নিউইয়র্ক ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়ের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫
  • / ৭৮৩ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আখতার হোসেন বাদল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেত্বাধীন মহাজোট সরকারকে গণবিরোধী সরকার আখ্যায়িত করে এবং অতি সম্প্রতি দেশে দু’জন বিদেশী হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকার ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে। সরকার বিএনপি’র বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। এছাড়া তিনি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাদের বক্তব্য প্রত্যাহারের দাবী জানান।
যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির নামে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ গুরমেট রেষ্টুরেন্টে আহুত সাংবাদিক সম্মেলনে আখতার হোসেন বাদল উপরোক্ত কথা বলেন। সাংবাদিক সম্মেলনে নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি মওলানা ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ, সাইদুর রহমান, ভিপি জসিম, মোয়াজ্জেম হোসেন, শহীদুল্লাহ পাটোয়ারী, মিজানুর রহমান, নীরা রব্বানী, আনিসুর রহমান, নিজামুল শাহীর, হুমায়ুন কবীর, মোহাম্মদ রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আখতার হোসেন বাদল বলেন, বিশেষ একটি ইস্যু ঘিরে বাংলাদেশের গণবিরোধী সরকার পরিস্থিতি আরো ঘোলাটে করার ষড়যন্ত্র শুরু করেছে। ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’র মত সাম্প্রতিক হত্যাকান্ডের দায় বাংলাদেশের প্রধান বিরোধী দল-বিএনপির ওপর চাপাতে এবং তার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও এ সময়ে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তারেক রহমান সম্পর্কে যা-ইচ্ছা তাই বলা হচ্ছে। দেশবাসী অবাক বিস্ময়ে অবলোকন করছেন যে, স্বয়ং প্রধানমন্ত্রীও একই ভাষায় উদ্ভট মতামত ব্যক্ত করছেন। আমরা আরো বিস্ময়ে হতবাক যে, ওয়াশিংটন ডিসিতে বসে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় যে সব কথা বলছেন তার প্রতিধ্বণি ঘটছে স্বরাষ্ট্র মন্ত্রীর কথায়ও। অর্থাৎ প্রকৃত ঘাতক বা সন্ত্রাসীদের রক্ষায় ক্ষমতাসীনরা হাস্যকর কথা বলছেন। এর ফলে বাংলাদেশে বসবাসরত অথবা দায়িত্ব পালনরত বিদেশীরা আরো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা নিরাপত্তাহীনতায় নিজেদের গতিবিধি সীমিত করেছেন। যা কারো জন্যেই সুখকর হতে পারে না।
আখতার হোসেন বাদল বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের কল্যাণে বিশ্বাসী। বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই সন্ত্রাসীদের সাথে বিএনপির কোনই সম্পর্ক ছিল না, এখনও নেই। সন্ত্রাসীরা সমাজ ও রাষ্ট্রের শত্রু, মানবতার দুশমন। ওদেরকে যারা প্রশ্রয় দেবে তারাও সন্ত্রাসী। এতদসত্বেও বিদেশী হত্যাকান্ডে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা শুধু হাস্যকরই নয়, পাগলের প্রলাপ। সরকারের ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাদের নিয়ে এই ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।
তিনি বলেন, গত ৫ জানুয়ারী নির্বাচনের নামে যে প্রহসন চালানো হয়েছে তার জের এখনও চলছে। জনগণের সমর্থনের তোয়াক্কা না করে পেশীশক্তির দ্বারা সরকার তার আয়ু বাড়াতে চাচ্ছে। এজন্যেই বিদেশীদের যারা হত্যা করছে তাদের গ্রেফতারের কোন উদ্যোগ না নিয়ে বিরোধী দলকে কাঠগড়ায় দাড় করানো জঘন্য অপচেষ্টা চলছে। সরকারের এ ধরনের জঘন্য মনেবৃত্তির তীব্র নিন্দা এবং অবিলম্বে প্রকৃত ঘাতকদের খুঁজে বের করার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ। প্রকৃত ঘাতকদের আড়াল করার চেষ্টা অব্যাহত থাকলে এই প্রবাস থেকেই ১/১১ এর সময়ের মত দুর্বার আন্দোলন রচনার বিকল্প থাকবে না।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়ের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবী

