নিউইয়র্কে কবি রফিক আজাদ স্মরণে সভা ৭ মে

- প্রকাশের সময় : ০১:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬
- / ৯৩০ বার পঠিত
নিউইয়র্ক: বীর মুক্তিযোদ্ধা, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদক ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত ‘ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো’ শীর্ষক বিখ্যাত কবিতার জনক মরহুম কবি রফিক আজাদ স্মরণে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কমিউনটির উদ্যোগে এক সভা আয়োজন করা হয়েছে। ৭ মে শনিবার বিকেল ৭টায় সিটির জ্যাকসন হাইটস্থ ইত্যাদি রেষ্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।
কবি রফিক আজাদ স্মরণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান ইউসুফজাই সালু উক্ত সভায় প্রবাসের সকল মুক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক, সাহিত্যিক ও কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত কামনা করেছেন।
উল্লেখ্য, ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারী কবি রফিক আজাদ টাঙ্গাইলের ঘাটাইলে জন্মগ্রহণ করেন। তিনি গত ১২ মার্চ শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর ইউএনএ’র।