ধর্মীয় আবেশে বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত : পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন
- প্রকাশের সময় : ১০:৪৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০১৫
- / ১১৩৫ বার পঠিত
নিউইয়র্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে চমৎকার আয়োজন আর ধর্মীয় আবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র বার্ষিক ইফতার মাহফিল। গত ৫ জুলাই রোববার ওজনপার্কের ক্রীষ্টাল প্যালেসে এই মাহফিলের আয়োজন করা হয়। এদিকে সমিতির নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। খবর ইউএনএ’র।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। মাহফিলে উপস্থিত সুধীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা মাহফিলে যোগদানকারী সুধীদের স্বাগত জানান। মাহফিলের দোয়ায় সমিতির সার্বিক কল্যাণ সহ দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।
সিলেটের প্রবাসী বিয়ানীবাজারবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন এই সমিতির ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সমিতির উপদেষ্টা আব্দুস শক্কুর, শামছুদ্দিন, সাবেক উপদেষ্টা আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কপিল, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আতাউর রহমান সেলিম ও যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরী, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, বিশিষ্ট বিয়ানীবাজারবাসী একলিমুজ্জামান নুনু, মুজিব আহমেদ তোতা, মাসুদুল হক ছানু, আজিজুর রহমান পাখি, মোস্তফা কামাল, গোলাম মর্তুজা, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।
সমিতির ইফতার মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন গৌছ খান, মোহাম্মদ আই জহিরুল, হেলিম উদ্দিন, মোহাম্মদ আমিনুল হোসেন, আহমদ মুস্তাফা, রোহান শাহিন, নজরুল ইসলাম, মোহাম্মদ জয়নুল হক, ফাহমিদা আক্তার, নুরুল ইসলাম, বাজার উদ্দিন, মোহাম্মদ এ আহাদ, সহিদুল ইসলাম দুখু, আব্দুস শাকুর খান মাখন, হাফিজুর রহমান, আব্দুস সবুর, আমিনুল হোসেন ও জাকির হোসেন।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন: এদিকে বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশন গঠন হয়েছে। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। গত ৩ জুলাই শুক্রবার সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সভায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। সভায় আগামী ২৬ জুলাইয়ের মধ্যে সংগঠনের ভোটার সংগ্রহ করার শেষ দিন ধার্য করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান আনোয়ার হোসেন। এছাড়া আরো চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। তারা হলেন, মোস্তফা কামাল, কামাল হোসেন (ফয়জুল হক), আবুল হোসেন ও সাংবাদিক রিজু মোহাম্মদ।
যৌথ সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হালিম আহমদ পাখি, হাজী মোহাম্মদ শামসুল ইসলাম, আছাব উদ্দিন, আব্দুস শুক্কুর ও শামস উদ্দিন এবং সংগঠনের সভাপতি আজিমুর রহমান বুরহান ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল।
সভায় প্রবাসের সকল বিয়ানীবাজারবাসীকে ভোটার অন্তূর্ভক্ত এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নবগঠিত নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।