নিউইয়র্ক ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযানে ৭৪৯ জনের পদ গ্রহণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • / ৬৯৯ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি’র নতুন সদস্য সংগ্রহ অভিযানে ৭৮জন আজীবন সদস্য সহ আরো ৭৪৯ জনের মতো নতুন সদস্য পদ গ্রহণ করেছেন। আর এই সদস্য পদগ্রহণ বাবদ সোসাইটির আয় হয়েছে ৩৪ হাজার ৯২০ ডলার। সোসাইটির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৭ ডিসেম্বর সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এদিকে সোসাইটির উদ্যোগে পরিচালিত বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। অপরদিকে সোসাইটি আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। খবর ইউএনএ’র।
সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার ১৬ অক্টোবর শুক্রবার জানান, সোসাইটির বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর থেতে অর্থাৎ গত জানুয়ারী মাস থেকে ৩ অক্টোবরের আগ পর্যন্ত সোসাইটি পরিচালিত সদস্য সংগ্রহ অভিযানকালে ৬২জন আজীবন সদস্য ছাড়াও ২০২জন সাধারণ সদস্য পদ গ্রহণ করেন। এছাড়া ৩ অক্টোবরের পর গত তিন সপ্তাহে সিটির জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রঙ্কস ও জ্যামাইকা এলাকায় পরিচালিত নতুন সদস্য সংগ্রহ অভিযানে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে জ্যাকসন হাইটসে ১২জন আজীবন ও ২০৮জন সাধারণ সদস্য, অ্যাস্টোরিয়ায় ৯১জন, ব্রঙ্কসে ২জন আজীবন ও ৭১জন সাধারণ সদস্য এবং জ্যামাইকায় ২জন আজীবন ও ৯৯জন বাংলাদেশী সাধারণ সদস্য পদ গ্রহণ করেছেন। নতুন সদস্যদের মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ‘ব্ল্রাক ডায়মন্ড’ খ্যাত বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনও রয়েছেন।
আব্দুর রহীম হাওলাদার বলেন, সাধারণ সদস্য পদ প্রতি ২০ ডলার আর আজীবন সদস্য পদ বাবদ প্রতিজন ২৫০ (স্বামী-স্ত্রী অর্থাৎ দম্পতি বাবদ ৫০০ ডলার) ফি আদায় করা হয়। তিনি বলেন, সোসাইটির সদস্যপদ গ্রহণ অভিযান চলবে।
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ নভেম্বরের মধ্যে যারা সোসাইটির সদস্যপদ গ্রহণ করবেন, কেবলমাত্র তারাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন। এদিকে সোসাইটির সদস্যদের অবগিতর জন্য জানানো হয়েছে যে, যারা বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রের কোন ধারা/উপধারা সংযোজন বা পরিবর্তন করতে ইচ্ছুক, তাদেরকে আগামী ২২ নভেম্বরের মধ্যে লিখিত আকারে বাংলাদেশ সোসাইটির অফিসে (৮৬-২৪, হুইটনি এভিনিউ, এলম্হার্স্ট, নিউইয়র্ক ১১৩৭৩) প্রেরণ করতে হবে।
এদিকে সোসাইটির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫, ২১ ও ২২ নভেম্বর সোসাইটির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চলছে প্রস্তুতি। আগামী ১৫ নভেম্বর দাবা, ২১ নভেম্বর কেরাম ও ২২ নভেম্বর স্পেড টার্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলীর (৬৪৬-৫৪১-২৭৩১) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আব্দুর রহীম হাওলাদার বলেন, চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ সোসাইটির ভবনে বিনামূল্যে বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিনি সোসাইটির সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের অভিবাবক এবং নতুন যারা বাংলা শিখতে ইচ্ছুক তাদের অভিবাবকদেরকে শিক্ষার্থীসহ বাংলাদেশ সোসাইটির ভবনে উপস্থিত হয়ে যোগাযোগ করার অনুরোধ জানান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযানে ৭৪৯ জনের পদ গ্রহণ

