বিয়ানীবাজার সমিতির স্বাধীনতা দিবস পালন
- প্রকাশের সময় : ০৯:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫
- / ৫৩৫ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্্ক গত ৫ এপ্রিল রোববার সন্ধ্যায় ওজনপার্কের বিসমিল্লাহ রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনজির আলী।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহানের সভাপতিত্বে আনুষ্ঠানে বক্তব্য রাখেন ছমির উদ্দিন, আছাব উদ্দিন, আব্দুল জলিল, হেলিম উদ্দিন আহমদ পাখি, মুজিব আহমদ তোতা, বুরহান উদ্দিন কফিল, শামীম আহমদ, জয়নুল ইসলাম, ফয়জুল আলম মাস্টার, গৌছ উদ্দিন খান, আব্দুল আহাদ, আহমদ মোস্তফা বাবুল, নজরুল ইসলাম, জাকির হোসেন, আমিনুল হোসেন, হেলিম উদ্দিন, নূরুল ইসলাম, আব্দুল কাদির, গোলাম মর্তুজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের প্রাণের বাংলাদেশ। কিন্তু দু:খের বিষয় আজ মুক্তিযুদ্ধকে রাজনীতিকরণ করে বিতর্কিত করা হচ্ছে। বক্তারা বলেন, নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার সঠিক ইতিহাস জরুরী। এই দায়িত্ব আমাদের সকলের।
সমিতির কর্মকর্তা ও সদস্য ছাড়াও প্রবাসী বিয়ানীবাজারবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।