নিউইয়র্ক ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : ১৬ সদস্যের অগ্রবর্তী দলের আগমন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
  • / ৬৫৬ বার পঠিত

নিউইয়র্ক: জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর কেন্দ্র করে তাঁর কর্মসূচী নিয়ে ব্যতি-ব্যস্ত জাতিসংঘের বাংলাদেশ মিশন সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ইতিমধ্যেই সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফর আসছেন ২৩ সেপ্টেম্বর বুধবার। ৩০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘে তার ভাষণ দেয়ার কথা। এদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত অগ্রবর্তীদল নিউইয়র্ক এসে পৌছেছেন। দলটি প্রধানমন্ত্রীর থাকার হোটেল আর তাঁর সম্মানে আয়োজিত সম্বর্ধনা সভাস্থল সহ সংশ্লিষ্ট সকল স্থান পরিদর্শন করছেন। অপরদিকে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আওয়ামী লীগ আয়োজিত সর্বজনীন সম্বর্ধনা সফল করতে চলছে টাউন হল সভা।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসূচী নিয়ে বিস্তারিত জানিয়েছেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার মিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর সফরসূচী সাংবাদিকদের কাছে তুলে ধরেন। একইরূপ কর্মসূচীর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বাংলাদেশ মিশন অফিস ঘুরে দেখা গেছে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিশনের কর্মকর্তাসহ অফিস স্টাফরা। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনের দিন যতই এগিয়ে আসছে, মিশনের ব্যস্ততা ততই বাড়ছে। কেননা, জাতিসংঘে বাংলাদেশের পারফর্মেন্স, অফিসিয়াল কর্মকান্ড, প্রধানমন্ত্রীর ভাষণসহ কর্মকান্ড, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কর্মসূচী ঠিকঠাক করা সহ তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, প্রটোকল দেওয়া প্রভৃতি বিষয়ে ব্যস্ত মিশন কর্মকর্তারা। নিউইয়র্ক সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী উঠবেন ওয়ার্ল্ডঅফ এস্টোরিয়া হোটেলে।
ড. সিদ্দিকুর রহমান ইউএনএ প্রতিনিধিকে জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত অগ্রবর্তীদল নিউইয়র্ক এসে পৌছেছেন। ১৬ সদস্যের অগ্রবর্তী দলটি প্রধানমন্ত্রীর থাকার হোটেল আর তাঁর সম্মানে আয়োজিত সম্বর্ধনা সভাস্থল সহ সংশ্লিষ্ট সকল স্থান পরিদর্শন করছেন। দলটি প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ও সম্বর্ধনা সভার বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথেও কথা বলেছেন। ড. সিদ্দিক আরো বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে সম্বর্ধিত করতে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২৭ সেপ্টেম্বর রোববার ম্যানহাটানের সিক্থ এভিনিউস্থ হিলটন হোটেলর বলরুমে এই সম্বর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হবে। এই সম্বর্ধনা সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে টাউন হল সভার আয়োজন চলছে।
ড. সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী নিউইয়র্ক আগমনেরর দিন জেএফকে বিমানবন্দরে, সম্বর্ধনা সভা আর জাতিসংঘে ভাষণ প্রদানের দিন জাতিসংঘ ভবনের সামনে ব্যাপক দলীয় নেতা-কর্মীদের ব্যাপক সভাবেশ ঘটানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বর্ধনা সফল করতে ইতিমধ্যেই ব্রুকলীনে টাউন সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকায় নিউইয়র্ক মহানগর কুইন্স আওয়ামী লীগের টাউন হল সভার আয়োজন করা হয় রোববার। টাউন হল সভা বা প্রস্তুতি সভা করছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের উভয় গ্রুপসহ মহিলা লীগ, ছাত্রলীগ সহ অন্য সংগঠনগুলো। এদিকে দলের বিভেদ-বিভক্তি দূর হয়েছে। প্রধানমন্ত্রীর সম্বর্ধনা সভার কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার বিরোধও মিটে গেছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন। সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সম্বর্ধনা সভা সফল করতে ঐক্যবদ্ধ হয়েছেন দলীয় নেতা-কর্মী। ফলশ্রুতিতে গেলো সপ্তাহে মিষ্টিমুখ করেছেন তারা। এসময় সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন যুবলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দও। দলীয় নেতা-কর্মীরা কাজ শেষে সন্ধ্যায় বা রাতে প্রতিদিন দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে বৈঠকে মিলিত হচ্ছেন জ্যাকসন হাইটসসহ জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কস এলাকায়। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর সম্বর্ধনা সভার অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। বৈঠক চলছে গভীর রাত পর্যন্ত।
সূত্রমতে, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন সময়ে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণসহ দলের কর্মকান্ডে নিজের অবস্থান তুলে ধরতে দলীয় অনেক নেতা-কর্মী আগামী সপ্তাহে কাজ থেকে ছুটি নিচ্ছেন। ইতিমধ্যেই একাধিক নেতা ছুটি নিয়েছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতা জানান, সম্বর্ধনা সভাসহ দলীয় কাজে এতো ব্যস্ত থাকতে হচ্ছে যে, ঠিকমত কাজ করাও সম্ভব হচ্ছে না। ফলে চলতি সপ্তাহসহ আগামী সপ্তাহেও কাজ থেকে ছুটি নিয়েছেন বলে জানান তিনি। তিনি দাবী করেন যে, প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে দলের মধ্যকার বিরোধ মিটে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর এক নেতা বলেন, বড় দল তাই দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখাও কঠিন। সবাই পদ চায়। পদ পাওয়া, না পাওয়াকে কেন্দ্র করে বিভেদ-বিভক্তি মাথাচাড়া দিয়ে উঠে। এসব মিটাতে শীর্ষ নেতাদের হিমশিম খেতে হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : ১৬ সদস্যের অগ্রবর্তী দলের আগমন

