নিউইয়র্ক: নির্বাচনী আমেজে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের স্বনামধন্য সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন। গত ৯ আগষ্ট রোববার নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে প্রবাসে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহান ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুলসহ কর্মকর্তারা বনভোজনে আগত প্রবাসীদের স্বাগত জানান।
বিয়ানীবাজার সমিতির বনভোজন অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো কমিউনিটি নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য, শিশু-নারী ও পুরুষদের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, পুরষ্কার বিতরণী, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর আড্ডা। খবর ইউএনএ’র।
সমিতির বনভোজনের আড্ডায় বিশেষ করে বিয়ানীবাজারের মুরব্বীরা আগামী নির্বাচন বিষয়েও কথা-বার্তা বলেন। এসব আলোচনায় সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্ভাব্য প্রার্থীদের বিষয় উঠে আসে। বিয়ানীবাজার সমিতির আয়োজনে বনভোজনটি আয়োজন করা হলেও এতে বৃহত্তর সিলেটের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
বনভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহুল প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আব্দুল আলীম, ফখরুল ইসলাম, শাহাদৎ হোসেন লেবু, ফাহমিদা আক্তার প্রমুখ।
বিয়ানীবাজার সমিতির বনভোজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, সমিতির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হালিম আহমদ পাখি, হাজী শামসুল ইসলাম, আছাব উদ্দিন, আব্দুর শক্কুর, শামসউদ্দিন, সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।
বনভোজন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন গৌছ খান, মোহাম্মদ আই জহিরুল, হেলিম উদ্দিন, মোহাম্মদ আমিনুল হোসেন, আহমদ মুস্তফা, রোহান শাহিন, নজরুল ইসলাম, মোহাম্মদ জয়নাল হক, ফাহমিদা আক্তার, নূরুল ইসলাম, বাহার উদ্দিন, মোহাম্মদ এ আহাদ, সহিদুল ইসলাম দুখু, আব্দুস শাকুর খান মাখন, আফিজুর রহমান, আব্দুস সবুর ও জাকির হোসেন।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর রোববার বিয়ানীবাজার সমিতির দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে।