নিউইয়র্ক ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ সোসাইটিতে নির্বাচনী হাওয়া!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
  • / ৬৯৩ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্্ক-এ নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। আগামী অক্টোবরে এই নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনকে কেন্দ্র করেই সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের কেউ কেউ আগাম নির্বাচনী হওয়ায় গা ভাসাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন ঘিরে প্রকাশ্যে কেউ কোন কথা না বললেও আড়ালে-আবডালে নাকি নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। চলছে এলাকা ভিত্তিক আর ব্যক্তিগত আলাপ-আলোচনা। সূত্র মতে সোসাইটির সাবেক এক সভাপতি এবং তার সমর্থক-অনুসারীরা সোসাইটির আগামী নির্বাচনে প্রাধান্য অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে বাংলাদেশ সোসাইটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হলেও এই সংগঠনে আওয়ামী-বিএনপি সমর্থকদের প্রাধান্য বিস্তার রাখার বিষয়ও সংশ্লিষ্টরা ভাবছেন।
সূত্র মতে, বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অধিকাংশ কর্মকর্তাই আগাম নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। এক্ষেত্রে সভাপতি পদে আজমল হোসেন কুনু পুনরায় প্রার্থী হতে পারেন। এই পদে পুনরায় প্রার্থী পারেন সাবেক সভাপতি কামাল আহমেদ। নতুন প্রার্থী হতে পারেন দুই দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। কেউ কেউ সোসাইটির দুই দুইবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমের কথাও বলছেন। সভাপতি পদে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতাও প্রার্থী হতে পারেন বলে কমিউনিটিতে আলোচনা চলছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও কার্যকরী পরিষদের সাবেক সদস্য আহবাব হোসেন খোকন। আগামী নির্বাচনের মাধ্যমে সোসাইটির কার্যকরী কমিটিতে ফিরে আসতে চাচ্ছেন বিগত সময়ে ৮টি কার্যকরী কমিটিতে সহ সভাপতি ও কার্যকরী সদস্য পদে দায়িত্ব পালনকারী আজহারুল হক মিলন এবং সোসাইটির সাবেক নাট্য শেখ সিরাজুল ইসলাম।
সোসাইটির আগামী নির্বাচন সম্পর্কে সোসাইটির সাথে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কমিটির একাধিক নেতা এই প্রতিবেদকের সাথে আলাপকালে মুখ না খুললেও বলেন, ‘ইটস টু আর্লি, নির্বাচন আসুক তখন দেখা যাবে’।
এদিকে সোসাইটির নির্বাচনে আতীতের মতো আগামীতেও আঞ্চলিকতা প্রাধান্য পাবে বলে সচেতন প্রবাসীরা মনে করছেন। প্রবাসী সিলেটী ছাড়াও মুন্সীগঞ্জ-বিক্রমপুর প্রবাসী বাংলাদেশীরা সোসাইটির শীর্ষ দুই পদের একটিতে তাদের কমিউনিটির মুখ দেখতে চান বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ সোসাইটির নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে সংগঠনটির তথাকথিত ‘কারিগর’রা ততই মাথাচাড়া দিয়ে উঠছেন। সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনাও করছেন।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ সোসাইটিতে নির্বাচনী হাওয়া!

প্রকাশের সময় : ১১:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্্ক-এ নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। আগামী অক্টোবরে এই নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনকে কেন্দ্র করেই সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের কেউ কেউ আগাম নির্বাচনী হওয়ায় গা ভাসাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন ঘিরে প্রকাশ্যে কেউ কোন কথা না বললেও আড়ালে-আবডালে নাকি নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। চলছে এলাকা ভিত্তিক আর ব্যক্তিগত আলাপ-আলোচনা। সূত্র মতে সোসাইটির সাবেক এক সভাপতি এবং তার সমর্থক-অনুসারীরা সোসাইটির আগামী নির্বাচনে প্রাধান্য অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে বাংলাদেশ সোসাইটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হলেও এই সংগঠনে আওয়ামী-বিএনপি সমর্থকদের প্রাধান্য বিস্তার রাখার বিষয়ও সংশ্লিষ্টরা ভাবছেন।
সূত্র মতে, বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অধিকাংশ কর্মকর্তাই আগাম নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। এক্ষেত্রে সভাপতি পদে আজমল হোসেন কুনু পুনরায় প্রার্থী হতে পারেন। এই পদে পুনরায় প্রার্থী পারেন সাবেক সভাপতি কামাল আহমেদ। নতুন প্রার্থী হতে পারেন দুই দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। কেউ কেউ সোসাইটির দুই দুইবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমের কথাও বলছেন। সভাপতি পদে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতাও প্রার্থী হতে পারেন বলে কমিউনিটিতে আলোচনা চলছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও কার্যকরী পরিষদের সাবেক সদস্য আহবাব হোসেন খোকন। আগামী নির্বাচনের মাধ্যমে সোসাইটির কার্যকরী কমিটিতে ফিরে আসতে চাচ্ছেন বিগত সময়ে ৮টি কার্যকরী কমিটিতে সহ সভাপতি ও কার্যকরী সদস্য পদে দায়িত্ব পালনকারী আজহারুল হক মিলন এবং সোসাইটির সাবেক নাট্য শেখ সিরাজুল ইসলাম।
সোসাইটির আগামী নির্বাচন সম্পর্কে সোসাইটির সাথে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কমিটির একাধিক নেতা এই প্রতিবেদকের সাথে আলাপকালে মুখ না খুললেও বলেন, ‘ইটস টু আর্লি, নির্বাচন আসুক তখন দেখা যাবে’।
এদিকে সোসাইটির নির্বাচনে আতীতের মতো আগামীতেও আঞ্চলিকতা প্রাধান্য পাবে বলে সচেতন প্রবাসীরা মনে করছেন। প্রবাসী সিলেটী ছাড়াও মুন্সীগঞ্জ-বিক্রমপুর প্রবাসী বাংলাদেশীরা সোসাইটির শীর্ষ দুই পদের একটিতে তাদের কমিউনিটির মুখ দেখতে চান বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ সোসাইটির নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে সংগঠনটির তথাকথিত ‘কারিগর’রা ততই মাথাচাড়া দিয়ে উঠছেন। সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনাও করছেন।(সাপ্তাহিক বাংলা পত্রিকা)