কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসো:নির্বাচনী তফসিল ঘোষণা
- প্রকাশের সময় : ০৯:৪৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬
- / ৫৬৩ বার পঠিত
নিউইয়র্ক: কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ ইন্্ক’র নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সংগঠনের ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০১৭-২০১৯) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যেই ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন- আশীষ রঞ্জন ভৌমিক (প্রধান নির্বাচন কমিশনার), ডা. মোহাম্মদ নুর আলম ছিদ্দিক (মুন্না), শেখ হুমায়ুন কবির (ছুট্টি), মোহসিনুর রহমান খান (সবুজ) ও জয়নাল আবেদীন মাহমুদ।
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল মোতাবেক ১৩-১৪ আগষ্ট মনোনয়নপত্র বিতরণ (রাত ৮-১০টা), ২১ আগষ্ট মনোনয়নপত্র দাখিল (রাত ৮টা-১০টা), ২২-২৩ আগষ্ট মনোনয়নপত্র বাছাই (রাত ৭টা-সাড়ে ৯টা), ২৩ আগষ্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ (রাত ১০টা), ২৭ আগষ্ট প্রার্থীতা প্রত্যাহার (রাত ৮টা-১০টা), ২৮ আগষ্ট চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ (রাত ৯টা), এবং ২৫ সেপ্টেম্বর রোববার ভোট গ্রহণের (সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা) দিন ধার্য করা হয়েছে। নির্বাচনী কর্মকান্ড ব্রুকলীনস্থ এসোসিয়েশন কার্যালয় থেকে পরিচালিত এবং ভোট গ্রহণের স্থান পরবর্তীতে জানানো হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। নির্বাচনী তফসিলের সাথে কমিশন নির্বাচন সংক্রান্ত আইন-কানুনও প্রকাশ করেছে।
এদিকে সমিতি সূত্রে জানা গেছে এবার কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভোটার হচ্ছেন ১৭৩৫ জন।