যুক্তরাষ্ট্র আ.লীগ সভাপতি ড. সিদ্দিকের বাংলাদেশ গমন : আকতার হোসেন ভারপ্রাপ্ত সভাপতি

- প্রকাশের সময় : ০৫:৪৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০১৫
- / ১২২৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সস্ত্রীক ৫ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার বাংলাদেশ সফরে গেলেন। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঐদিন রাতে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন। বৃহস্প্রতিবার রাত ৮টার দিকে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতৃবৃন্দ উভয়কে বিদায় জানান। ড. সিদ্দিক দুই সপ্তাহের মতো বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশ সফরকালীন সময়ে দলের অন্যতম সহ সভাপতি আকতার হোসেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আকতার হোসেন ইতিপূবেও একাধিকবার দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী শাহানারা রহমান দলের কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য।
ড. সিদ্দিকুর রহমান ও শাহানারা রহমানকে বিদায় জানাতে দলীয় নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কার্যকরী সদস্য জহিরুর ইসলাম ও বিপ্লব জেএফকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।