নিউইয়র্ক ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মনজুর আলমের সমর্থনে এবং খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে সভা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫
  • / ৮৮৭ বার পঠিত

নিউইয়র্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনজুর আলমের সমর্থনে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নিউইয়র্কে সভা করেছে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। হামলা করা হয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার গাড়ী বহরে। বক্তারা বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। তারপরও নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে ঢাকার দুটি ও চট্টগ্রামের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সভাপতি এডভোকেট কাজী খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার ও সামসুল ইসলাম মজনু, বিশিষ্ট রাজনীতিক আব্বাস উদ্দিন দুলাল, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ছৈয়দুল হক, নিখোঁজ কেন্দ্রীয় বিএনপি নেতা ‘সালাহউদ্দিন মুক্তি আন্দোলন’ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ দেওয়ান শামীম ও চিটাগাং এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক আবু তাহের। সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। ২৪ এপ্রিল শুক্রবার রাতে সিটির জ্যাকসন হাইটস্থ ফুডকোর্ট রেষ্টুরেন্টের কনফারেন্স কক্ষে এই সভার আয়োজন করা হয়।
CCC_M Alam-2সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা তারিক চৌধুরী দীপু, মোরশেদুল আলম, লোকমান পাশা, এম এ লতিফ, আব্দুল করীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র যুগ্ম সম্পাদক বদিউল আলম, বিএনপি নেতা শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
CCC_M Alam-3সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই হামলা হয়েছে। এই হামলার দায় সরকারকেই নিতে হবে। বক্তারা ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচ কে ‘পুলিশী নির্বাচন’ আখ্যায়িত করে বলেন, শত বাধার পরও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মনজুর আলম একজন সৎ, যোগ্য জনদরদী মানুষ। মনজুর আলমের সাথে তার প্রধান প্রতিদ্বন্দ্বি আ জ ম নাসির উদ্দিনের কোন তুলনাই হয় না। আওয়ামী লীগ সমর্থিত নাসিরকে একজন ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে বক্তারা বলেন, তার কর্মকান্ড সম্পর্কে চট্টলাবাসী অবহিত। তারা ২৮ এপ্রিলের নির্বাচনে মেয়র পদে মনজুর আলমকে ভোট দিয়ে চট্টগ্রামবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানানোর পাশাপাশি ঢাকার দুই করপোরেশনে মির্জা আব্বাস ও তাবিথ আওয়ালকে নির্বাচিত করার জন্য ঢাকাবাসীদের প্রতি অনুরোধ জানান। এজন্য ভোট ডাকাতি রোধ, স্ব স্ব কেন্দ্রের ভোটের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রেই প্রকাশের দাবী জানান বক্তারা। সেই সাথে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে আতœীয়-স্বজনদেরকে ভোট দেয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান বক্তারা।
সভায় চট্টগ্রামের মেয়র প্রার্থী মনজুর আলমের প্রতীক ‘কমলালেবু’প্রদর্শণ করা হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মনজুর আলমের সমর্থনে এবং খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে সভা

প্রকাশের সময় : ০১:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনজুর আলমের সমর্থনে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নিউইয়র্কে সভা করেছে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ। সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। হামলা করা হয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার গাড়ী বহরে। বক্তারা বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। তারপরও নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে ঢাকার দুটি ও চট্টগ্রামের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সভাপতি এডভোকেট কাজী খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার ও সামসুল ইসলাম মজনু, বিশিষ্ট রাজনীতিক আব্বাস উদ্দিন দুলাল, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ছৈয়দুল হক, নিখোঁজ কেন্দ্রীয় বিএনপি নেতা ‘সালাহউদ্দিন মুক্তি আন্দোলন’ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ দেওয়ান শামীম ও চিটাগাং এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক আবু তাহের। সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। ২৪ এপ্রিল শুক্রবার রাতে সিটির জ্যাকসন হাইটস্থ ফুডকোর্ট রেষ্টুরেন্টের কনফারেন্স কক্ষে এই সভার আয়োজন করা হয়।
CCC_M Alam-2সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা তারিক চৌধুরী দীপু, মোরশেদুল আলম, লোকমান পাশা, এম এ লতিফ, আব্দুল করীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র যুগ্ম সম্পাদক বদিউল আলম, বিএনপি নেতা শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।
CCC_M Alam-3সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই হামলা হয়েছে। এই হামলার দায় সরকারকেই নিতে হবে। বক্তারা ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচ কে ‘পুলিশী নির্বাচন’ আখ্যায়িত করে বলেন, শত বাধার পরও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মনজুর আলম একজন সৎ, যোগ্য জনদরদী মানুষ। মনজুর আলমের সাথে তার প্রধান প্রতিদ্বন্দ্বি আ জ ম নাসির উদ্দিনের কোন তুলনাই হয় না। আওয়ামী লীগ সমর্থিত নাসিরকে একজন ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে বক্তারা বলেন, তার কর্মকান্ড সম্পর্কে চট্টলাবাসী অবহিত। তারা ২৮ এপ্রিলের নির্বাচনে মেয়র পদে মনজুর আলমকে ভোট দিয়ে চট্টগ্রামবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানানোর পাশাপাশি ঢাকার দুই করপোরেশনে মির্জা আব্বাস ও তাবিথ আওয়ালকে নির্বাচিত করার জন্য ঢাকাবাসীদের প্রতি অনুরোধ জানান। এজন্য ভোট ডাকাতি রোধ, স্ব স্ব কেন্দ্রের ভোটের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রেই প্রকাশের দাবী জানান বক্তারা। সেই সাথে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে আতœীয়-স্বজনদেরকে ভোট দেয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান বক্তারা।
সভায় চট্টগ্রামের মেয়র প্রার্থী মনজুর আলমের প্রতীক ‘কমলালেবু’প্রদর্শণ করা হয়।