নিউইয়র্ক ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নর্থ বেঙ্গল ফাউন্ডেশ’র সাংবাদিক সম্মেলন : শেখ হাসিনার সরকারের কাছে ১০ দফা দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
  • / ৮৩৮ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশের উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে কাছে ১০ দফা দাবী জানোনো হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দাবীগুলো জানানো হয়।
সিটির জ্যাকসন হাইটস্থ ইত্যাদি কাবাব এন্ড গ্রিল পার্টি হলে গত ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় আয়োজিত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলনে ১০ দফা দাবী-দাওয়া সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান খান তনুর পরিচালনায় সাংবাদিক সম্মেলনে সভাপতি ছাড়াও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মকর্তা ও নেতৃবৃন্দের মধ্যে উপদেষ্টা আনোয়ার হোসেন ও জহুরুল ইসলাম টুকু, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, মোস্তাকুর রহমান রিজভী, ডা. মো: আ: লতিফ, ও ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ, সহ সাধারন সম্পাদক মোজাফফর হোসেন ও শাহানা বেগম রিনা, কোষাধ্যক্ষ আবু তাহের, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এম এ মজিদ আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার গিনি, সাংস্কৃতিক সম্পাদক ডা. নার্গিস রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহর খান, অন্যতম সদস্য মোতাহার হোসেন, শাহ এম নওরেজ, শমশের আলী প্রমুখ ছাড়াও আরও উপস্থিত ছিলেন নাটোর প্রতিনিধি আক্কাস আলী, মিসেস স্বপ্না খান, প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, আফরোজা বেগম রোজী, রাজীবুল ইসলাম রাজীব, রেজাউল হক লিটন সরকার ও আল আমিন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য হাসানুজ্জামান হাসান বলেন: নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক হাঁটি হাঁটি পা পা করে ৫ বছর পেরিয়েছে, ফাউন্ডেশনের বয়স। আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক স্টেটে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন গৃহিত হয়েছিলো ২০১০ সালের ৮ অক্টোবর। যদিও তার আগেই এর যাত্রা শুরু হয়েছিলো। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সকলের অকৃত্রিম সহযোগীতায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এই প্রবাসে তথা উত্তর আমেরিকায় নিজেদের স্থান করে নিয়েছে আপন মহিমায়।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সূচনা লগ্ন থেকে আজ অবধি যারা এর কার্যক্রমকে এগিয়ে নিতে পরোক্ষ এবং প্রতক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ১৪ বছর আগে নিউইয়র্কে সংঘটিত ৯/১১-এর ঘটনায় নিহত এবং প্রিয় জন্মভমি বাংলাদেশে ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এ পর্যন্ত দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়: প্রতিবছর শীত মওসুমে নিউইয়র্কে সবার সহযোগিতায় রাস্তায় তীব্র শীতে দাঁড়িয়ে থেকে নগদ অর্থ সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্বল সহ শীতবস্ত্র বিতরন করি। যা দেশে সহ প্রবাসে ব্যাপক সাড়া জাগিয়েছে। অর্থের দিক থেকে বা কম্বল বিতরনের সংখ্যার দিক থেকে তা অনেক নগন্য হলেও মানবতার দিক থেকে তা অসামান্য,অতুলনীয়। এই মহান কাজে সহযোগিতার জন্য নিউইয়র্ক থেকে প্রকাশিত সকল সাপ্তাহিক পত্রিকার প্রকাশকসহ সম্পাদকক ও জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়: নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আর্ত মানবতার পাশাপাশি ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে পানি সম্পদের সমসা ও সমাধান’ সহ ‘উত্তরবঙ্গে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা’ শীর্ষক বিভিন্ন সেমিনারের আয়োজন করে সকলের প্রশংসা কুড়িয়েছে। চিত্ত বিনোদনের জন্যে বার্ষিক বনভোজন ও মিলনমেলা, মাদারস ডে’ পালন, মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতিবছর ইফতার মাহফিল সহ ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর মাধমে অমর একুশে আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান করে নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় নিজেদের স্থান করে নিতে সক্ষম হয়েছে। ভবিষতে যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার করছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন।
হাসানুজ্জামান হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উত্তরবঙ্গ। যেখানে অর্থনীতির বুনিয়াদ গ্রোথিত। ধন-ধান্যে-পুস্পে ভরা উত্তরবঙ্গের মানুষ অনাদীকাল ধরে কেবল বঞ্ছিত হয়ে আসছে। আমরা ১৩ টি জেলার মানুষ চাষের মৌসুমে পানির ন্যয্য হিস্যা পাই না। গ্যাস পাইনা। পর্যাপ্ত বিদ্যূত পাই না।কৃষিতে কাংখিত ভর্তুকী পাই না। ফসলের ন্যয্য দাম পাই না। আমাদের মৌসুমি ফসল সংরক্ষনে সরকারের আন্তরিক সহযোগিতা পাই না। এই প্রেক্ষিতে আজ সময় এসেছে আমাদের ন্যায্য হিস্যা আদায়ের দাবি জোরালো কন্ঠে তুলে ধরার।
আমরা সরকারের কাছে দাবীগুলো পেশ করছি।
১) অবিলম্বে ‘নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক’ রুটে বাংলাদেশ বিমান চালু করা হোক।
২) উত্তরবঙ্গে বিশেষ অর্থনেতিক জোন গঠন করা হোক।
৩) তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বাস্তবায়নের জন্যে জাতিসংঘের মাধ্যমে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হউক।
৪) প্রবাসীদের বিনিয়োগের সুবির্ধার্থে সরকারী এবং বেসরকারী প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নির্দিষ্ট ফান্ড গঠন করা হউক। এজন্য বাংলাদেশ ব্যাংক সকল সরকারী ও বেসরকারী ব্যাংকে বাধ্যতামলক ব্যাবস্থা নিতে উদ্যোগে নিতে পারে।
৫) বাংলাদেশে রেমিটেন্স প্রদানকারী প্রতিটি নাগরীককে বিশেষ মর্যাদা সহ যারা বাংলাদেশে বিনিয়োগ করেছেন তাদের সবাইকে ভিআইপি মর্যাদা দেয়া হোক। এতে করে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন।
৬) উত্তরবঙ্গের বন্ধ সকল সরকারী ও বেসরকারী কলকারখানালো অবিলম্বে চালুর দাবী।
৭) উত্তরবঙ্গের সমানুপাত অনুসারে গাস সংযোগের দাবী জানাচ্ছি।
৮) উত্তর বঙ্গের জন সরকার প্রদত্ত কৃষি ঋণ, শিল্প ঋণ এর বরাদ্দ অর্থ প্রায়ই বিতরন না হয়ে ঢাকায় ফেরৎ যায় বলে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারকে আরও শহজ শর্তে এইসব অঞ্চলে ঋণ প্রদান কর্মসচী গ্রহনের আহ্বান জানাই।
৯) উত্তর বঙ্গের পদ্মা নদী, বড়াল নদী, আত্রাই, করতোয়া, ইছামতি সহ বন্ধ প্রায় নদী সমহ পুনরুজ্জীবন, জলাধার হিসেবে ববহার ও বেআইনী দখল বন্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।
১০) দেশে গিয়ে প্রবাসীদের জায়গা জমি বেদখলসহ অর্থ আত্মসাৎ বা ববসার ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানি থেকে রক্ষা কল্পে স্থানীয় প্রশাসন কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের মনিটরিং ও জরুরী আদেশ নির্দেশের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
