নিউইয়র্ক ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে ২৯তম ফোবানা সম্মেলন হবে সম্পূর্ণ ব্যতিক্রমী : মিট দ্যা প্রেসে নেতৃবৃন্দ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪
  • / ৭২৩ বার পঠিত

নিউইয়র্ক: ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২৯তম সম্মেলন হবে ব্যতিক্রমী। আগামী ৪-৬ সেপ্টেম্বর জ্যামাইকার ইয়র্ক কলেজের পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের শ্লোগান থাকছে ‘হৃদয়ে আকাশ-প্রকাশে বাঙালী’। সম্মেলনের ব্যয় ধরা হয়েছে ২৫০ হাজার ডলার। সম্মেলনে যুক্তরাষ্ট্রের মুলধারার প্রতিনিধিসহ বাংলাদেশ ও কানাডার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হবেন। ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউইয়র্ক সিটির মেয়রসহ মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গকে। সম্মেলন হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সাহিত্য, মূলধারার রাজনীতি, ইমিগ্রেশন, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, নারী ও যুব সমাজ বিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র প্রদর্শনী, কাব্য জলসা, চলচ্চিত্র উৎসব প্রভৃতি।
Fobana-1সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত মিট দ্যা প্রেস-এ ফোবানা কর্মকতারা উপরোক্ত কথা বলেন। মিট দ্যা প্রেস থেকে ফোবানা নেতৃবৃন্দ বিভক্তি নয়, ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোবানা-২০১৫’র কনভেনর বেদারুল ইসলাম বাবলা। তিনি বলেন, ‘হৃদয়ে আকাশ-প্রকাশে বাঙালী’ শ্লোগানকে সামনে নিয়ে ২৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪-৬ সেপ্টেম্বর জ্যামাইকার ইয়র্ক কলেজের পারফর্মিং আর্টস সেন্টারে। তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কানাডা, ইউরোপ, বাংলাদেশ, ভারত এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে প্রবাসীদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে বিষয় ভিত্তিক সেমিনারে অংশ নেয়ার পাশাপাশি উপমহাদেশের শিল্পীরা বিনোদন পর্বে অংশ নেবেন। তিনি বলেন, সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনে ফোবানা সম্মেলনের প্রস্তুতি চলছে। নিউইয়র্কে বাংলা সংস্কৃতি নতুন প্রজন্মে প্রবাহের অভিপ্রায়ে দীর্ঘদিন যাবত প্রয়াসরত কয়েকটি সংগঠনের সমন্বয়ে দৃষ্টিনন্দন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সবগুলো অনুষ্ঠানেই অংশগ্রহণ করবে আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশী তরুণ-তরুণীরা।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনভেনর বেদারুল ইসলাম বাবলা, মেম্বার সেক্রেটারী জাকারিয়া চৌধুরী, প্রধান উপদেষ্টা ড. নুরুন নবী, প্রধান সমন্বয়কারী আবদুল চৌধুরী শাহীন প্রমুখ।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান ডিউক খান, টাইটেল স্পন্সর এবং উৎসব ডটকমের প্রধান রায়হান জামান, স্পন্সর এটর্নি আফার বক্স, মিডিয়া কমিটির চেয়ারপার্সন আকবর হায়দার কিরণ, বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের সাবেক সভাপতি ও ফোবানার উপদেষ্টা নার্গিস আহমেদ, ফোবানার চীফ কন্সালটেন্ট আতিকুর রহমান, সিনিয়র নির্বাহী কো-কনভেনর নুরুল আমিন, নির্বাহী কো-কনভেনর আবদুল কাদের মিয়া, ইন্টারস্টেট লিয়াজো প্রধান নাহিদ চৌধুরী মামুন, উপদেষ্টা মীর চৌধুরী ও উপদেষ্টা আবুল কালাম এবং ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন।