প্রকাশের সময় : ১১:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি’র নতুন সদস্য সংগ্রহ অভিযানে ৭৮জন আজীবন সদস্য সহ আরো ৭৪৯ জনের মতো নতুন সদস্য পদ গ্রহণ করেছেন। আর এই সদস্য পদগ্রহণ বাবদ সোসাইটির আয় হয়েছে ৩৪ হাজার ৯২০ ডলার। সোসাইটির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৭ ডিসেম্বর সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এদিকে সোসাইটির উদ্যোগে পরিচালিত বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। অপরদিকে সোসাইটি আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। খবর ইউএনএ’র।
সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার ১৬ অক্টোবর শুক্রবার জানান, সোসাইটির বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর থেতে অর্থাৎ গত জানুয়ারী মাস থেকে ৩ অক্টোবরের আগ পর্যন্ত সোসাইটি পরিচালিত সদস্য সংগ্রহ অভিযানকালে ৬২জন আজীবন সদস্য ছাড়াও ২০২জন সাধারণ সদস্য পদ গ্রহণ করেন। এছাড়া ৩ অক্টোবরের পর গত তিন সপ্তাহে সিটির জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রঙ্কস ও জ্যামাইকা এলাকায় পরিচালিত নতুন সদস্য সংগ্রহ অভিযানে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশীদের মধ্যে জ্যাকসন হাইটসে ১২জন আজীবন ও ২০৮জন সাধারণ সদস্য, অ্যাস্টোরিয়ায় ৯১জন, ব্রঙ্কসে ২জন আজীবন ও ৭১জন সাধারণ সদস্য এবং জ্যামাইকায় ২জন আজীবন ও ৯৯জন বাংলাদেশী সাধারণ সদস্য পদ গ্রহণ করেছেন। নতুন সদস্যদের মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ‘ব্ল্রাক ডায়মন্ড’ খ্যাত বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনও রয়েছেন।
আব্দুর রহীম হাওলাদার বলেন, সাধারণ সদস্য পদ প্রতি ২০ ডলার আর আজীবন সদস্য পদ বাবদ প্রতিজন ২৫০ (স্বামী-স্ত্রী অর্থাৎ দম্পতি বাবদ ৫০০ ডলার) ফি আদায় করা হয়। তিনি বলেন, সোসাইটির সদস্যপদ গ্রহণ অভিযান চলবে।
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ নভেম্বরের মধ্যে যারা সোসাইটির সদস্যপদ গ্রহণ করবেন, কেবলমাত্র তারাই সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন। এদিকে সোসাইটির সদস্যদের অবগিতর জন্য জানানো হয়েছে যে, যারা বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রের কোন ধারা/উপধারা সংযোজন বা পরিবর্তন করতে ইচ্ছুক, তাদেরকে আগামী ২২ নভেম্বরের মধ্যে লিখিত আকারে বাংলাদেশ সোসাইটির অফিসে (৮৬-২৪, হুইটনি এভিনিউ, এলম্হার্স্ট, নিউইয়র্ক ১১৩৭৩) প্রেরণ করতে হবে।
এদিকে সোসাইটির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫, ২১ ও ২২ নভেম্বর সোসাইটির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চলছে প্রস্তুতি। আগামী ১৫ নভেম্বর দাবা, ২১ নভেম্বর কেরাম ও ২২ নভেম্বর স্পেড টার্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলীর (৬৪৬-৫৪১-২৭৩১) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আব্দুর রহীম হাওলাদার বলেন, চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ সোসাইটির ভবনে বিনামূল্যে বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিনি সোসাইটির সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের অভিবাবক এবং নতুন যারা বাংলা শিখতে ইচ্ছুক তাদের অভিবাবকদেরকে শিক্ষার্থীসহ বাংলাদেশ সোসাইটির ভবনে উপস্থিত হয়ে যোগাযোগ করার অনুরোধ জানান।