ক্রিকেট টিম বাংলাদেশ সফর বাতিল করলো। আর তার পরেই অষ্ট্রেলিয়ার পুলিশ সদর দপ্তরের সামনে গোলাগুলি হলো, মানুষ হতাতহ হলো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে একটি স্কুলে গোলাগুলিতে ১০/১৫ জন মারা গেলো। সকল দেশেই সমস্যা আছে, থাকবে। সমস্যাগুলোর সমাধানও আছে। তিনি পজেটিভ খবর প্রচারের আহ্বান জানিয়ে বলেন, ‘পজেটিভ খবর মানুষকে পজেটিভ করে তোলে’। আমাদেরকে উদার হতে হবে।
ছানোয়ার হোসেন এমপি বলেন, শুধু আইন প্রণয়নই এমপিদের কাজ নয়, জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এমপিদের দায়িত্ব। দেশপ্রেম আর জনগণের কাছে দেয়া কমিটমেন্ট রক্ষার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা থেকেই আমি জনগণের সেবা করে চলেছি।
Tangail-3টাঙ্গাইলের সাবেক মন্ত্রী ও এমপি মরহুম আব্দুল মান্নান এবং মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসানকে বড় মাপের নেতা উল্লেখ করে ছানোয়ার হোসেন এমপি বলেন, তাদের উভয়ের গ্রামের বাড়ী ছিলো সদর উপজেলার চরে। মন্ত্রী-এমপি হয়ে তারা ঢাকায় থাকতেন। আর আমার জন্ম, আমার বাড়ী টাঙ্গাইল শহরে। এই শহরে সাথে আমার নাড়ীর টান। সরকারের সহযোগিতায় আমি টাঙ্গাইলের উন্নয়ন করে চলেছি। তিনি বলেন, ছোট শহর টাঙ্গাইল বড় হচ্ছে, সমস্যাও বাড়ছে। তাই টাঙ্গাইলের সমস্যা সমাধানে, শহরকে সুন্দর করতে টাঙ্গাইলবাসীর পাশাপাশি আমি প্রবাসী টাঙ্গাইলবাসীদের পরামর্শ ও সহযোগিতা চাই। তিনি বলেন, আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি সমান। আমি শুধু আওয়ামী লীগের জন্য নয়, সবার জন্য তথা টাঙ্গাইলের সাড়ে ছয় লাখ মানুষের জন্য কাজ করতে চাই। আমি সবার এমপি হতে চাই।
তিনি টাঙ্গাইল জেলার স্বকীয়তা বজায় রেখে প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে নিজ জেলা টাঙ্গাইলসহ প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। অনুষ্ঠানের বক্তারা ছানোয়ার হোসেন এমপি’র সার্বিক সাফল্য কামনা এবং আগামী দিনে তাকে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Tangail-4শেষে সঙ্গীত পরিবেশন করেন মাহবুবুল আলম ফিরোজ সহ চ্যানেল আই’র সেরা ক্ষুদে গানরাজ নিলয় ও শিশুশিল্পী মাহি। শিল্পীদের সাথে ছানোয়ার হোসেন এমপিও কন্ঠ মিলিয়ে উপস্থিত টাঙ্গাইলবাসীদের আনন্দ দেন। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আক্তারুজ্জামান হ্যাপী, এনামুল হক, মোহাম্মদ আরিফ বিন আনোয়ার প্রমুখ।