মিডিয়া কমিটির চেয়ারপার্সন আকবর হায়দার কিরণ সাংবাদিক সহকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য ফোবানা ২০১৫ হবে আপনাদের আমাদের সবার ফোবানা। তিনি বলেন, মিডিয়া ব্যক্তিত্বদের যে কোন উপদেশ, পরামর্শকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাবো।
ফোবানার ইতিহাস সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ফোবানার সাবেক কনভেনর ড. নুরুন নবী বলেন, প্রথমে এনএবিসি নামে এই সম্মেলনের যাত্রা শুরু হলেও তৃতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক চতুর্থ সম্মেলন থেকে এটি ফোবানা বাংলাদেশ সম্মেলন নামে অনুষ্ঠিত হয়ে আসছে।
ফোবানার হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী জাকারিয়া চৌধুরী বলেন, প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশী প্রজন্মকে ফোবানার আগামী সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হবে । নতুন প্রজন্মের অংশগ্রহণে বেশ কটি পর্ব থাকবে। যাতে তারা বাঙালী সংস্কৃতির সাথে বেশী করে জড়িত হতে পারে। অপর এক প্রশ্নের উত্তরে জাকারিয়া চৌধুরী বলেন, ‘মর্নিং শো’জ দ্যা ডে’। আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রমাণ করবে আমরা ফোবানা সম্মেলনে কি উপহার দিতে চাচ্ছি।
সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে ফোবানা-২০১৫ এর বিভিন্ন কমিটির কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন মেম্বার সেক্রেটারী জাকারিয়া চৌধুরী। এরা হচ্ছেন: উপদেষ্টা যথাক্রমে জিনাত নবী, অধ্যাপিকা হোসনে আরা রহমান ও নিনি ওয়াহেদ, সহকারী সদস্য সচিব আকতার আহমেদ চৌধুরী ও জাহাঙ্গীর মোল্ল¬া সানী, লিগ্যাল কমিটির চেয়ারম্যান এটর্নি শেখ সেলিম, কালচারাল কমিটির চেয়ারম্যান শারমিন রেজা ইভা, ইনফরমেশন এন্ড কমুনিকেশন কমিটির চেয়ারপার্সন মিনহাজ আহমেদ সাম্মু, ম্যাগাজিন কমিটির চেয়ারপার্সন কবি শাহীন ইবনে দিলওয়ার, প্রেস এন্ড পাবলিকেশন কমিটির মামুন এইচ সিরাজী, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন রোকেয়া আকতার, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারপার্সন সেমন্তী ওয়াহেদ, সোস্যাল মিডিয়া কমিটির চেয়ারপার্সন শহিদুল মালি¬ক বাঁধন, ভলান্টিয়ার কমিটির চেয়ারপার্সন আমিনুল ইসলাম কলিন্স, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন জসিম উদ্দিন খান মিঠু, কাব্য জলসা কমিটির চেয়ারপার্সন জি এইচ আরজু, বিজনেস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারপার্সন বিলাল চৌধুরী, এন্টারটেনমেন্ট কমিটির চেয়ারপার্সন দরুদ মিয়া রনেল, একোমোডেশন কমিটির চেয়ারপার্সন সাইদ হক মুকুল, ট্রান্সপোর্টেশন কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ সাদী মিন্টু, লিটারেচার কমিটির চেয়ারপার্সন মোশাররফ হোসেন ও কমিউনিটি অ্যাফেয়ার্স কমিটির চেয়ারপার্সন আতাউর রহমান সেলিম। কালচারাল কমিটির কো-চেয়ারমানবৃন্দ এ্যানি ফেরদৌস, সেলিমা আশরাফ, নিলুফার জাহান, ডানা ইসলাম, ইমদাদুল হক, কাবেরী দাশ ও আবীর আলমগীর, সেমিনার