নিউইয়র্ক ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ সোসাইটিকে শক্তিশালী আর গণমুখী সংগঠনে পরিণত করার আহ্বান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫
  • / ৬৫৭ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটিকে শক্তিশালী আর গণমুখী সংগঠনে পরিণত করতে সাংবাদিকদের পরামর্শ নিলেন সোসাইটির কর্মকর্তারা। এ উপলক্ষে ২ মে শনিবার বিকেলে নিউইয়র্কের এলমহার্স্ট-এ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালক ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার।
সভায় সোসাইটির কর্মকর্তারা বলেন, প্রবাসে আমাদের কমিউনিটি বাড়ছে, সেই সাথে সোসাইটির দায়িত্বও বাড়ছে। কর্মকর্তারা নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণে ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় গণমাধ্যমের পাশাপাশি সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন এবং এই লক্ষ্য অর্জনে পর্যায়ক্রমে প্রবাসের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং পেশাজীবীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেন জানান।
BDS_EC Comittee-1সভায় বিভিন্ন মিডিয়ার সম্পাদক, পরিচালক ও সাংবাদিকরা সোসাইটির উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের মতামত ব্যক্তকালে সোসাইটিকে দলমত নির্বিশেষে সকল প্রবাসীর সংগঠনে পরিণত করার লক্ষ্যে সোসাইটির সদস্য ও ভোটার বৃদ্ধি করে সকল বাংলাদেশীদের তালিকা তৈলী, প্রবাসের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে মতামতের ভিত্তিতে সুসম্পর্ক জোরদার, বৃহদাকালে প্যারেড আয়োজন, ঐক্যবদ্ধভাবে পহেলা বৈশাখ তথা বাংলাবর্ষবরণ, একুশে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালন, নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণে ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় যথাযথ উদ্যোগ গ্রহণ এবং সোসাইটির কর্মকান্ড পরিচালনায় স্বচ্ছতার উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে নতুন প্রজন্ম ও সিনিয়র সিটিজেনদের জন্য কল্যাণকর কর্মসূচী গ্রহণ, সময়ে সময়ে ট্যাক্স ফাইলিং, ইমিগ্রেশন, চিকিৎসা ও কর্মসংস্থানের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ এবং কনস্যুলেট সেবার ব্যবস্থা করার পরামর্শ দেন। এছাড়া কেউ কেউ কমিউনিটির অনুষ্ঠানাদিতে সরকারী কর্মকর্তাদের পরিবর্তে কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্বদের অতিথি করে তাদের সম্মানিত করারও পরামর্শ দেন।
BDS_EC Comittee-1 (2)সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ার, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, কার্যকরী পরিষদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, সিরাজুল হক জামাল, আবুল কাশেম চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু, নাদির আহমেদ আইয়্যুব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভার এক পর্যায়ে একটি কথাকে কেন্দ্র করে সাংবাদিক ও সোসাইটির কর্মকর্তাদের মধ্যকার সৃষ্ট ভুলবুঝাবুঝি ও অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সভাপতি আজমল হোসেন কুনু ও সিনিয়র সাংবাদিকদের তাৎক্ষনিক হস্তক্ষেপে সকলের সহযোগিতায় অবসান ঘটে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ সোসাইটিকে শক্তিশালী আর গণমুখী সংগঠনে পরিণত করার আহ্বান

প্রকাশের সময় : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটিকে শক্তিশালী আর গণমুখী সংগঠনে পরিণত করতে সাংবাদিকদের পরামর্শ নিলেন সোসাইটির কর্মকর্তারা। এ উপলক্ষে ২ মে শনিবার বিকেলে নিউইয়র্কের এলমহার্স্ট-এ সোসাইটির নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালক ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার।
সভায় সোসাইটির কর্মকর্তারা বলেন, প্রবাসে আমাদের কমিউনিটি বাড়ছে, সেই সাথে সোসাইটির দায়িত্বও বাড়ছে। কর্মকর্তারা নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণে ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় গণমাধ্যমের পাশাপাশি সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন এবং এই লক্ষ্য অর্জনে পর্যায়ক্রমে প্রবাসের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং পেশাজীবীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেন জানান।
BDS_EC Comittee-1সভায় বিভিন্ন মিডিয়ার সম্পাদক, পরিচালক ও সাংবাদিকরা সোসাইটির উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের মতামত ব্যক্তকালে সোসাইটিকে দলমত নির্বিশেষে সকল প্রবাসীর সংগঠনে পরিণত করার লক্ষ্যে সোসাইটির সদস্য ও ভোটার বৃদ্ধি করে সকল বাংলাদেশীদের তালিকা তৈলী, প্রবাসের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে মতামতের ভিত্তিতে সুসম্পর্ক জোরদার, বৃহদাকালে প্যারেড আয়োজন, ঐক্যবদ্ধভাবে পহেলা বৈশাখ তথা বাংলাবর্ষবরণ, একুশে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালন, নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণে ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় যথাযথ উদ্যোগ গ্রহণ এবং সোসাইটির কর্মকান্ড পরিচালনায় স্বচ্ছতার উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে নতুন প্রজন্ম ও সিনিয়র সিটিজেনদের জন্য কল্যাণকর কর্মসূচী গ্রহণ, সময়ে সময়ে ট্যাক্স ফাইলিং, ইমিগ্রেশন, চিকিৎসা ও কর্মসংস্থানের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ এবং কনস্যুলেট সেবার ব্যবস্থা করার পরামর্শ দেন। এছাড়া কেউ কেউ কমিউনিটির অনুষ্ঠানাদিতে সরকারী কর্মকর্তাদের পরিবর্তে কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্বদের অতিথি করে তাদের সম্মানিত করারও পরামর্শ দেন।
BDS_EC Comittee-1 (2)সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ার, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, কার্যকরী পরিষদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, সিরাজুল হক জামাল, আবুল কাশেম চৌধুরী, সৈয়দ ইলিয়াস খসরু, নাদির আহমেদ আইয়্যুব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভার এক পর্যায়ে একটি কথাকে কেন্দ্র করে সাংবাদিক ও সোসাইটির কর্মকর্তাদের মধ্যকার সৃষ্ট ভুলবুঝাবুঝি ও অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সভাপতি আজমল হোসেন কুনু ও সিনিয়র সাংবাদিকদের তাৎক্ষনিক হস্তক্ষেপে সকলের সহযোগিতায় অবসান ঘটে।