নিউইয়র্ক ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিয়ানীবাজার সমিতির নির্বাচন’২০১৫ : মাসুদুল হক ছানু সভাপতি নির্বাচিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • / ৯৩৭ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র ইন্্ক’র দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনে মাসুদুল হক ছানু সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ‘ছানু-রুহুল’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৭ সেপ্টেম্বর রোববার শুধুমাত্র সভাপতি পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছানু বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন আব্দুর রহিম কাদির। নির্বাচনে ছানুর প্রাপ্ত ভোট ছিলো ৪০৫ আর আব্দুর রহিম কাদিরের প্রাপ্ত ভোট ২৬। ভোট কাস্ট হয়েছে ৪৩১টি। সংশ্লিস্টদের মতে একটি মাত্র পদে ভোটাভুটি হওয়ায় এই নির্বাচনের প্রতি ভোটারদের তেমন আগ্রহ ছিলো না। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক অবস্থান করায় এবং ভোটের দিন তাঁর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বজনীন সংবর্ধণা সভা থাকায় অনেকেই নির্বাচনে ভোট দিতে আসেননি। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার ছিলো এক হাজার ৩৯৬ জন। ওজনপার্কের ফিউশন ক্যাটারিং হলে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনোয়ার হোসেন। কমিশনের সদস্য হলেন- কামাল হোসেন, আবুল হোসেন, মোস্তফা কামাল ও রিজু মোহাম্মদ।
ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির বিদায়ী সভাপতি আজিমুর রহমান বুরহানসহ নির্বাচন কমিশনের সদস্য কামাল হোসেন, মোস্তফা কামাল ও রিজু মোহাম্মদ। এসময় সমিতির কর্মকর্তা, সমিতির সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির ইতিহাসে এবারের নির্বাচন ছিলো ৩৭তম। আর এই নির্বাচন হচ্চে ইতিহাসের সবচেয়ে নিষ্প্রভ, নিষ্প্রাণ, নির্জীব নির্বাচন।
সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‘ছানু-রুহুল’ প্যানের কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- আবুল কালাম, সাধারণ সম্পাদক- মুহিবুর রহমান রুহুল (পুন:নির্বাচিত), সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ আই জুয়েল, কোষাধ্যক্ষ- হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- আমিনুল হোসেন, সাহিত্য সম্পাদক- আব্দুল কাদের, দফতর সম্পাদক- রেজাউল হক, প্রচার সম্পাদক- জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক- নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক- জয়নুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা- আখতার জাহান ইসলাম নার্গিস, কার্যকরী পরিষদ সদস্য- জামাল হোসেন, মোহাম্মদ এ আহাদ, বাহার উদ্দিন, নূরুল ইসলাম, আব্দুর নূর হারুন, আহমদ মোস্তফা ও কাওসার হক।
উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির নব নির্বাচিত সভাপতি মাসুদুল হক ছানু ইতিপূর্বে সমিতির সাধারণ সম্পাদক, দু’বার নির্বাচন কমিশনার, একবার উপদেষ্টা ও গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্য ছাড়াও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
অভিনন্দন: বিয়ানীবাজার সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশন ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমেদসহ কমিউনিটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিয়ানীবাজার সমিতির নির্বাচন’২০১৫ : মাসুদুল হক ছানু সভাপতি নির্বাচিত

প্রকাশের সময় : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র ইন্্ক’র দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনে মাসুদুল হক ছানু সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ‘ছানু-রুহুল’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৭ সেপ্টেম্বর রোববার শুধুমাত্র সভাপতি পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছানু বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন আব্দুর রহিম কাদির। নির্বাচনে ছানুর প্রাপ্ত ভোট ছিলো ৪০৫ আর আব্দুর রহিম কাদিরের প্রাপ্ত ভোট ২৬। ভোট কাস্ট হয়েছে ৪৩১টি। সংশ্লিস্টদের মতে একটি মাত্র পদে ভোটাভুটি হওয়ায় এই নির্বাচনের প্রতি ভোটারদের তেমন আগ্রহ ছিলো না। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক অবস্থান করায় এবং ভোটের দিন তাঁর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বজনীন সংবর্ধণা সভা থাকায় অনেকেই নির্বাচনে ভোট দিতে আসেননি। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার ছিলো এক হাজার ৩৯৬ জন। ওজনপার্কের ফিউশন ক্যাটারিং হলে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনোয়ার হোসেন। কমিশনের সদস্য হলেন- কামাল হোসেন, আবুল হোসেন, মোস্তফা কামাল ও রিজু মোহাম্মদ।
ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির বিদায়ী সভাপতি আজিমুর রহমান বুরহানসহ নির্বাচন কমিশনের সদস্য কামাল হোসেন, মোস্তফা কামাল ও রিজু মোহাম্মদ। এসময় সমিতির কর্মকর্তা, সমিতির সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির ইতিহাসে এবারের নির্বাচন ছিলো ৩৭তম। আর এই নির্বাচন হচ্চে ইতিহাসের সবচেয়ে নিষ্প্রভ, নিষ্প্রাণ, নির্জীব নির্বাচন।
সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‘ছানু-রুহুল’ প্যানের কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- আবুল কালাম, সাধারণ সম্পাদক- মুহিবুর রহমান রুহুল (পুন:নির্বাচিত), সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ আই জুয়েল, কোষাধ্যক্ষ- হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- আমিনুল হোসেন, সাহিত্য সম্পাদক- আব্দুল কাদের, দফতর সম্পাদক- রেজাউল হক, প্রচার সম্পাদক- জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক- নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক- জয়নুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা- আখতার জাহান ইসলাম নার্গিস, কার্যকরী পরিষদ সদস্য- জামাল হোসেন, মোহাম্মদ এ আহাদ, বাহার উদ্দিন, নূরুল ইসলাম, আব্দুর নূর হারুন, আহমদ মোস্তফা ও কাওসার হক।
উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির নব নির্বাচিত সভাপতি মাসুদুল হক ছানু ইতিপূর্বে সমিতির সাধারণ সম্পাদক, দু’বার নির্বাচন কমিশনার, একবার উপদেষ্টা ও গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্য ছাড়াও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
অভিনন্দন: বিয়ানীবাজার সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশন ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমেদসহ কমিউনিটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।