নিউইয়র্ক ডেমোক্রেটিক কনভেনশনে এটর্নী মঈন চৌধুরী
- প্রকাশের সময় : ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬
- / ৬৫১ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক ষ্টেট ডেমোক্রেটিক পার্টির কনভেনশন গত ২১ জুন মঙ্গলবার ম্যানহাটানে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বাফেলো সিটির মেয়র ও বর্তমানে নিউইয়র্ক ষ্টেট ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট বাইরন ডব্লিউ ব্রাউনের সভাপতিত্বে এবং নিউইয়র্ক ষ্টেট ডেমোক্র্যাটিক পার্টির এক্সিকিউটিভ ডাইরেক্টর বাসিল এ স্মিকেল জুনিয়র ও কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অরগানাইজেশন-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মাইকেল রাইশের পরিচালনায় ডেমোক্র্যাটিক পার্টির নীতি নির্ধারকরা উপস্থিত হয়ে কনভেনশনে ভোটে অংশগ্রহন করেন।
উক্ত কনভেনশনে সাউথ এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিকদের মধ্যে উপস্থিত ছিলেন ষ্টেট কমিটি ম্যান ড. তাজ রাজকুমার ও জুডিশিয়াল ডেলিগেট এটর্নী মঈন চৌধুরী। কনভেনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কনগ্রেসম্যান চারলী র্যাংগল, কনগ্রেসওমেন কেরোলিন মেলোনী, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্টিংগার, পাবলিক এডভোকেট লেটিশা জেমস সহ প্রমুখ।
উল্লেখ, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক এলায়েন্স-এর মুখোপাত্র বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রাষ্টি বোর্ড সদস্য, এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ, কনগ্রেশনাল প্রক্লেমেশন প্রাপ্ত যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এট ল’ মঈন চৌধুরী উক্ত কনভেনশনে সিনেটর জোসেফ আদাব্বো, সিলভারষ্টেইন মেথিউ, প্রেট্রিক জেনকিনস, কেথেরিন গ্লোভার ও মেরি প্লানকেট-এর প্রতিনিধিত্ব করে কনভেনশনে ভোট প্রদান করেন। কনভেনশনে সর্বসম্মতিক্রমে নিউইয়র্ক ষ্টেট গভর্ণর এন্ড্রু কোমোকে আসন্ন প্রেসিডেনশিয়াল কনভেনশনে নিউইয়র্ক ষ্টেট-এর চেয়ারম্যান মনোনীত করা হয়।