যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের পাল্টা কমিটি : আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব এলিন
- প্রকাশের সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫
- / ৭৪৩ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র যুবলীগের পর এবার জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার পাল্টা কমিটি হলো। শ্রমিক লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ার হোসেইন এবং সদস্য সচিব হয়েছেন বিশিষ্ট সংগঠক ওয়াহিদ কাজী এলিন। উল্লেখ্য, যুবলীগ ও শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের নামে প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এষ্টোরিয়ার সুন্দরবন রেষ্টুরেন্টে গত ২৫ মে সোমবার যুক্তরাষ্ট্র প্রবাসী জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং শুভাঙ্খাকীদের এক গুরুত্ব পূর্ণ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগ নেতা রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠক শিমুল হাছানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় যুক্তরাষ্ট্রে শক্তিশালী ও কার্যকর শ্রমিক লীগ গড়ে তুলার লক্ষ্যে সংগঠক আনোয়ার হোসেইনকে আহ্বায়ক এবং ওয়াহিদ কাজী এলিনকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দকে সভার সিদ্ধান্ত অবহিত করা হয়। আগামীতে তাদের সাথে আলোচনা এবং পরামর্শ সাপেক্ষে জাতীয় শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন অনুষ্ঠান করে পৃনাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে।
যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন: আহ্বায়ক- আনোয়ার হোসেইন, সদস্য সচিব- ওয়াহিদ কাজী এলিন, যুগ্ম আহ্বায়ক- রুহেল চৌধুরী, ইয়াকূত রহমান, আব্দুস সালাম, মাহবুবুল আলম খসরু, সাহিদুল ইসলাম দুখু ও সুহেল আহমদ, যুগ্ম সদস্য সচিব- বজলুর রহমান, শিমুল হাছান, ফারহানা চৌধুরী, মিয়েন রহমান, শাহ সোহাগ, মোহাম্মদ রেজাউল করিম, সদস্য মোহাম্মদ বশিরুল ইসলাম, ফখর উদ্দিন, ছমির উদ্দিন, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, আসফাক আর খান, মিছবা আবদীন, সাইকুল ইসলাম, পরিমল বড়–য়া, কবির চৌধুরী জসি, আহমেদুল হক কুনু, লিয়াকত আলী, মীর জাকির, জহির উদ্দিন জুয়েল, শহীদ হোসেন উজ্জ্বল, আব্দুল কাদির লিপু, তপন কুমার বড়–য়া, আবু তাহির আছাদ, আব্দুর রশিদ রানা, মোহাম্মদ আবুল হোসেন, এস. আই. ভূঁইয়া কিরন, গিয়াস উদ্দীন, মোহাম্মদ আব্দুল হামিদ, আলমগীর আলম, শাহাদৎ হোসেন ও ফারুক আহমদ।
উল্লেখ্য, রুহেল চৌধুরী যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ফারুক আহমেদ। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক। সেই কমিটির ধারাবাহিকতায় বর্তমানে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে কাজী আজিজুল হক খোকন ও জুয়েল আহমেদ। এই প্রেক্ষাপটে শ্রমিক লীগের পাল্টা কমিটির আত্ম প্রকাশে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের কমিটি বাতিল করে কেন্দ্রীয় যুবলীগ তরিকুল হায়দার চৌধুরীকে আহ্বায়ক করে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা দিলেও এই কমিটি ঘোষণাকে সাংগঠনিক বিধি বহির্ভূত দাবী করে যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র যুবলীগ তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে। এই কমিটির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। ফলে পাল্টা-পাল্টি অবস্থানে চলছে যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মকান্ড।