কমিটির কো-চেয়ারমানবৃন্দ রানা ফেরদৌস ও মিথুন আহমেদ, মিডিয়া কমিটির কো-চেয়ারমানবৃন্দ নিহার সিদ্দিকী, জাহেদ শরীফ ও মশিউর রহমান, লিগ্যাল কমিটির কো-চেয়ারমানবৃন্দ অ্যাডভোকেট মোরশেদা জামান, অ্যাডভোকেট আবদুর রহমান মামুন, পাবলিকেশন কমিটির কো-চেয়ারমান নুরুল আফসার সেন্টু ও ইসমত হক খোকন, ওমেন অ্যাফেয়ার্স কমিটির কো-চেয়ারমানবৃন্দ রোজি আকতার ও শম্পা জামান, কমুনিকেশন কমিটির কো-চেয়ারমান আব্দুল¬াহ আল মামুন, ভলান্টিয়ার কমিটির কো-চেয়ারমান জাফর আহমেদ, কাব্য জলসা কমিটির কো-চেয়ারমানবৃন্দ ডা. ফারুক আজম ও মুমু আনসারী, লিটারেচার কমিটির কো-চেয়ারম্যান মনজুর কাদের, বিজনেস অ্যাফেয়ার্স কমিটির কো-চেয়ারমান এমডি মুনির হোসেন, এন্টারটেনমেন্ট কমিটির কো-চেয়ারমান এমডি লিটন আহমেদ, স্টেট প্রতিনিধি নুরুল আমিন (ওয়াশিংটন ডিসি), জুনেদ খান (ওয়াশিংটন ডিসি) ও করিম সালাউদ্দিন (ভার্জিনিয়া)।
Fobana-2বিজয় দিবস পালন: সাংবাদিক সম্মেলন শেষে ফোবানা কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে বিপা, সঙ্গীত পরিষদ এবং সুর ও ছন্দের শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা হলভর্তি সবাই প্রাণভরে দিয়ে উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর রচিত কিছু অসাধারণ কবিতা আবৃত্তি করেন ডা. ফারুক আজম, মুমু আনসারী, জি এইচ আরজু ও মনজুর কাদের। স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান পরিবেশন করেন দেশাত্ববোধক বিজয়ের গান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আবির আলমগীর। আর কিবোর্ডে ছিলেন মাসুদ রানা। মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে ২৯তম ফোবানা সম্মেলন হবে সম্পূর্ণ ব্যতিক্রমী : মিট দ্যা প্রেসে নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ১০:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪

নিউইয়র্ক: ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২৯তম সম্মেলন হবে ব্যতিক্রমী। আগামী ৪-৬ সেপ্টেম্বর জ্যামাইকার ইয়র্ক কলেজের পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের শ্লোগান থাকছে ‘হৃদয়ে আকাশ-প্রকাশে বাঙালী’। সম্মেলনের ব্যয় ধরা হয়েছে ২৫০ হাজার ডলার। সম্মেলনে যুক্তরাষ্ট্রের মুলধারার প্রতিনিধিসহ বাংলাদেশ ও কানাডার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হবেন। ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউইয়র্ক সিটির মেয়রসহ মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গকে। সম্মেলন হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সাহিত্য, মূলধারার রাজনীতি, ইমিগ্রেশন, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, নারী ও যুব সমাজ বিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র প্রদর্শনী, কাব্য জলসা, চলচ্চিত্র উৎসব প্রভৃতি।
