নিউইয়র্কের ব্রুকলীনে দুটি শহীদ মিনারে পুষ্পবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা
- প্রকাশের সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
- / ৯৪০ বার পঠিত
নিউইয়র্ক: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ব্রুকলীনবাসী প্রবাসী বাংলাদেশীরা স্থানীয় চার্চ-ম্যাগডোনাল্ডে পৃথক দুুটি শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পুস্তবকের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। এছাড়াও আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। একটি শহীদ মিনার নির্মাণ করা হয় সুগন্ধা রেষ্টুরেন্টের সামনে অপরটি নির্মাণ করা হয় নোয়াখালী ভবনের সমানে। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী পৃথক পৃথক ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ব্রুকলীনে সম্মিলিত একুশ উদযাপন কমিটির উদ্যোগে ২০ ফেব্রুয়ারী সুগন্ধা রেষ্টুরেন্টে আলোচনা সভার আয়োজন ও রেষ্টুরেন্টের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এখানে একুশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন একুশ উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মজিবুল মওলা। সভা পরিচালনা করেন সদস্য সচিব মোস্তফা কামাল পাশা মানিক।
সভায় বিশেষ অতিথি ছিলেন কমান্ডা নূরুননবী, বিশিষ্ট রাজনীতিক সামসুদ্দিন আজাদ ও লুৎফুর করীম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, বৃহত্তর নোয়াখালী একডুকেশন সোসাইটির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, ব্রুকলীন চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি ইসমত হক খোকন, বাউড়িয়া জনকল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক সিরাজোদৌলা সেলিম, মামনুনুল হক প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুশিল্পী মাহীসহ প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। একুশ অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন আবুল হাসান মহিউদ্দিন এবং সমন্বয়কারী ছিলেন এল আলী।
পরে একুশের প্রথম প্রহরে সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ চিটাগাং এসোসিয়েশন অব আমেরিকা, সিএমবিবিএ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ যুক্তরাষ্ট্র, ব্রুকলীন আওয়ামী লীগ, সন্দ্বীপ এসোসিয়েশন, সন্দ্বীপ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটি, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন প্রভৃতি সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দ্য গ্রেটার নোয়াখালী সোসাইটি’র উদ্যোগ ও আয়োজনে একুশের আলোচনা সভা হয় স্থানীয় গ্রীণ হাউজ রেষ্টুরেন্টের পার্টি সেন্টারে। সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান। সভায় আলোচনায় অংশ নেন নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ মিন্টু, সর্বজনীন একুশ উদযাপন পরিষদের অঅহ্বায়ক মাইন উদ্দিন মাহবুব, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ভিপি বাবুল, গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির সভাপতি নূরুল আমীন সহ নাসির উদ্দিন, মহিউদ্দিন, ইউসুফ জসিম, শামীম মাহমুদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আলাউদ্দিন জাহাঙ্গীর, মনির হোসাইন, এএসএম রহমতউল্ল্যাহ ভূইয়া, নতুন প্রজন্মের ওয়ালিমা জাহান, ওমর আলী, ওসমান আলী প্রমুখ।
অনুষ্ঠানে ভাষা শহীদদের বিদহী আতœার শান্তি কামনায় বিশেষ মুনাজাত এবং নতুন প্রজন্মের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় অর্ধশত নতুন প্রজন্মকে সার্টিফিকেট এবং উপহার হিসেবে অর্থ প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে চারুকন্ঠ একাডেমীর শিল্পরা ছাড়াও স্থানীয় ফাহির কবীর, আশসি, ফারিকা কবীর, ফজির কবীর, আজিম নওশীন, প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া একুশের কবিতা পাঠ করেন শিবলী সাদেক, শাহিনা বেকগম, সাদিয়া আফরোজ, রিয়ানা পারভিন প্রমুখ।
একুশের প্রথম প্রহরে নোয়াখালী ভবনের সামনে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকারী উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে ছিলো সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ যুক্তরাষ্ট্র বিএনপি, গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ, সিএমবিবিএ, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় সমিতি, গ্রেটার বেগমগঞ্জ সোসাইটি ইউএসএ, ফেনী জেলা সমিতি, লক্ষীপুর জেলা সোসাইটি, সোনাগাজী কল্যাণ সমিতি, ব্রুকলীন বিএনপি, গ্রেটার নোয়াখালী শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, চারুকন্ঠ একাডেমী প্রভৃতি।