প্রকাশের সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক: জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর কেন্দ্র করে তাঁর কর্মসূচী নিয়ে ব্যতি-ব্যস্ত জাতিসংঘের বাংলাদেশ মিশন সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ইতিমধ্যেই সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফর আসছেন ২৩ সেপ্টেম্বর বুধবার। ৩০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘে তার ভাষণ দেয়ার কথা। এদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত অগ্রবর্তীদল নিউইয়র্ক এসে পৌছেছেন। দলটি প্রধানমন্ত্রীর থাকার হোটেল আর তাঁর সম্মানে আয়োজিত সম্বর্ধনা সভাস্থল সহ সংশ্লিষ্ট সকল স্থান পরিদর্শন করছেন। অপরদিকে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আওয়ামী লীগ আয়োজিত সর্বজনীন সম্বর্ধনা সফল করতে চলছে টাউন হল সভা।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসূচী নিয়ে বিস্তারিত জানিয়েছেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার মিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর সফরসূচী সাংবাদিকদের কাছে তুলে ধরেন। একইরূপ কর্মসূচীর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বাংলাদেশ মিশন অফিস ঘুরে দেখা গেছে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিশনের কর্মকর্তাসহ অফিস স্টাফরা। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনের দিন যতই এগিয়ে আসছে, মিশনের ব্যস্ততা ততই বাড়ছে। কেননা, জাতিসংঘে বাংলাদেশের পারফর্মেন্স, অফিসিয়াল কর্মকান্ড, প্রধানমন্ত্রীর ভাষণসহ কর্মকান্ড, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কর্মসূচী ঠিকঠাক করা সহ তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, প্রটোকল দেওয়া প্রভৃতি বিষয়ে ব্যস্ত মিশন কর্মকর্তারা। নিউইয়র্ক সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী উঠবেন ওয়ার্ল্ডঅফ এস্টোরিয়া হোটেলে।
ড. সিদ্দিকুর রহমান ইউএনএ প্রতিনিধিকে জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত অগ্রবর্তীদল নিউইয়র্ক এসে পৌছেছেন। ১৬ সদস্যের অগ্রবর্তী দলটি প্রধানমন্ত্রীর থাকার হোটেল আর তাঁর সম্মানে আয়োজিত সম্বর্ধনা সভাস্থল সহ সংশ্লিষ্ট সকল স্থান পরিদর্শন করছেন। দলটি প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ও সম্বর্ধনা সভার বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথেও কথা বলেছেন। ড. সিদ্দিক আরো বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে সম্বর্ধিত করতে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ২৭ সেপ্টেম্বর রোববার ম্যানহাটানের সিক্থ এভিনিউস্থ হিলটন হোটেলর বলরুমে এই সম্বর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হবে। এই সম্বর্ধনা সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে টাউন হল সভার আয়োজন চলছে।
ড. সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী নিউইয়র্ক আগমনেরর দিন জেএফকে বিমানবন্দরে, সম্বর্ধনা সভা আর জাতিসংঘে ভাষণ প্রদানের দিন জাতিসংঘ ভবনের সামনে ব্যাপক দলীয় নেতা-কর্মীদের ব্যাপক সভাবেশ ঘটানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বর্ধনা সফল করতে ইতিমধ্যেই ব্রুকলীনে টাউন সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকায় নিউইয়র্ক মহানগর কুইন্স আওয়ামী লীগের টাউন হল সভার আয়োজন করা হয় রোববার। টাউন হল সভা বা প্রস্তুতি সভা করছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের উভয় গ্রুপসহ মহিলা লীগ, ছাত্রলীগ সহ অন্য সংগঠনগুলো। এদিকে দলের বিভেদ-বিভক্তি দূর হয়েছে। প্রধানমন্ত্রীর সম্বর্ধনা সভার কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার বিরোধও মিটে গেছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন। সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সম্বর্ধনা সভা সফল করতে ঐক্যবদ্ধ হয়েছেন দলীয় নেতা-কর্মী। ফলশ্রুতিতে গেলো সপ্তাহে মিষ্টিমুখ করেছেন তারা। এসময় সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন যুবলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দও। দলীয় নেতা-কর্মীরা কাজ শেষে সন্ধ্যায় বা রাতে প্রতিদিন দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে বৈঠকে মিলিত হচ্ছেন জ্যাকসন হাইটসসহ জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কস এলাকায়। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর সম্বর্ধনা সভার অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। বৈঠক চলছে গভীর রাত পর্যন্ত।
সূত্রমতে, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন সময়ে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণসহ দলের কর্মকান্ডে নিজের অবস্থান তুলে ধরতে দলীয় অনেক নেতা-কর্মী আগামী সপ্তাহে কাজ থেকে ছুটি নিচ্ছেন। ইতিমধ্যেই একাধিক নেতা ছুটি নিয়েছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতা জানান, সম্বর্ধনা সভাসহ দলীয় কাজে এতো ব্যস্ত থাকতে হচ্ছে যে, ঠিকমত কাজ করাও সম্ভব হচ্ছে না। ফলে চলতি সপ্তাহসহ আগামী সপ্তাহেও কাজ থেকে ছুটি নিয়েছেন বলে জানান তিনি। তিনি দাবী করেন যে, প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে দলের মধ্যকার বিরোধ মিটে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অপর এক নেতা বলেন, বড় দল তাই দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখাও কঠিন। সবাই পদ চায়। পদ পাওয়া, না পাওয়াকে কেন্দ্র করে বিভেদ-বিভক্তি মাথাচাড়া দিয়ে উঠে। এসব মিটাতে শীর্ষ নেতাদের হিমশিম খেতে হচ্ছে।