নিউইয়র্ক ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
  • / ৬৭৮ বার পঠিত

নিউইয়র্ক: প্রবাসের অন্যতম প্রধান আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক’র সাধারণ সভা গত ২৪ জুলাই রোববার সন্ধ্যায় ওজন পার্কের বিসমিল্লাহ্ কাবাব অ্যান্ড কারি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদ ২০১৬-১৭-এর প্রথম সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাসুদুল হক ছানু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আবদুর রাজ্জাক, সাবেক সভাপতি বুরহান উদ্দীন কফিল, সমিতির উপদেষ্টা আব্দুল আহাদ ফারুক ও গৌছ উদ্দিন খান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং বিগত দিনে পরলোকগমকারী সমিতির সকল সদস্য/সদস্যা সহ মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছালেহ আহমদের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
???????????????????????????????সভার শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি মাসুদুল হক ছানু বলেন, যদিও সমিতির বয়স ২৯ বছর। বিগত দিনে সকলের প্রচেষ্টায় আমরা নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার সুযোগ লাভ করেছি। তিনি বলেন, জনসেবাই যে আমাদের একান্ত কাম্য তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এ জাতীয় সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার ও জানার আছে। কাজেই ভুলকে শুধু আকড়ে থাকলে চলবে না, ভুলের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের সন্ধান করতে হবে। আর এটাই হবে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার একমাত্র পথ।
মাসুদুল হক ছানু জানান, আপনারা শুনে আনন্দিত হবেন যে, বর্তমানে সমিতির ঘরের আয় হয় প্রতিমাসে ৬,০৫০ ডলার। আগামী আগস্ট-২০১৬ মাস থেকে সমিতির ঘরের আয় হবে প্রতিমাসে ৮,০০০ ডলারের উপরে। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে কার্যকরি পরিষদ, উপদেষ্টা পরিষদ ও শুভাকাঙ্খীরা ২,৭০০ ডলার অনুদান দেন। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে কার্যকরি পরিষদ ৯০০ ডলার অনুদান দেয়।
সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল বিগত ছয় মাসের কার্যবিবরণী তুলে ধরেন। এর মাঝে ছিল উপদেষ্টা পরিষদ গঠন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ধর্মীয় আমেজে এবং বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন।
সভায় সাধারণ সম্পাদক রুহেল বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর সমিতির আর্থিক সঙ্গতি বৃদ্ধির লক্ষ্যে আজীবন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সাড়া দিয়ে বিগত ছয় মাসে ৩৯ জন প্রবাসী বিয়ানীবাজারবাসী আজীবন সদস্যপদ গ্রহণ করে। ‘আপনাদের সহযোগিতায় আগামীতে আরও অধিক সংখ্যক সদস্য সংগ্রহ করবো বলে বিশ্বাস রাখি’।
সাধারণ সম্পাদক তার রিপোর্টে আরও উল্লেখ করেন, আগামী ১৪ আগস্ট রোববার ফরেস্ট পার্ক উডহেভেনে সকাল ১১টা হতে বিকাল ৬টা পর্যন্ত বিয়ানীবাজার সমিতির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সকলকে সপরিবারে অংশ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
সমিতির কোষাধ্যক্ষ হেলিম উদ্দীন আহমদ সভায় বিগত ছয় মাসের আয়, ব্যয় ও কার্যকরী পরিষদ ২০১৬-১৭-এর বাজেট পেশ করেন। তিনি জানান, বর্তমানে সমিতির তহবিলে ২৯,৫৮২.৩০ ডলার গচ্ছিত আছে।
পরবর্তীতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাবেক কোষাধ্যক্ষ বেলাল উদ্দীন ফখরুল, আহমদ মাস্টার, সাবেক সহ-সভাপতি হাজী নিজাম উদ্দীন, সাবেক সদস্য আবদুন নুর, আতিকুর রহমান হেলাল, আবদুল রাজ্জাক, বোরহান উদ্দীন কফিল, আহমদুল হক কুনু, আসলাম আহমদ প্রমুখ।
???????????????????????????????সাধারণ সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদির, দফতর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, কার্যকরী সদস্য আহমদ মোস্তফা বাবুল, নুরুল ইসলাম ও কাওসার হক সেলিম উপস্থিত ছিলেন।
সভাপতি মাসুদুল হক ছানু সাধারণ সভায় আগত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬

