নিউইয়র্ক ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘দিদার-কামরুল’ প্যানেলের পরিচিতি সভায় সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধুত্ব ও ঐক্য গড়ে তোলার উপর গুরুত্বারোপ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫
  • / ৮০১ বার পঠিত

নিউইয়র্ক: জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবিএ)-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘দিদার-কামরুল’ প্যানেলের প্রার্থী পরিচিতি সভা ১১ ডিসেম্বর শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জেবিবিএ’র কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচন আগামী ২০ ডিসেম্বর রোববার।
‘দিদার-কামরুল’ প্যানেলের শ্লোগান হচ্ছে ‘যোগ্য নেতৃত্ব সংগঠনকে গতিশীল করে, গতিশীল সংগঠন নেতৃত্ব সৃষ্টি করে’। এই প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আবুল ফজল দিদারুল ইসলাম, সহ সভাপতি- শাহ নেওয়াজ ও মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক- কামরুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক- ফাহাদ সোলায়মান, কোষাধ্যক্ষ- মোহাম্মদ সেলিম হারুন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক- শাকিল মিয়া, দপ্তর সম্পাদক- মাহমুদ হোসেন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাজ্জাদ হোসাইন, সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- রাসেদ আহমেদ। কার্যকরী পরিষদ সদস্য- মোশাররফ হোসেন, মোহাম্মদ আলম, সেবুল দেবনাথ, বাচ্চু ও মোহাম্মদ হাসান।
এনআরবি জানায়, ‘দিদার-কামরুল’ প্যানেলের পরিচিতি সভায় এই প্যানেলের নির্বাচনী ইশতেহারে জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে: জ্যাকসন হাইটসের সকল বাংলাদেশী ব্যবসায়ীর মধ্যে অধিকতর সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধুত্ব ও ঐক্য গড়ে তোলা। সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে কর্মসূচী প্রণয়ন, জেবিবিএ’র নিজস্ব অফিস স্থাপন, ক্রেতাদের সুবিধার্থে জ্যাকসন হাইটস এলাকায় অধিক পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা করা, নতুন ব্যবসায়ীদের সহযোগিতা করা, যারা ব্যবসা করতে চান তাদের সঠিক পথনির্দেশনা দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য ‘ট্যাক্স ল’ এন্ড বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালার আয়োজন করা, নিউইয়র্ক সিটি ও স্টেট এজেন্সি এবং জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের মাঝে সেতুবন্ধন সুদৃঢ় করা এবং স্থানীয় কমিউনিটি বোর্ড, এলাকাবাসী ও মূলধারার ব্যবসায়ীদের সাথে জেবিবিএ’র সম্পর্ক জোরদার করা, প্রতিবছর পথমেলা, ট্রেড শো, বনভোজন, ইফতার পার্টি, আমেরিকা ও বাংলাদেশের জাতীয় দিবস পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বৈশাখী মেলার আয়োজন করা, জ্যাকসন হাইট্স-এ বাংলাদেশ সেন্টার স্থাপন এবং এলাকার পরিচ্ছন্নতা ও ক্রেতাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, জেবিবিএ’র সদস্যদের মৃত্যু হলে ফিউনারেলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা। নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেবিবিএ’র সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, সাবেক উপদেষ্টা মহসীন ননী, হারুন ভূঁইয়া, গিয়াস মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার সোহাগ আজম, সাবেক সহ-সভাপতি কাজী শামসুদ্দোাহা, সাবেক কোষাধ্যক্ষ ফিরোজ মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাবেক কার্যকরী সদস্য জে মোল্লা সানী, দিদার-কামরুল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সবুর হোসাইন জাহাঙ্গীর, ইত্যাদি গ্রুপের কর্ণধার আবু নোমান শাকিল, জ্যাকসন হাইটস মার্চেন্ট এসোসিয়েশনের পরিচালক অমিত শর্মা মনু, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, পিরান ফ্যাশনের কর্ণধার ও জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক এম আলম নমি, মোহাম্মদ পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে এই প্যানেলের সভাপতি প্রার্থী আবুল ফজল দিদারুল ইসলাম জেবিবিএ’র আসন্ন নির্বাচনে দিদার-কামরুল পরিষদকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, নতুন ও পুরাতনদের সমন্বয়ে দিদার-কামরুল পরিষদ গঠন করা হয়েছে। তিনি অতীতের অভিজ্ঞতা ও সবার পরামর্শক্রমে জেবিবিএকে শক্তিশালী সংগঠনে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

