নিউইয়র্ক ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বর্ণাঢ্য অনুষ্ঠানে চট্রগ্রাম সমিতির নতুন কমিটির কর্মকর্তারা অভিষিক্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
  • / ১৪১৮ বার পঠিত

নিউইয়র্ক: প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক’র নবনির্বাচিত কমিটির অভিষেক, চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। গত ২৭ ডিসেম্বর শনিবার  ব্রুকলীনের পিএস ১৭৯ মিলনায়তনে কয়েকটি ইভেন্টে সাজানো অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। CTg-Ovisak-2শুরুতে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আকবর আলী। এতে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান, সমিতির সাবেক সভাপতি ও ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। মঞ্চে উপবিষ্ট ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর আবুল কালাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহীম, প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার খালেদ, সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ রেজবী চৌধুরী, মেহবুবুর রহমান বাদল, বর্তমান সাধারণ সম্পাদক আবু তাহের, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুনুল হক।
CTg-Ovisak-3অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিউজার্সী ও বষ্টন থেকে আগত হাজী শাহজাহান, মোহাম্মদ রফিক, হাজী আবু জাফর, সমিতির সাবেক-বর্তমান কর্মকর্তাদের মধ্যে মনির হোসেন, মোহাম্মদ শাহজাহান, জাহাঙ্গীর আলম,হাসান চৌধুরী, আহসান হাবীব, প্রফেসর আবু ইউসুফ, পরিমল কান্তি রায়, কমিউনিটি এক্টিভিষ্ট ও মুলধারার নেতা এটর্ণী মঈন চৌধুরী, এটর্ণী প্যারি ডি সিলভার, এটর্ণী শেখ সেলিম, পরেশ সাহা, এষ্টোরিয়া ব্যাংক চার্চ-এভিনিউ শাখার ম্যানাজার প্যাটরিসিয়া ক্যাম্পরিলা,শাহ ফিরোজ, অভিষেক উদযাপন উপ-কমিটির আহবায়ক খোকন কে চৌধুরী, সদস্য সচিব মাসুদ হোসেন সিরাজী।
এপর্বে প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমানকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সভাপিত আলী আকবর ও সাধারণ সম্পাদক আবু তাহের, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মোক্তাদির বিল্লাহ। বিশেষ অতিথি মোহাম্মদ হানিফকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান খোকন কে চৌধুরী।
CTg-Ovisak-4দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চট্রগ্রামের সন্তান, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী ও স্থানীয় শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন মারশা ও অভি। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাদির, গীতা পাঠ করেন সুশান্ত দত্ত, ত্রিপিটক পাঠ করেন দীপু। এর পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সমিতির সাবেক ষ্ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান মরহুম দীন এম রানা ও সাবেক নির্বাচন কমিশনার মরহুম তাসলীম আলমসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।
CTg-Ovisak-5অনুষ্ঠানে প্রায় দুই হাজার লোককে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অ্যাপায়ন করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী সফিউল আলম চৌধুরী, সম্বনয়কারী মোহাম্মদ বখতিয়ার, সৈয়দ মোহাম্মদ কাউসার, যুগ্ম আহবায়ক পরিমল কান্তি নাথ, মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সদস্য সচিব ফরিদ আহমেদ, সুমন উদ্দিন কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ, মোহাম্মদ আলী নূর, মোহাম্মদ দিদার, সুশান্ত দত্ত,  হাজী মো: তাওহিদুল আলম, মোহাম্মদ আশ্রাব আলী খান (লিটন), মোহাম্মদ মহিউদ্দিন, আলম বাহার, নুরুল আনোয়ার, মোহাম্মদ গিয়াস উদ্দিন। উপলক্ষ্যে ‘চাটগাঁ’ নামে তথ্যবহুল একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বর্ণাঢ্য অনুষ্ঠানে চট্রগ্রাম সমিতির নতুন কমিটির কর্মকর্তারা অভিষিক্ত

প্রকাশের সময় : ০১:৩৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪

নিউইয়র্ক: প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক’র নবনির্বাচিত কমিটির অভিষেক, চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। গত ২৭ ডিসেম্বর শনিবার  ব্রুকলীনের পিএস ১৭৯ মিলনায়তনে কয়েকটি ইভেন্টে সাজানো অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। CTg-Ovisak-2শুরুতে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আকবর আলী। এতে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান, সমিতির সাবেক সভাপতি ও ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। মঞ্চে উপবিষ্ট ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর আবুল কালাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহীম, প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার খালেদ, সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ রেজবী চৌধুরী, মেহবুবুর রহমান বাদল, বর্তমান সাধারণ সম্পাদক আবু তাহের, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুনুল হক।
CTg-Ovisak-3অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিউজার্সী ও বষ্টন থেকে আগত হাজী শাহজাহান, মোহাম্মদ রফিক, হাজী আবু জাফর, সমিতির সাবেক-বর্তমান কর্মকর্তাদের মধ্যে মনির হোসেন, মোহাম্মদ শাহজাহান, জাহাঙ্গীর আলম,হাসান চৌধুরী, আহসান হাবীব, প্রফেসর আবু ইউসুফ, পরিমল কান্তি রায়, কমিউনিটি এক্টিভিষ্ট ও মুলধারার নেতা এটর্ণী মঈন চৌধুরী, এটর্ণী প্যারি ডি সিলভার, এটর্ণী শেখ সেলিম, পরেশ সাহা, এষ্টোরিয়া ব্যাংক চার্চ-এভিনিউ শাখার ম্যানাজার প্যাটরিসিয়া ক্যাম্পরিলা,শাহ ফিরোজ, অভিষেক উদযাপন উপ-কমিটির আহবায়ক খোকন কে চৌধুরী, সদস্য সচিব মাসুদ হোসেন সিরাজী।
এপর্বে প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমানকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সভাপিত আলী আকবর ও সাধারণ সম্পাদক আবু তাহের, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মোক্তাদির বিল্লাহ। বিশেষ অতিথি মোহাম্মদ হানিফকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান খোকন কে চৌধুরী।
CTg-Ovisak-4দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চট্রগ্রামের সন্তান, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী ও স্থানীয় শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন মারশা ও অভি। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাদির, গীতা পাঠ করেন সুশান্ত দত্ত, ত্রিপিটক পাঠ করেন দীপু। এর পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সমিতির সাবেক ষ্ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান মরহুম দীন এম রানা ও সাবেক নির্বাচন কমিশনার মরহুম তাসলীম আলমসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।
CTg-Ovisak-5অনুষ্ঠানে প্রায় দুই হাজার লোককে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অ্যাপায়ন করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী সফিউল আলম চৌধুরী, সম্বনয়কারী মোহাম্মদ বখতিয়ার, সৈয়দ মোহাম্মদ কাউসার, যুগ্ম আহবায়ক পরিমল কান্তি নাথ, মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সদস্য সচিব ফরিদ আহমেদ, সুমন উদ্দিন কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ, মোহাম্মদ আলী নূর, মোহাম্মদ দিদার, সুশান্ত দত্ত,  হাজী মো: তাওহিদুল আলম, মোহাম্মদ আশ্রাব আলী খান (লিটন), মোহাম্মদ মহিউদ্দিন, আলম বাহার, নুরুল আনোয়ার, মোহাম্মদ গিয়াস উদ্দিন। উপলক্ষ্যে ‘চাটগাঁ’ নামে তথ্যবহুল একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।