নিউইয়র্ক: প্রবাসের অন্যতম প্রধান আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক’র সাধারণ সভা গত ২৪ জুলাই রোববার সন্ধ্যায় ওজন পার্কের বিসমিল্লাহ্ কাবাব অ্যান্ড কারি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদ ২০১৬-১৭-এর প্রথম সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাসুদুল হক ছানু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আবদুর রাজ্জাক, সাবেক সভাপতি বুরহান উদ্দীন কফিল, সমিতির উপদেষ্টা আব্দুল আহাদ ফারুক ও গৌছ উদ্দিন খান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং বিগত দিনে পরলোকগমকারী সমিতির সকল সদস্য/সদস্যা সহ মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছালেহ আহমদের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
???????????????????????????????সভার শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি মাসুদুল হক ছানু বলেন, যদিও সমিতির বয়স ২৯ বছর। বিগত দিনে সকলের প্রচেষ্টায় আমরা নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার সুযোগ লাভ করেছি। তিনি বলেন, জনসেবাই যে আমাদের একান্ত কাম্য তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এ জাতীয় সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার ও জানার আছে। কাজেই ভুলকে শুধু আকড়ে থাকলে চলবে না, ভুলের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের সন্ধান করতে হবে। আর এটাই হবে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার একমাত্র পথ।
মাসুদুল হক ছানু জানান, আপনারা শুনে আনন্দিত হবেন যে, বর্তমানে সমিতির ঘরের আয় হয় প্রতিমাসে ৬,০৫০ ডলার। আগামী আগস্ট-২০১৬ মাস থেকে সমিতির ঘরের আয় হবে প্রতিমাসে ৮,০০০ ডলারের উপরে। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে কার্যকরি পরিষদ, উপদেষ্টা পরিষদ ও শুভাকাঙ্খীরা ২,৭০০ ডলার অনুদান দেন। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে কার্যকরি পরিষদ ৯০০ ডলার অনুদান দেয়।
সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহেল বিগত ছয় মাসের কার্যবিবরণী তুলে ধরেন। এর মাঝে ছিল উপদেষ্টা পরিষদ গঠন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ধর্মীয় আমেজে এবং বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন।
সভায় সাধারণ সম্পাদক রুহেল বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর সমিতির আর্থিক সঙ্গতি বৃদ্ধির লক্ষ্যে আজীবন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সাড়া দিয়ে বিগত ছয় মাসে ৩৯ জন প্রবাসী বিয়ানীবাজারবাসী আজীবন সদস্যপদ গ্রহণ করে। ‘আপনাদের সহযোগিতায় আগামীতে আরও অধিক সংখ্যক সদস্য সংগ্রহ করবো বলে বিশ্বাস রাখি’।
সাধারণ সম্পাদক তার রিপোর্টে আরও উল্লেখ করেন, আগামী ১৪ আগস্ট রোববার ফরেস্ট পার্ক উডহেভেনে সকাল ১১টা হতে বিকাল ৬টা পর্যন্ত বিয়ানীবাজার সমিতির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সকলকে সপরিবারে অংশ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
সমিতির কোষাধ্যক্ষ হেলিম উদ্দীন আহমদ সভায় বিগত ছয় মাসের আয়, ব্যয় ও কার্যকরী পরিষদ ২০১৬-১৭-এর বাজেট পেশ করেন। তিনি জানান, বর্তমানে সমিতির তহবিলে ২৯,৫৮২.৩০ ডলার গচ্ছিত আছে।
পরবর্তীতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাবেক কোষাধ্যক্ষ বেলাল উদ্দীন ফখরুল, আহমদ মাস্টার, সাবেক সহ-সভাপতি হাজী নিজাম উদ্দীন, সাবেক সদস্য আবদুন নুর, আতিকুর রহমান হেলাল, আবদুল রাজ্জাক, বোরহান উদ্দীন কফিল, আহমদুল হক কুনু, আসলাম আহমদ প্রমুখ।
???????????????????????????????সাধারণ সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদির, দফতর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, কার্যকরী সদস্য আহমদ মোস্তফা বাবুল, নুরুল ইসলাম ও কাওসার হক সেলিম উপস্থিত ছিলেন।
সভাপতি মাসুদুল হক ছানু সাধারণ সভায় আগত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।