‘দিদার-কামরুল’ প্যানেলের পরিচিতি সভায় সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধুত্ব ও ঐক্য গড়ে তোলার উপর গুরুত্বারোপ

প্রকাশের সময় : ০৭:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫

নিউইয়র্ক: জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবিএ)-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘দিদার-কামরুল’ প্যানেলের প্রার্থী পরিচিতি সভা ১১ ডিসেম্বর শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জেবিবিএ’র কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচন আগামী ২০ ডিসেম্বর রোববার।
‘দিদার-কামরুল’ প্যানেলের শ্লোগান হচ্ছে ‘যোগ্য নেতৃত্ব সংগঠনকে গতিশীল করে, গতিশীল সংগঠন নেতৃত্ব সৃষ্টি করে’। এই প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আবুল ফজল দিদারুল ইসলাম, সহ সভাপতি- শাহ নেওয়াজ ও মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক- কামরুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক- ফাহাদ সোলায়মান, কোষাধ্যক্ষ- মোহাম্মদ সেলিম হারুন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক- শাকিল মিয়া, দপ্তর সম্পাদক- মাহমুদ হোসেন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাজ্জাদ হোসাইন, সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- রাসেদ আহমেদ। কার্যকরী পরিষদ সদস্য- মোশাররফ হোসেন, মোহাম্মদ আলম, সেবুল দেবনাথ, বাচ্চু ও মোহাম্মদ হাসান।
এনআরবি জানায়, ‘দিদার-কামরুল’ প্যানেলের পরিচিতি সভায় এই প্যানেলের নির্বাচনী ইশতেহারে জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে: জ্যাকসন হাইটসের সকল বাংলাদেশী ব্যবসায়ীর মধ্যে অধিকতর সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধুত্ব ও ঐক্য গড়ে তোলা। সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে কর্মসূচী প্রণয়ন, জেবিবিএ’র নিজস্ব অফিস স্থাপন, ক্রেতাদের সুবিধার্থে জ্যাকসন হাইটস এলাকায় অধিক পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা করা, নতুন ব্যবসায়ীদের সহযোগিতা করা, যারা ব্যবসা করতে চান তাদের সঠিক পথনির্দেশনা দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য ‘ট্যাক্স ল’ এন্ড বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালার আয়োজন করা, নিউইয়র্ক সিটি ও স্টেট এজেন্সি এবং জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের মাঝে সেতুবন্ধন সুদৃঢ় করা এবং স্থানীয় কমিউনিটি বোর্ড, এলাকাবাসী ও মূলধারার ব্যবসায়ীদের সাথে জেবিবিএ’র সম্পর্ক জোরদার করা, প্রতিবছর পথমেলা, ট্রেড শো, বনভোজন, ইফতার পার্টি, আমেরিকা ও বাংলাদেশের জাতীয় দিবস পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং বৈশাখী মেলার আয়োজন করা, জ্যাকসন হাইট্স-এ বাংলাদেশ সেন্টার স্থাপন এবং এলাকার পরিচ্ছন্নতা ও ক্রেতাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, জেবিবিএ’র সদস্যদের মৃত্যু হলে ফিউনারেলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা। নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেবিবিএ’র সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, সাবেক উপদেষ্টা মহসীন ননী, হারুন ভূঁইয়া, গিয়াস মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার সোহাগ আজম, সাবেক সহ-সভাপতি কাজী শামসুদ্দোাহা, সাবেক কোষাধ্যক্ষ ফিরোজ মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাবেক কার্যকরী সদস্য জে মোল্লা সানী, দিদার-কামরুল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সবুর হোসাইন জাহাঙ্গীর, ইত্যাদি গ্রুপের কর্ণধার আবু নোমান শাকিল, জ্যাকসন হাইটস মার্চেন্ট এসোসিয়েশনের পরিচালক অমিত শর্মা মনু, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, পিরান ফ্যাশনের কর্ণধার ও জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক এম আলম নমি, মোহাম্মদ পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে এই প্যানেলের সভাপতি প্রার্থী আবুল ফজল দিদারুল ইসলাম জেবিবিএ’র আসন্ন নির্বাচনে দিদার-কামরুল পরিষদকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, নতুন ও পুরাতনদের সমন্বয়ে দিদার-কামরুল পরিষদ গঠন করা হয়েছে। তিনি অতীতের অভিজ্ঞতা ও সবার পরামর্শক্রমে জেবিবিএকে শক্তিশালী সংগঠনে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।