নিউইয়র্কে বাংলাদেশী ইমাম হত্যাকারীর ‘স্কেচ’ প্রকাশ
- প্রকাশের সময় : ০২:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬
- / ৬৩২ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত সিটির ওজনপার্কে দূর্বৃত্তের গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আকুনজি ও তারা মিয়া নামের দুই বাংলাদেশীর ঘাতকের স্কেচ প্রকাশ করেছে এনওয়াইপিডি পুলিশ। প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই স্কেচ তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ১৩ আগষ্ট শনিবার জোহরের নামাজের পর ওজনপার্কেস্থ ‘আল ফোরকান জামে মসজিদ‘ থেকে বেরোনোর পর ইমামসহ দু’জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকুনজি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি তারা মিয়া (৬৪) তার প্রতিবেশী ও ফোরকান মসজিদের মুসুল্লী।
পুলিশ বলছে, এক ব্যক্তি পেছন থেকে তাদের মাথায় গুলি করে। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এ স্কেচ সব জায়গায় ছড়িয়ে দিয়ে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে। জানা গেছে, ইমাম আলাউদ্দিন আকুনজির মরদেহ তার দেশের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে পাঠানো হবে। তারা মিয়াকে দাফন করা হবে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্থানে। সূত্র: ইউএসএ টুডে।
এদিকে দূর্বৃত্তের গুলিতে নিহত নিহত ইমাম আলাউদ্দিন আকুনজি ও তারা মিয়ার নামাজে জানাজা ১৫ আগষ্ট সোমবার বাদ জোহর স্থানীয় মিউনিসিপ্যাল পার্কিং লটে (গ্র্যান্ড এভিনিউ ও গ্রীনমোড় এভিনিউর কর্ণার) অনুষ্ঠিত হবে।