প্রকাশের সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আখতার হোসেন বাদল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেত্বাধীন মহাজোট সরকারকে গণবিরোধী সরকার আখ্যায়িত করে এবং অতি সম্প্রতি দেশে দু’জন বিদেশী হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকার ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে। সরকার বিএনপি’র বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। এছাড়া তিনি বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাদের বক্তব্য প্রত্যাহারের দাবী জানান।
যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির নামে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ গুরমেট রেষ্টুরেন্টে আহুত সাংবাদিক সম্মেলনে আখতার হোসেন বাদল উপরোক্ত কথা বলেন। সাংবাদিক সম্মেলনে নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি মওলানা ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ, সাইদুর রহমান, ভিপি জসিম, মোয়াজ্জেম হোসেন, শহীদুল্লাহ পাটোয়ারী, মিজানুর রহমান, নীরা রব্বানী, আনিসুর রহমান, নিজামুল শাহীর, হুমায়ুন কবীর, মোহাম্মদ রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আখতার হোসেন বাদল বলেন, বিশেষ একটি ইস্যু ঘিরে বাংলাদেশের গণবিরোধী সরকার পরিস্থিতি আরো ঘোলাটে করার ষড়যন্ত্র শুরু করেছে। ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’র মত সাম্প্রতিক হত্যাকান্ডের দায় বাংলাদেশের প্রধান বিরোধী দল-বিএনপির ওপর চাপাতে এবং তার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও এ সময়ে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তারেক রহমান সম্পর্কে যা-ইচ্ছা তাই বলা হচ্ছে। দেশবাসী অবাক বিস্ময়ে অবলোকন করছেন যে, স্বয়ং প্রধানমন্ত্রীও একই ভাষায় উদ্ভট মতামত ব্যক্ত করছেন। আমরা আরো বিস্ময়ে হতবাক যে, ওয়াশিংটন ডিসিতে বসে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় যে সব কথা বলছেন তার প্রতিধ্বণি ঘটছে স্বরাষ্ট্র মন্ত্রীর কথায়ও। অর্থাৎ প্রকৃত ঘাতক বা সন্ত্রাসীদের রক্ষায় ক্ষমতাসীনরা হাস্যকর কথা বলছেন। এর ফলে বাংলাদেশে বসবাসরত অথবা দায়িত্ব পালনরত বিদেশীরা আরো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা নিরাপত্তাহীনতায় নিজেদের গতিবিধি সীমিত করেছেন। যা কারো জন্যেই সুখকর হতে পারে না।
আখতার হোসেন বাদল বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের কল্যাণে বিশ্বাসী। বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই সন্ত্রাসীদের সাথে বিএনপির কোনই সম্পর্ক ছিল না, এখনও নেই। সন্ত্রাসীরা সমাজ ও রাষ্ট্রের শত্রু, মানবতার দুশমন। ওদেরকে যারা প্রশ্রয় দেবে তারাও সন্ত্রাসী। এতদসত্বেও বিদেশী হত্যাকান্ডে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা শুধু হাস্যকরই নয়, পাগলের প্রলাপ। সরকারের ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাদের নিয়ে এই ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।
তিনি বলেন, গত ৫ জানুয়ারী নির্বাচনের নামে যে প্রহসন চালানো হয়েছে তার জের এখনও চলছে। জনগণের সমর্থনের তোয়াক্কা না করে পেশীশক্তির দ্বারা সরকার তার আয়ু বাড়াতে চাচ্ছে। এজন্যেই বিদেশীদের যারা হত্যা করছে তাদের গ্রেফতারের কোন উদ্যোগ না নিয়ে বিরোধী দলকে কাঠগড়ায় দাড় করানো জঘন্য অপচেষ্টা চলছে। সরকারের এ ধরনের জঘন্য মনেবৃত্তির তীব্র নিন্দা এবং অবিলম্বে প্রকৃত ঘাতকদের খুঁজে বের করার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ। প্রকৃত ঘাতকদের আড়াল করার চেষ্টা অব্যাহত থাকলে এই প্রবাস থেকেই ১/১১ এর সময়ের মত দুর্বার আন্দোলন রচনার বিকল্প থাকবে না।