নিউইয়র্ক ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ব্যাপক আয়োজনে দেশ ও প্রবাসে আনন্দ উৎসবে বাংলা বর্ষবরণের প্রস্তুতি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫
  • / ২৭৮৩ বার পঠিত

নিউইয়র্ক: জাতীয় কবি নজরুল ইসলামের ভাষায়- ‘ওই নতুনের কেতন ওড়ে/কালবোশেখির ঝড়/তোরা সব জয়ধ্বনি কর।’ নতুনের কেতন ওড়ে এ বৈশাখেই। হ্যাঁ পুরাতন বছরের জরা, ক্লান্তি, গ্লানিকে পেছনে ফেলে চির নতুনের ডাক দিয়ে এলো পহেলা বৈশাখ। আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার শুরু হচ্ছে নতুন বাংলা বছর। বাংলা ভাষা, বাঙালী ও বাংলাদেশের ইতিহাসের সাথে, বাংলা সনের ইতিহাস জড়িয়ে আছে। যুগ যুগ ধরে যারা বাংলা ভাষাকে লালন আর বাঙালী জাতির গৌরবময় ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে বাংলা সনÑ বাংলা নববর্ষ। বিদায় বাংলা ১৪২১, স্বাগতম ১৪২২। বাংলা নতুন বছর বরণ উপলক্ষ্যে দেশ ও প্রবাসে ব্যাপক প্রস্তুুতি চলছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিউইয়র্কে আয়োজন করা বৈশাখী মেলাসহ মনোজ্ঞ সাংস্কৃুতক অনুষ্ঠানের। অপরদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা বটমূলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব। ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, বয়সনির্বিশেষে সব মানুষ শামিল হবেন বৈশাখী উৎসবে। বাংলা নববর্ষ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রমনা বটমুলসহ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন।
এদিকে বাংলা নতুন বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক শুভেচ্ছা বাণী দেবেন।
ইতিহাস বলে: রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের আমলে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সেই দিনটিই এখন বাংলাদেশীদের প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরতœ সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চান্দ্রবর্ষকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করে। তিনি পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি নেয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখা’র নাম থেকে।
বাংলা নববর্ষে বারাক ওবামার শুভেচ্ছা: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ১০ এপ্রিল শুক্রবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ও জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, বিশ্বজুড়ে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে আমি বাংলাভাষী সব মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিশ্বের অন্য সব বাঙালী সম্প্রদায়ের মতো পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে এই নববর্ষ উদযাপন করবে। জন কেরি বলেন, বাংলা চলচ্চিত্র, গান, কবিতা ও সাহিত্য শুধু বাঙালীর ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরেনি, এর মাধ্যমে সমৃদ্ধ হয়েছে মানবতাও। নতুন বছর আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ নববর্ষ!
প্রবাসে ব্যাপক আয়োজন: দেশের মতো প্রবাসেও ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ বরণের প্রস্তুুতি চলছে। রং বে রং সাজতে শুরু করেছে উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটি। প্রবাসের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বৈশাখী মেলার আয়োজন। পাশাপাশি নিউইয়র্কের বাংলাদেশী গ্রোসারী স্টোরগুলোতে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়ের হিরিক পড়েছে। কোন কোন গ্রোসারীতে ইলিশ মাছ বিক্রয়ে মূল্যহ্রাস করা হয়েছে।প পহেলা বৈশাখের দিন নিউইয়র্কের বাংলাদেশী রেস্টুরেন্টে ইলিশ-পান্তার আয়োজন চলছে। জ্যাকসন হাইটসের মান্নান গ্রোসারী, খামার বাড়ী, তিতাস, হাটবাজার, ফুডকোর্ট, জ্যামাইকার ফাতেমা গ্রোসারী, কাওরান বাজার, কাচাবাজার, তিতাস প্রভৃতি গ্রোসারী সহ এস্টোরিয়া, ব্রুকলীন ও ব্রঙ্কসের বিভিন্ন গ্রোসারীতে চলছে নববর্ষের বিশেষ। এছাড়া জ্যাকসন হাইটসের খাবার বাড়ী, প্রিমিয়াম সুইটস, হাটবাজার, ফুডকোর্ট, ঢাকা গার্ডেন, এস্টোরিয়ার আলাউদ্দিন ও এশিয়ান ফুড তন্দুরসহ বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্টগুলোতে পহেলা বৈশাখের দিন ‘পান্তা-ইলিশ’ খাবারের আয়োজন চলছে বলে জানা গেছে।
বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্ক ১৪ এপ্রিল পহেলা বৈশাখ মঙ্গলবার উডসাইডস্থ কুইন্স প্যালেসে বিকেল ৫টায় ‘পহেলা বৈশাখ ও বর্ষবরণ উৎসব ১৪২২’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শিশু-কিশোর-কিশোরীদের আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা, ফ্যাশন শো, নাটিকা, নৃত্য ও সঙ্গীত।
বাংলাদেশ মিশন: জাতিসংঘের বাংলাদেশ মিশন বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশষী ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
