নিউইয়র্ক ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুর্বৃত্তের হামলায় শিল্পী আব্দুল আলীম আহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫
  • / ৭৭৬ বার পঠিত

নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ, সঙ্গীত শিল্পী আবদুল আলীম দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৫ আগষ্ট শনিবার ভোররাত ৩টায় ওজনপার্কের ৯৫ এভিনিউতে।
আব্দুল আলীমের ভাই মোহাম্মদ আবদুল মতিন জানান, প্রতিদিনের কাজ শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। ভোর ৩টার কিছু আগে তিনি ওজনপার্কের ১০১ এভিনিউ সাবওয়ে স্টেশনে নেমে বাসার দিকে হাঁটছিলেন। সাবওয়ের পাশে থেকেই তিনজন আফ্রিকান-আমেরিকান তাকে অনুসরণ করলেও তিনি তেমন গুরুত্ব দেননি। হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসলে পেছন থেকে একজন এসে তার পথ রোধ করে দাঁড়ায় এবং মানিব্যাগ, সেলফোন ইত্যাদি দিয়ে দিতে বলে। তিনি কালবিলম্ব না করে এগুলো তার হাতে তুলে দেন। এমন সময় পেছন থেকে আরো দু’জন এসে আগের লোকটির সাথে মিলিত হয়ে তিনজন মিলে তাকে বেধড়ক পেটাতে থাকে। একসময় আলীম অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
এ সময় আলীমের একজন প্রতিবেশী আমেরিকান ভদ্রলোক ব্যাপারটি দেখতে পেয়ে পুলিশকে কল দেন। পুলিশ এসে তাকে দ্রুত নিয়ে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। পরদিন রোববার বিকালে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন।
এ ব্যাপারে স্থানীয় প্রিসিংকেটে মামলা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। উল্লেখ্য, সিলেট জেলার বিয়ানীবাজারের অধিবাসী আবদুল আলীম দীর্ঘদিন যাবৎ ওজনপার্কে বসবাস করছেন। ৬ ভাই ২ বোনের মধ্যে এক বোন কানাডায় থাকেন। বাকিদের সবাই নিউইয়র্কে বসবাস করছেন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

দুর্বৃত্তের হামলায় শিল্পী আব্দুল আলীম আহত

প্রকাশের সময় : ০৫:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫

নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ, সঙ্গীত শিল্পী আবদুল আলীম দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৫ আগষ্ট শনিবার ভোররাত ৩টায় ওজনপার্কের ৯৫ এভিনিউতে।
আব্দুল আলীমের ভাই মোহাম্মদ আবদুল মতিন জানান, প্রতিদিনের কাজ শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। ভোর ৩টার কিছু আগে তিনি ওজনপার্কের ১০১ এভিনিউ সাবওয়ে স্টেশনে নেমে বাসার দিকে হাঁটছিলেন। সাবওয়ের পাশে থেকেই তিনজন আফ্রিকান-আমেরিকান তাকে অনুসরণ করলেও তিনি তেমন গুরুত্ব দেননি। হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসলে পেছন থেকে একজন এসে তার পথ রোধ করে দাঁড়ায় এবং মানিব্যাগ, সেলফোন ইত্যাদি দিয়ে দিতে বলে। তিনি কালবিলম্ব না করে এগুলো তার হাতে তুলে দেন। এমন সময় পেছন থেকে আরো দু’জন এসে আগের লোকটির সাথে মিলিত হয়ে তিনজন মিলে তাকে বেধড়ক পেটাতে থাকে। একসময় আলীম অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
এ সময় আলীমের একজন প্রতিবেশী আমেরিকান ভদ্রলোক ব্যাপারটি দেখতে পেয়ে পুলিশকে কল দেন। পুলিশ এসে তাকে দ্রুত নিয়ে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। পরদিন রোববার বিকালে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন।
এ ব্যাপারে স্থানীয় প্রিসিংকেটে মামলা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। উল্লেখ্য, সিলেট জেলার বিয়ানীবাজারের অধিবাসী আবদুল আলীম দীর্ঘদিন যাবৎ ওজনপার্কে বসবাস করছেন। ৬ ভাই ২ বোনের মধ্যে এক বোন কানাডায় থাকেন। বাকিদের সবাই নিউইয়র্কে বসবাস করছেন। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)