নিউইয়র্কে সভা পন্ড হওয়ার জন্য আ. লীগ দায়ী : আব্দুল গাফফার চৌধুরী
- প্রকাশের সময় : ০৪:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫
- / ৬৯১ বার পঠিত
নিউইয়র্ক: অমর একুশে ফেব্রুয়ারীর কালজয়ী গানের রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, নিউইয়র্কের কুইন্স ও ব্রুকলীনে তাঁর আলোচনা সভা (রোববার ৪ জুলাই ২০১৫) পন্ড হওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দায়ী। এটি জামায়াত-বিএনপি’র বিজয় নয়, অনুষ্ঠান হয়নি আওয়ামী লীগের অন্তর্দ্বন্দের কারণে। তিনি আরো বলেন, আমি এর আগে যতবার নিউইয়র্কে এসেছি ততবার প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। কিন্তু আমি প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। কিন্তু রোববার আমি অনুষ্ঠানে যেতে চেয়েও পারিনি। কারণ, আয়োজকরা আমাকে জানিয়েছেন, তারা নিজেরাই বন্দি অবস্থায় রয়েছেন। পুলিশ তাদের এসে উদ্ধার করেছে। আয়োজকরা না চাইলে আমি কিভাবে অনুষ্ঠানে যাব?- প্রশ্ন রাখেন গাফফার চৌধুরী।
তিনি মনে করেন, সভায় যেতে না পারার ব্যর্থতা তাঁর নয়, এটি আয়োজকদের ব্যর্থতা। গাফফার চৌধুরী বলেন, আওয়ামী লীগের জন্য আমার দু:খ হয়। এ ঘটনায় এটিই প্রমাণিত হয়, আওয়ামী লীগ ও প্রগতিশীলরা দূর্বল। টিবিএন২৪।