ড্রামা সার্কেল: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে ড্রামা সার্কেল ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এস্টোরিয়াস্থ এনটিভি ভবন মিলনায়তনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। পান্তা-ইলিশ পরিবেশন ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেবিবিএ: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) ১২ এপ্রিল উডসাইডস্থ কুইন্স প্যালেসে বর্ষবরণ ও পিঠা উৎসবের আয়োজন করেছে। উৎসবের আকর্ষণ থাকবে পান্তা ইলিশ পরিবশেন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
জেবিবিএ নিউইয়র্ক: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ এনওয়াই) ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় বৈশাখ বরণ উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে পান্তা-ইলিশ পরিবশেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মানিকগঞ্জ সমিতি: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্্ক ১৮ এপ্রিল শনিবার জ্যামাইকার পিএস কিউ ৮৬ মিলনায়তনে আনন্দমেলা ও সা্কংৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্ক প্রতি বছরের মতো এবছরও দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে। ‘হৃদয়ে নাচে বৈশাখী সাজে’ শ্লোগানে আয়োজিত ফ্রেন্ডস সোসাইটির এবছরের মেলার নামকরণ করা হয়েছে ‘সিতারা বৈশাখী মেলা’। ১৯ এপ্রিল রোববার জ্যামাইকার আমাজুরায় (৯১-১২ ১৪৪ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩৫)-এ আয়োজিত মেলার কর্মকান্ড চলবে বেলা ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে পান্তা-ইলিশ খাবারের আয়োজন, র‌্যালী, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
বরিশাল বিভাগীয় সমিতি: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্্ক ১৯ এপ্রিল রোববার বিকেল তিনটায় ১৬৩-১৩ হিলসাইড এভিনিউ ঠিকানায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
উদীচী: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে উদীচী স্কুল অব পারফর্মিং ১৯ এপ্রিল রোববার বেলা ১২টায় জ্যাকসন হাইটস্থ আইএস ২৩০ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করেছে।
বাগডাইস: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যাকসন বাগডাইস ১৯ এপ্রিল রোববার ওজনপার্কের পেডোট্রিয়াল প্লাজায় দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ব্যাপক আয়োজনে দেশ ও প্রবাসে আনন্দ উৎসবে বাংলা বর্ষবরণের প্রস্তুতি

প্রকাশের সময় : ১২:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: জাতীয় কবি নজরুল ইসলামের ভাষায়- ‘ওই নতুনের কেতন ওড়ে/কালবোশেখির ঝড়/তোরা সব জয়ধ্বনি কর।’ নতুনের কেতন ওড়ে এ বৈশাখেই। হ্যাঁ পুরাতন বছরের জরা, ক্লান্তি, গ্লানিকে পেছনে ফেলে চির নতুনের ডাক দিয়ে এলো পহেলা বৈশাখ। আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার শুরু হচ্ছে নতুন বাংলা বছর। বাংলা ভাষা, বাঙালী ও বাংলাদেশের ইতিহাসের সাথে, বাংলা সনের ইতিহাস জড়িয়ে আছে। যুগ যুগ ধরে যারা বাংলা ভাষাকে লালন আর বাঙালী জাতির গৌরবময় ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে বাংলা সনÑ বাংলা নববর্ষ। বিদায় বাংলা ১৪২১, স্বাগতম ১৪২২। বাংলা নতুন বছর বরণ উপলক্ষ্যে দেশ ও প্রবাসে ব্যাপক প্রস্তুুতি চলছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিউইয়র্কে আয়োজন করা বৈশাখী মেলাসহ মনোজ্ঞ সাংস্কৃুতক অনুষ্ঠানের। অপরদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা বটমূলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব। ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, বয়সনির্বিশেষে সব মানুষ শামিল হবেন বৈশাখী উৎসবে। বাংলা নববর্ষ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রমনা বটমুলসহ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন।
এদিকে বাংলা নতুন বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক শুভেচ্ছা বাণী দেবেন।
ইতিহাস বলে: রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের আমলে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সেই দিনটিই এখন বাংলাদেশীদের প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরতœ সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চান্দ্রবর্ষকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করে। তিনি পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি নেয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখা’র নাম থেকে।
বাংলা নববর্ষে বারাক ওবামার শুভেচ্ছা: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ১০ এপ্রিল শুক্রবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ও জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, বিশ্বজুড়ে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে আমি বাংলাভাষী সব মানুষকে উষ্ণ শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিশ্বের অন্য সব বাঙালী সম্প্রদায়ের মতো পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে এই নববর্ষ উদযাপন করবে। জন কেরি বলেন, বাংলা চলচ্চিত্র, গান, কবিতা ও সাহিত্য শুধু বাঙালীর ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরেনি, এর মাধ্যমে সমৃদ্ধ হয়েছে মানবতাও। নতুন বছর আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ নববর্ষ!