সবশেষে হাসানুজ্জামান হাসান বলেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন উত্তরবঙ্গের ১৬টি জেলার মানুষের একটি প্লাটফর্ম। মাতৃভমি ছেড়ে সাত সাগর তের নদীর এপারে এই দুরদেশে বাস করছি, আমাদের অবয়ব, প্রকরণ, জীবনাচার এক না হলেও আমরা চেয়েছি একটি ‘যুথবদ্ধ পরিবার’।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাসির আলী খান পল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফলকালীন সময়ে তাঁর সাথে সাক্ষাৎ করে উত্তরবঙ্গ ফাউন্ডের দাবী-দাওয়া উপস্থাপন করার উদ্যোগ চলছে। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা হচ্ছে।
ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মসূচী সম্পর্কিত বার্তা সংস্থা ইউএনএ’র এক প্রশ্নের উত্তরে পল খান বলেন, মানুষের সেবার পাশাপাশি উত্তরবঙ্গে স্থায়ী শেল্টার ভবন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। যে ভবনে বন্যার্ত আর শীতার্ত মানুষ সাময়িকভাবে আশ্রয়ের সুযোগ পাবে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের কর্মকান্ড শুধু উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নেই গত বছর সিলেট ও খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা উত্তরবঙ্গের বাইরেও দেশের মানুষদের সেবা দিতে চাই।
অপর এক প্রশ্নের জবাবে হাসানুজ্জামান হাসান বলেন, আমরা নিজেদের কষ্টার্জিত অর্থে সংগঠন পরিচালনা করি। তাই সংগঠনের অর্থ আতœসাৎ বা কম্বল বিতরণে স্বজন প্রীতির প্রশ্নই উঠে না।
উদেষ্টা আনোয়ার হোসেন বলেন, গত মাসে নিজের অর্থে উত্তরাঞ্চলের গরীবদের মাঝে দুই লাখ টাকার চাল, সেমাই বিতরণ করা হয়েছে।
বিভক্ত ফাউন্ডেশন ঐক্যবদ্ধ করা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পল খান বলেন, ফাউন্ডেশনের দুই সংগঠন ঐক্যের প্রক্রিয়া চলছে। দুই সপ্তাহ আগেও এব্যাপারে দুই সংগঠনের একাধিক কর্মকর্তার সাথে কথা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনস্থলে গত শীত মওসুমে বাংলাদেশে কম্বল বিতরণের হিসাব ও বিভিন্ন জেলায় কম্বল বিতরনের সচিত্র চিত্র প্রদর্শনী করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবররের কাটিংও স্থান পায়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নর্থ বেঙ্গল ফাউন্ডেশ’র সাংবাদিক সম্মেলন : শেখ হাসিনার সরকারের কাছে ১০ দফা দাবী

প্রকাশের সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক: বাংলাদেশের উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে কাছে ১০ দফা দাবী জানোনো হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দাবীগুলো জানানো হয়।
সিটির জ্যাকসন হাইটস্থ ইত্যাদি কাবাব এন্ড গ্রিল পার্টি হলে গত ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় আয়োজিত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলনে ১০ দফা দাবী-দাওয়া সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান খান তনুর পরিচালনায় সাংবাদিক সম্মেলনে সভাপতি ছাড়াও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মকর্তা ও নেতৃবৃন্দের মধ্যে উপদেষ্টা আনোয়ার হোসেন ও জহুরুল ইসলাম টুকু, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, মোস্তাকুর রহমান রিজভী, ডা. মো: আ: লতিফ, ও ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ, সহ সাধারন সম্পাদক মোজাফফর হোসেন ও শাহানা বেগম রিনা, কোষাধ্যক্ষ আবু তাহের, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এম এ মজিদ আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার গিনি, সাংস্কৃতিক সম্পাদক ডা. নার্গিস রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহর খান, অন্যতম সদস্য মোতাহার হোসেন, শাহ এম নওরেজ, শমশের আলী প্রমুখ ছাড়াও আরও উপস্থিত ছিলেন নাটোর প্রতিনিধি আক্কাস আলী, মিসেস স্বপ্না খান, প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, আফরোজা বেগম রোজী, রাজীবুল ইসলাম রাজীব, রেজাউল হক লিটন সরকার ও আল আমিন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য হাসানুজ্জামান হাসান বলেন: নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক হাঁটি হাঁটি পা পা করে ৫ বছর পেরিয়েছে, ফাউন্ডেশনের বয়স। আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক স্টেটে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন গৃহিত হয়েছিলো ২০১০ সালের ৮ অক্টোবর। যদিও তার আগেই এর যাত্রা শুরু হয়েছিলো। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সকলের অকৃত্রিম সহযোগীতায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এই প্রবাসে তথা উত্তর আমেরিকায় নিজেদের স্থান করে নিয়েছে আপন মহিমায়।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সূচনা লগ্ন থেকে আজ অবধি যারা এর কার্যক্রমকে এগিয়ে নিতে পরোক্ষ এবং প্রতক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ১৪ বছর আগে নিউইয়র্কে সংঘটিত ৯/১১-এর ঘটনায় নিহত এবং প্রিয় জন্মভমি বাংলাদেশে ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এ পর্যন্ত দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়: প্রতিবছর শীত মওসুমে নিউইয়র্কে সবার সহযোগিতায় রাস্তায় তীব্র শীতে দাঁড়িয়ে থেকে নগদ অর্থ সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্বল সহ শীতবস্ত্র বিতরন করি। যা দেশে সহ প্রবাসে ব্যাপক সাড়া জাগিয়েছে। অর্থের দিক থেকে বা কম্বল বিতরনের সংখ্যার দিক থেকে তা অনেক নগন্য হলেও মানবতার দিক থেকে তা অসামান্য,অতুলনীয়। এই মহান কাজে সহযোগিতার জন্য নিউইয়র্ক থেকে প্রকাশিত সকল সাপ্তাহিক পত্রিকার প্রকাশকসহ সম্পাদকক ও জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়: নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আর্ত মানবতার পাশাপাশি ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে পানি সম্পদের সমসা ও সমাধান’ সহ ‘উত্তরবঙ্গে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা’ শীর্ষক বিভিন্ন সেমিনারের আয়োজন করে সকলের প্রশংসা কুড়িয়েছে। চিত্ত বিনোদনের জন্যে বার্ষিক বনভোজন ও মিলনমেলা, মাদারস ডে’ পালন, মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতিবছর ইফতার মাহফিল সহ ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর মাধমে অমর একুশে আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠান করে নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় নিজেদের স্থান করে নিতে সক্ষম হয়েছে। ভবিষতে যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার করছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন।
হাসানুজ্জামান হাসান বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উত্তরবঙ্গ। যেখানে অর্থনীতির বুনিয়াদ গ্রোথিত। ধন-ধান্যে-পুস্পে ভরা উত্তরবঙ্গের মানুষ অনাদীকাল ধরে কেবল বঞ্ছিত হয়ে আসছে। আমরা ১৩ টি জেলার মানুষ চাষের মৌসুমে পানির ন্যয্য হিস্যা পাই না। গ্যাস পাইনা। পর্যাপ্ত বিদ্যূত পাই না।কৃষিতে কাংখিত ভর্তুকী পাই না। ফসলের ন্যয্য দাম পাই না। আমাদের মৌসুমি ফসল সংরক্ষনে সরকারের আন্তরিক সহযোগিতা পাই না। এই প্রেক্ষিতে আজ সময় এসেছে আমাদের ন্যায্য হিস্যা আদায়ের দাবি জোরালো কন্ঠে তুলে ধরার।
আমরা সরকারের কাছে দাবীগুলো পেশ করছি।
১) অবিলম্বে ‘নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক’ রুটে বাংলাদেশ বিমান চালু করা হোক।
২) উত্তরবঙ্গে বিশেষ অর্থনেতিক জোন গঠন করা হোক।
৩) তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বাস্তবায়নের জন্যে জাতিসংঘের মাধ্যমে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হউক।
