বিজন লাল দেব জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে নতুন প্রেস সচিব
- প্রকাশের সময় : ০২:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
- / ৯৫৩ বার পঠিত
নিউইয়র্ক: জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) পদে বিজন লাল দেব যোগদান করেছেন। তিনি এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। মি. দেব বিসিএস ১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের একজন সদস্য এবং সরকারের একজন যুগ্ম-সচিব।
তিনি তথ্য অফিসার হিসেবে চাকুরীতে যোগদানের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রায় ১৭ বছর জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সিনিয়র সম্পাদক এবং তথ্য অধিদপ্তরে সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রেস) পদে চাকুরী করেন।
ছাত্রজীবনে অত্যন্ত মেধার স্বাক্ষর বহনকারী মি. দেব রসায়ন বিভাগ থেকে এম এসসিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি বি এসসি (সম্মান) পরীক্ষায়ও প্রথম স্থান পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফরাসী ভাষায় উচ্চতর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। তিনি জার্মান ভাষাও শিখেন।
তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ম্যানেজমেন্টে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন। তিনি ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।মি. দেব ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নবম শ্রেণীর ছাত্র অবস্থায় দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন।