ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে ‘রহীম-খোকন’ প্যানেলের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা
- প্রকাশের সময় : ০৯:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০১৬
- / ৯০৬ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির নির্বাচন ইনক’র আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৭-২০১৮) ‘রহীম-খোকন’ প্যানেলের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। কমিউনিটির আড়াই শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাপক শোডাউউনের মধ্য দিয়ে সোসাইটির নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদারকে সভাপতি ও বিশিষ্ট সংগঠক ও সোসাইটির কার্যকরী পরিষদের সাবেক সদস্য আহবাব হোসেন চৌধুরী খোকনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে সোসাইটির নির্বাচন হওয়ার কথা। আর এই নির্বাচনের ভোটার হওয়ার শেষ তারিখ ৩০ জুন।
সিটির জ্যাকসন হাইটস্থ পালকী পার্টি হলে ১ মে রোববার রাতে অনুষ্ঠিত এক সভায় ‘রহীম-খোকন’ প্যানেলের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সোসাইটির দুই দুইবারের সাবেক সভাপতি এম আজিজ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা এমকে মাহমুদ। এরপর সোসাইটির সাবেক সভাপতি মরহুম কাজী জাকারিয়া ও মরহুম এনামুল মালিক, ট্রাষ্টি বোর্ডের সদস্য মরহুম রশীদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মরহুম সম্রাট, সাবেক আপ্যায়ন সম্পাদক আব্দুর রউফ খান মিষ্টু ও সদ্য পরলোকগমনকারী সোসাইটির সাবেক আপ্যায়ন সম্পাদক নিয়ামুল করীম সহ মৃত্যুবরণকারী সোসাইটির সাবেক কর্মকর্তাদের বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠন আলী ইমাম শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার নূরুল হক, ট্রাষ্টি বোর্ডের সদস্য এডভোকেট জামাল আহমেদ জনি, মকবুল রহিম চুনুই ও আজিজুর রহমান সাবু, সাবেক সহ সভাপতি কাজী আজহারুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক রাব্বি মোহাম্মদ খোকন, এডভোকেট এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাষ্টি বোর্ডের সদস্য আব্দুল হাসিম হাসনু, সিলেট গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি মাসুদুল হক ছানু, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আব্দুর রব ও সাবেক সভাপতি মফিজুর রহমান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি মনির হোসেন ও আজাদ বাকির, জেবিবি নিউইয়র্ক-এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকু, সাধারণ সম্পাদক তারেক হাসান ও সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমীন খান জাকির, নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক জামির উদ্দিন সরদার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান আলম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, শরিয়তপুর সমিতির সভাপতি রতন সরকার, লক্ষিপুর জেলা সমিতির সভাপতি মাকসুদুল হক, ঢাকা সোসাইটির আব্দুল বাসিত, নারায়নগঞ্জ জেলা সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন, সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ রুহুল আমীন সিদ্দিকী, সাবেক স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম নূরুল হক ও শাহাদৎ হোসেন, মানবাধিকার অ্যাক্টিভিস্ট শহিদুল হক, নায়ারনগঞ্জ জেলা সমিতির সভাপতি শামসুল ইসলাম লিটন, মতলব সমিতির সভাপতি শাকিল মিয়া, শরিয়তপুর সমিতির সভাপতি রতন শরীফ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সরোয়ার খান বাবু, ফোরামের সাবেক সভাপতি রাফেল তালুকদার, ডাউন-টাউন বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম বাদল, লাকসাম সমিতির সভাপতি আবুল কালাম, ডিজাইন স্টুডিও’র স্বত্তাধিকারী ও জেবিবিএ’র প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মফিজুর রহমান, নূরুল ইসলাম নজরুল, একেএম রহমান কামাল, নাজমুল সরোয়ার, জহির উদ্দিন মোল্লা, মজিদ আহমেদ তোতা, প্রফেসর খলিলুর রহমান, ওয়াসিম, বসির খান, আব্দুল মান্নান, কাওসার জামান কায়েস, দুলাল মিয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘রহীম-খোকন’ প্যানেলের সভাপতি হিসেবে আব্দুর রহীম হাওলাদার ও সম্পাদক হিসেবে আহবাব হোসেন চৌধুরী খোকনের নাম প্রস্তাব করেন সোসাইটির সাবেক সহ সভাপতি কাজী আজহারুল হক মিলন এবং তার প্রস্তাব সমর্থন করেন সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলী ইমাম শিকদার, সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এম কে জামান, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, কার্যকরী পরিষদ সদস্য একেএম রফিকুল ইসলাম ডালিম, ফরিদপুর জেলা সমিতির সভাপতি সাখাওয়াত বিশ্বাস, জেবিবিএ নিউইয়র্ক-এর সহ সভাপতি শাহ নেওয়াজ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহাদৎ হোসেন, এম এ মুহিত, কাওসার আহমেদ, আব্দুল হাকিম খান, হাকিকুর রহমান তারেক, এস এম ফেরদৌস কামাল, মহিউদ্দিন, এম এ মামুন, মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও ‘রহীম-খোকন’ প্যানেলের সভাপতি হিসেবে মনোনীত প্রার্থী আব্দুর রহীম হাওলাদার ও সম্পাদক হিসেবে মনোনীত প্রার্থী আহবাব হোসেন চৌধুরী খোকনও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে সোসাইটিকে আরো গণমূখী ও প্রবাসীদের কল্যাণকর সংগঠনে পরিণত করতে নবীন-প্রবীণের সমন্বয়ে প্যানেল গঠনের পরামর্শ দেন। কেউ কেউ দেশের সকল জেলার প্রতিনিধিত্ব সোসাইটিতে অন্তর্ভূক্ত করার দাবী জানান। বক্তারা সোসাইটির ভবন ও কবর স্থান ক্রয় সহ বিভিন্ন কর্মকান্ডও তুলে ধরেন। বক্তারা বলেন, সোসাইটি ৪০ বছর অতিক্রম করতে চলেছে। অথচ আজো সোসাইটি তার কাংখিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। এটি সঠিক নেতৃত্বের ব্যর্থতা। বক্তারা ‘রহীম-খোকন’ এর প্রতি সমর্থণ এবং তাদের নেতৃত্বে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
রহীম-খোকন তাদের বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা নির্বাচিত হলে আগামী দিনে সোসাইটিকে আরো গতিশীল ও জনমূখী করার সকল পদক্ষেপ নেয়া হবে। ভোটার তথা প্রবাসী বাংলাদেশীদের বিশ্বাস, আশা-আকাঙ্খার মূল্য দেয়া হবে। উল্লেখ্য, সময়ের অভাবে অনেক বক্তা তাদের বক্তব্য সংক্ষেপ করেন এবং কেউ কেউ বক্তব্য প্রদানে বিরত থাকেন। মধ্যরাতে সভার সমাপ্তি ঘটে।