৪) প্রবাসীদের বিনিয়োগের সুবির্ধার্থে সরকারী এবং বেসরকারী প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নির্দিষ্ট ফান্ড গঠন করা হউক। এজন্য বাংলাদেশ ব্যাংক সকল সরকারী ও বেসরকারী ব্যাংকে বাধ্যতামলক ব্যাবস্থা নিতে উদ্যোগে নিতে পারে।
৫) বাংলাদেশে রেমিটেন্স প্রদানকারী প্রতিটি নাগরীককে বিশেষ মর্যাদা সহ যারা বাংলাদেশে বিনিয়োগ করেছেন তাদের সবাইকে ভিআইপি মর্যাদা দেয়া হোক। এতে করে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন।
৬) উত্তরবঙ্গের বন্ধ সকল সরকারী ও বেসরকারী কলকারখানালো অবিলম্বে চালুর দাবী।
৭) উত্তরবঙ্গের সমানুপাত অনুসারে গাস সংযোগের দাবী জানাচ্ছি।
৮) উত্তর বঙ্গের জন সরকার প্রদত্ত কৃষি ঋণ, শিল্প ঋণ এর বরাদ্দ অর্থ প্রায়ই বিতরন না হয়ে ঢাকায় ফেরৎ যায় বলে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারকে আরও শহজ শর্তে এইসব অঞ্চলে ঋণ প্রদান কর্মসচী গ্রহনের আহ্বান জানাই।
৯) উত্তর বঙ্গের পদ্মা নদী, বড়াল নদী, আত্রাই, করতোয়া, ইছামতি সহ বন্ধ প্রায় নদী সমহ পুনরুজ্জীবন, জলাধার হিসেবে ববহার ও বেআইনী দখল বন্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।
১০) দেশে গিয়ে প্রবাসীদের জায়গা জমি বেদখলসহ অর্থ আত্মসাৎ বা ববসার ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানি থেকে রক্ষা কল্পে স্থানীয় প্রশাসন কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের মনিটরিং ও জরুরী আদেশ নির্দেশের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
সবশেষে হাসানুজ্জামান হাসান বলেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন উত্তরবঙ্গের ১৬টি জেলার মানুষের একটি প্লাটফর্ম। মাতৃভমি ছেড়ে সাত সাগর তের নদীর এপারে এই দুরদেশে বাস করছি, আমাদের অবয়ব, প্রকরণ, জীবনাচার এক না হলেও আমরা চেয়েছি একটি ‘যুথবদ্ধ পরিবার’।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাসির আলী খান পল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফলকালীন সময়ে তাঁর সাথে সাক্ষাৎ করে উত্তরবঙ্গ ফাউন্ডের দাবী-দাওয়া উপস্থাপন করার উদ্যোগ চলছে। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা হচ্ছে।
ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মসূচী সম্পর্কিত বার্তা সংস্থা ইউএনএ’র এক প্রশ্নের উত্তরে পল খান বলেন, মানুষের সেবার পাশাপাশি উত্তরবঙ্গে স্থায়ী শেল্টার ভবন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। যে ভবনে বন্যার্ত আর শীতার্ত মানুষ সাময়িকভাবে আশ্রয়ের সুযোগ পাবে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের কর্মকান্ড শুধু উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নেই গত বছর সিলেট ও খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা উত্তরবঙ্গের বাইরেও দেশের মানুষদের সেবা দিতে চাই।
অপর এক প্রশ্নের জবাবে হাসানুজ্জামান হাসান বলেন, আমরা নিজেদের কষ্টার্জিত অর্থে সংগঠন পরিচালনা করি। তাই সংগঠনের অর্থ আতœসাৎ বা কম্বল বিতরণে স্বজন প্রীতির প্রশ্নই উঠে না।
উদেষ্টা আনোয়ার হোসেন বলেন, গত মাসে নিজের অর্থে উত্তরাঞ্চলের গরীবদের মাঝে দুই লাখ টাকার চাল, সেমাই বিতরণ করা হয়েছে।
বিভক্ত ফাউন্ডেশন ঐক্যবদ্ধ করা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পল খান বলেন, ফাউন্ডেশনের দুই সংগঠন ঐক্যের প্রক্রিয়া চলছে। দুই সপ্তাহ আগেও এব্যাপারে দুই সংগঠনের একাধিক কর্মকর্তার সাথে কথা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনস্থলে গত শীত মওসুমে বাংলাদেশে কম্বল বিতরণের হিসাব ও বিভিন্ন জেলায় কম্বল বিতরনের সচিত্র চিত্র প্রদর্শনী করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবররের কাটিংও স্থান পায়।