প্রবাসে ব্যাপক আয়োজন: দেশের মতো প্রবাসেও ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ বরণের প্রস্তুুতি চলছে। রং বে রং সাজতে শুরু করেছে উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটি। প্রবাসের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বৈশাখী মেলার আয়োজন। পাশাপাশি নিউইয়র্কের বাংলাদেশী গ্রোসারী স্টোরগুলোতে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়ের হিরিক পড়েছে। কোন কোন গ্রোসারীতে ইলিশ মাছ বিক্রয়ে মূল্যহ্রাস করা হয়েছে।প পহেলা বৈশাখের দিন নিউইয়র্কের বাংলাদেশী রেস্টুরেন্টে ইলিশ-পান্তার আয়োজন চলছে। জ্যাকসন হাইটসের মান্নান গ্রোসারী, খামার বাড়ী, তিতাস, হাটবাজার, ফুডকোর্ট, জ্যামাইকার ফাতেমা গ্রোসারী, কাওরান বাজার, কাচাবাজার, তিতাস প্রভৃতি গ্রোসারী সহ এস্টোরিয়া, ব্রুকলীন ও ব্রঙ্কসের বিভিন্ন গ্রোসারীতে চলছে নববর্ষের বিশেষ। এছাড়া জ্যাকসন হাইটসের খাবার বাড়ী, প্রিমিয়াম সুইটস, হাটবাজার, ফুডকোর্ট, ঢাকা গার্ডেন, এস্টোরিয়ার আলাউদ্দিন ও এশিয়ান ফুড তন্দুরসহ বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্টগুলোতে পহেলা বৈশাখের দিন ‘পান্তা-ইলিশ’ খাবারের আয়োজন চলছে বলে জানা গেছে।
বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্ক ১৪ এপ্রিল পহেলা বৈশাখ মঙ্গলবার উডসাইডস্থ কুইন্স প্যালেসে বিকেল ৫টায় ‘পহেলা বৈশাখ ও বর্ষবরণ উৎসব ১৪২২’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শিশু-কিশোর-কিশোরীদের আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা, ফ্যাশন শো, নাটিকা, নৃত্য ও সঙ্গীত।
বাংলাদেশ মিশন: জাতিসংঘের বাংলাদেশ মিশন বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশষী ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
ড্রামা সার্কেল: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে ড্রামা সার্কেল ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এস্টোরিয়াস্থ এনটিভি ভবন মিলনায়তনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। পান্তা-ইলিশ পরিবেশন ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেবিবিএ: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) ১২ এপ্রিল উডসাইডস্থ কুইন্স প্যালেসে বর্ষবরণ ও পিঠা উৎসবের আয়োজন করেছে। উৎসবের আকর্ষণ থাকবে পান্তা ইলিশ পরিবশেন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
জেবিবিএ নিউইয়র্ক: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ এনওয়াই) ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় বৈশাখ বরণ উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে পান্তা-ইলিশ পরিবশেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মানিকগঞ্জ সমিতি: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্্ক ১৮ এপ্রিল শনিবার জ্যামাইকার পিএস কিউ ৮৬ মিলনায়তনে আনন্দমেলা ও সা্কংৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্ক প্রতি বছরের মতো এবছরও দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে। ‘হৃদয়ে নাচে বৈশাখী সাজে’ শ্লোগানে আয়োজিত ফ্রেন্ডস সোসাইটির এবছরের মেলার নামকরণ করা হয়েছে ‘সিতারা বৈশাখী মেলা’। ১৯ এপ্রিল রোববার জ্যামাইকার আমাজুরায় (৯১-১২ ১৪৪ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩৫)-এ আয়োজিত মেলার কর্মকান্ড চলবে বেলা ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে পান্তা-ইলিশ খাবারের আয়োজন, র‌্যালী, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
বরিশাল বিভাগীয় সমিতি: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্্ক ১৯ এপ্রিল রোববার বিকেল তিনটায় ১৬৩-১৩ হিলসাইড এভিনিউ ঠিকানায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
উদীচী: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে উদীচী স্কুল অব পারফর্মিং ১৯ এপ্রিল রোববার বেলা ১২টায় জ্যাকসন হাইটস্থ আইএস ২৩০ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করেছে।
বাগডাইস: বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জ্যাকসন বাগডাইস ১৯ এপ্রিল রোববার ওজনপার্কের পেডোট্রিয়াল প্লাজায় দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে।