বিজ্ঞাপন :
‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন’র স্কুল সাপ্লাই বিতরণী অনুষ্ঠান ২৭ আগষ্ট

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:১৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
- / ৫৭৩ বার পঠিত
নিউইয়র্ক: গত বছরের মতো এবছরও নিউইয়র্ক সিটির আগামী শিক্ষা বছরের শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করবে সামাজিক সংগঠন ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’। এ উপলক্ষ্যে আগামী ২৭ আগষ্ট শনিবার বিকেলে জ্যামাইকার পারসন্স বুলেভার্ডস্থ কাঠালবাগান রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও কমিউনিটি বোর্ড মেম্বার এডভোকেট এন. মজুমদার।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীদের মাঝে ‘স্কুল সাপ্লাই’ বিতরণের মধ্য দিয়ে ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’র আতœ প্রকাশ ঘটে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিউইয়র্কের জ্যামকাইকায় বসবাসকারী আলী হোসেন ঢাকার কেরানীগঞ্জের সন্তান।