Fobana-1সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত মিট দ্যা প্রেস-এ ফোবানা কর্মকতারা উপরোক্ত কথা বলেন। মিট দ্যা প্রেস থেকে ফোবানা নেতৃবৃন্দ বিভক্তি নয়, ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোবানা-২০১৫’র কনভেনর বেদারুল ইসলাম বাবলা। তিনি বলেন, ‘হৃদয়ে আকাশ-প্রকাশে বাঙালী’ শ্লোগানকে সামনে নিয়ে ২৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪-৬ সেপ্টেম্বর জ্যামাইকার ইয়র্ক কলেজের পারফর্মিং আর্টস সেন্টারে। তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কানাডা, ইউরোপ, বাংলাদেশ, ভারত এবং আমেরিকার বিভিন্ন জায়গা থেকে প্রবাসীদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে বিষয় ভিত্তিক সেমিনারে অংশ নেয়ার পাশাপাশি উপমহাদেশের শিল্পীরা বিনোদন পর্বে অংশ নেবেন। তিনি বলেন, সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনে ফোবানা সম্মেলনের প্রস্তুতি চলছে। নিউইয়র্কে বাংলা সংস্কৃতি নতুন প্রজন্মে প্রবাহের অভিপ্রায়ে দীর্ঘদিন যাবত প্রয়াসরত কয়েকটি সংগঠনের সমন্বয়ে দৃষ্টিনন্দন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সবগুলো অনুষ্ঠানেই অংশগ্রহণ করবে আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশী তরুণ-তরুণীরা।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনভেনর বেদারুল ইসলাম বাবলা, মেম্বার সেক্রেটারী জাকারিয়া চৌধুরী, প্রধান উপদেষ্টা ড. নুরুন নবী, প্রধান সমন্বয়কারী আবদুল চৌধুরী শাহীন প্রমুখ।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান ডিউক খান, টাইটেল স্পন্সর এবং উৎসব ডটকমের প্রধান রায়হান জামান, স্পন্সর এটর্নি আফার বক্স, মিডিয়া কমিটির চেয়ারপার্সন আকবর হায়দার কিরণ, বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের সাবেক সভাপতি ও ফোবানার উপদেষ্টা নার্গিস আহমেদ, ফোবানার চীফ কন্সালটেন্ট আতিকুর রহমান, সিনিয়র নির্বাহী কো-কনভেনর নুরুল আমিন, নির্বাহী কো-কনভেনর আবদুল কাদের মিয়া, ইন্টারস্টেট লিয়াজো প্রধান নাহিদ চৌধুরী মামুন, উপদেষ্টা মীর চৌধুরী ও উপদেষ্টা আবুল কালাম এবং ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন।
মিডিয়া কমিটির চেয়ারপার্সন আকবর হায়দার কিরণ সাংবাদিক সহকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য ফোবানা ২০১৫ হবে আপনাদের আমাদের সবার ফোবানা। তিনি বলেন, মিডিয়া ব্যক্তিত্বদের যে কোন উপদেশ, পরামর্শকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাবো।
ফোবানার ইতিহাস সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ফোবানার সাবেক কনভেনর ড. নুরুন নবী বলেন, প্রথমে এনএবিসি নামে এই সম্মেলনের যাত্রা শুরু হলেও তৃতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক চতুর্থ সম্মেলন থেকে এটি ফোবানা বাংলাদেশ সম্মেলন নামে অনুষ্ঠিত হয়ে আসছে।
ফোবানার হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী জাকারিয়া চৌধুরী বলেন, প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশী প্রজন্মকে ফোবানার আগামী সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হবে । নতুন প্রজন্মের অংশগ্রহণে বেশ কটি পর্ব থাকবে। যাতে তারা বাঙালী সংস্কৃতির সাথে বেশী করে জড়িত হতে পারে। অপর এক প্রশ্নের উত্তরে জাকারিয়া চৌধুরী বলেন, ‘মর্নিং শো’জ দ্যা ডে’। আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রমাণ করবে আমরা ফোবানা সম্মেলনে কি উপহার দিতে চাচ্ছি।
সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে ফোবানা-২০১৫ এর বিভিন্ন কমিটির কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন মেম্বার সেক্রেটারী জাকারিয়া চৌধুরী। এরা হচ্ছেন: উপদেষ্টা যথাক্রমে জিনাত নবী, অধ্যাপিকা হোসনে আরা রহমান ও নিনি ওয়াহেদ, সহকারী সদস্য সচিব আকতার আহমেদ চৌধুরী ও জাহাঙ্গীর মোল্ল¬া সানী, লিগ্যাল কমিটির চেয়ারম্যান এটর্নি শেখ সেলিম, কালচারাল কমিটির চেয়ারম্যান শারমিন রেজা ইভা, ইনফরমেশন এন্ড কমুনিকেশন কমিটির চেয়ারপার্সন মিনহাজ আহমেদ সাম্মু, ম্যাগাজিন কমিটির চেয়ারপার্সন কবি শাহীন ইবনে দিলওয়ার, প্রেস এন্ড পাবলিকেশন কমিটির মামুন এইচ সিরাজী, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন রোকেয়া আকতার, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারপার্সন সেমন্তী ওয়াহেদ, সোস্যাল মিডিয়া কমিটির চেয়ারপার্সন শহিদুল মালি¬ক বাঁধন, ভলান্টিয়ার কমিটির চেয়ারপার্সন আমিনুল ইসলাম কলিন্স, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন জসিম উদ্দিন খান মিঠু, কাব্য জলসা কমিটির চেয়ারপার্সন জি এইচ আরজু, বিজনেস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারপার্সন বিলাল চৌধুরী, এন্টারটেনমেন্ট কমিটির চেয়ারপার্সন দরুদ মিয়া রনেল, একোমোডেশন কমিটির চেয়ারপার্সন সাইদ হক মুকুল, ট্রান্সপোর্টেশন কমিটির চেয়ারপার্সন মোহাম্মদ সাদী মিন্টু, লিটারেচার কমিটির চেয়ারপার্সন মোশাররফ হোসেন ও কমিউনিটি অ্যাফেয়ার্স কমিটির চেয়ারপার্সন আতাউর রহমান সেলিম। কালচারাল কমিটির কো-চেয়ারমানবৃন্দ এ্যানি ফেরদৌস, সেলিমা আশরাফ, নিলুফার জাহান, ডানা ইসলাম, ইমদাদুল হক, কাবেরী দাশ ও আবীর আলমগীর, সেমিনার কমিটির কো-চেয়ারমানবৃন্দ রানা ফেরদৌস ও মিথুন আহমেদ, মিডিয়া কমিটির কো-চেয়ারমানবৃন্দ নিহার সিদ্দিকী, জাহেদ শরীফ ও মশিউর রহমান, লিগ্যাল কমিটির কো-চেয়ারমানবৃন্দ অ্যাডভোকেট মোরশেদা জামান, অ্যাডভোকেট আবদুর রহমান মামুন, পাবলিকেশন কমিটির কো-চেয়ারমান নুরুল আফসার সেন্টু ও ইসমত হক খোকন, ওমেন অ্যাফেয়ার্স কমিটির কো-চেয়ারমানবৃন্দ রোজি আকতার ও শম্পা জামান, কমুনিকেশন কমিটির কো-চেয়ারমান আব্দুল¬াহ আল মামুন, ভলান্টিয়ার কমিটির কো-চেয়ারমান জাফর আহমেদ, কাব্য জলসা কমিটির কো-চেয়ারমানবৃন্দ ডা. ফারুক আজম ও মুমু আনসারী, লিটারেচার কমিটির কো-চেয়ারম্যান মনজুর কাদের, বিজনেস অ্যাফেয়ার্স কমিটির কো-চেয়ারমান এমডি মুনির হোসেন, এন্টারটেনমেন্ট কমিটির কো-চেয়ারমান এমডি লিটন আহমেদ, স্টেট প্রতিনিধি নুরুল আমিন (ওয়াশিংটন ডিসি), জুনেদ খান (ওয়াশিংটন ডিসি) ও করিম সালাউদ্দিন (ভার্জিনিয়া)।
Fobana-2বিজয় দিবস পালন: সাংবাদিক সম্মেলন শেষে ফোবানা কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে বিপা, সঙ্গীত পরিষদ এবং সুর ও ছন্দের শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা হলভর্তি সবাই প্রাণভরে দিয়ে উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর রচিত কিছু অসাধারণ কবিতা আবৃত্তি করেন ডা. ফারুক আজম, মুমু আনসারী, জি এইচ আরজু ও মনজুর কাদের। স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান পরিবেশন করেন দেশাত্ববোধক বিজয়ের গান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আবির আলমগীর। আর কিবোর্ডে ছিলেন মাসুদ রানা। মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।