ট্যাক্স রিটার্ণে আপনার চ্যারিটেবল কনট্রিবিউশন
- প্রকাশের সময় : ০৪:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫
- / ১০৭৮ বার পঠিত
নিউইয়র্ক: আপনি কি আপনার পছন্দ করা অথবা আপনার প্রিয় চ্যারিটিতে ক্যাশ মানি দান করেছিলেন? আপনি এর মধ্যে কোন উইকেন্ডে (শনি/ রবিবার) আপনার গ্যারেজ অথবা বেসমেন্ট পরিস্কার করে স্থানীয় চ্যারিটিকে আইটেমগুলো দান করেছিলেন? চ্যারিটেবল কনট্রিবিউশন ট্যাক্স ডিডাকটেবল হতে পারে তবে অবশ্যই আপনাকে পেপার রেকর্ড রাখতে হবে। তবে, যে প্রতিষ্ঠানকে আপনি অনুদান দিবেন সেটার অবশ্যই বৈধতা থাকতে হবে। আপনার পেপার রেকর্ডই আপনার ডিডাকশনকে সাপোর্ট করবে।
চ্যারিটেবল ক্যাশ অনুদান ডিডাক করতে হলে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক রেকর্ড অথবা লিখিত পেপার যেটাতে চ্যারিটির নাম, তারিখ এবং কত কনট্রিবিউশন উল্লেখ থাকতে হবে। গ্রহনযোগ্য ব্যাঙ্ক রেকর্ড, ফেরৎ দেওয়া চেক অথবা ক্রেডিট ইউনিয়ন ষ্টেটমেন্ট চ্যারিটির এবং এমাউন্ট কত- তা থাকতে হবে।
আগের রুলের আওতায় যেমন নিজস্ব ব্যাঙ্ক রেজিষ্টার, ডাইরী বা নোট বই যেটাতে আপনি দান করার সময় লিখে রেখেছিলেন সেটা আপনি ক্যাশ ডোনেশন এর সময় প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারতেন কিন্তু এখন পার্সোনাল রেকর্ড পর্যাপ্ত না।
এখানে কিছু টিপস সংযোজন করা হয়েছে সেটা ২০১৪ সালের চ্যারিটিবল অনুদানে ফেডারেল ট্যাক্স রিটার্ণে ডিডাকশন পেতে সাহায্য করবে।
* চ্যারিটেবল ডিডাকশন তখনই হবে যদি আপনি আইটেমাইজড ডিডাকশন ফর্ম ১০৪০ ব্যবহার করেন।
* অনুদান অবশ্যই গ্রহনযোগ্য অর্গানাইজেশন (প্রতিষ্ঠান) দিতে হবে।
* ব্যবহার করা কাপড়, বাড়ীর আসবাব পত্র আইটেম (যেমন: ফার্নিচারস), লিনিন (যেমন: বিছানার চাদর, পর্দা, টেবিলের চাদর ইত্যাদি); এ্যাপারেলস গৃহস্থালীতে ব্যবহৃত ছোটখাটো যন্ত্রপাতি এগুলো দান করা যেতে পারে।
* দানের জিনিষ বা আইটেমগুলো অবশ্যই ভালো অবস্থায় থাকতে হবে।
* ভেহিকেল ডোনেশন (গাড়ীর ডোনেশন) গাড়ীর ডোনেশন এটা স্পেশাল রুলের মধ্যে পড়ে।
* চ্যারিটেবেল আইটেম এর মূল্য যদি ২৫০ ডলার অথবা তার বেশী হয় তবে আপনাকে (কোয়ালিফাইড অর্গানাইজশন) গ্রহনযোগ্য প্রতিষ্ঠান থেকে (একোনজেলমেন্ট) লিখিত রশিদ লাগবে।
* যদি অনুদান ৫০০ ডলার এর বেশী ডিডাক করতে হয় তবে আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করে সংযোজিত করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্যে সাউথ ইষ্ট ইউএসএ গ্রুপ; ফোন: ৯১৭-৫৬৬-১৬১২, ৭১৮-৬৩৯-৬২০৭ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। (সাপ্তাহিক বাাংলা পত্রিকা)