নিউইয়র্ক ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এনএবিসি কনভেনশন ২৯তম না সপ্তম?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
  • / ৬৮৬ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো বিভক্তির ফোবানা কনভেনশন। ফেডারেশন এসোসিয়েশন অব বাংলাদেশীস ইন নর্থ আমেরিকা (ফোবানা) কনভেনশনের একটি হলো হলো নিউইয়র্কের জ্যামাইকাস্থ ইয়র্ক কলেজের পারফর্মিং আর্ট সেন্টার মিলনায়তনে। এই কনভেনশনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ লীগ অব আমেরিকা। অপর কনভেনশন অনুষ্ঠিত হয় কানাডার টরেন্টোস্থ পার্কওয়ে শেরাটন হোটেলে। এই কনভেনশনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ এসোসিয়েশন (এস. সি)। অপরদিকে এনএবিসি নর্থ আমেরিকা-বাংলাদেশ সম্মেলনও অনুষ্ঠিত হলো নিউইয়র্কের ম্যানহাটানস্থ পেন প্লাজা প্যাভিলিয়নে। এর আয়োজক সংগঠন ছিলো ইউএস বাংলা এসোসিয়েশন অব নিউইয়র্ক ইনক।
ইতিহাস বলে: এবারের ফোবানা কনভেনশন হচ্ছে ২৯তম কনভেনশন। এনিয়ে কারো কোন প্রশ্ন না থাকলেও বিভক্ত ফোবানা নিয়ে নানা প্রশ্ন রয়েছে কমিউনিটিতে। ১৯৮৬ সালে ফোবানা কনভেনশন-এর যাত্রা শুরু। ওয়াশিংটন ডিসিতে জন্ম নেয়া ফোবানা’র প্রথম কনভেনশনও হয় ওয়াশিংটনে। পক্ষান্তরে এবারের এনএবিসি কনভেনশন কত তম এনিয়েও কমিউনিটিতে প্রশ্ন উঠেছে। ফোবানা’র আদলে নিউইয়র্কে জন্ম নেয়া এবিসি কনভেনশন (আমেরিকা-বাংলাদেশ-কানাডা কনভেনশন)-এর যাত্রা শুরু হয় ২০০৯ সালে। এই এবিসি কনভেনশন পরবর্তীতে এনএবিসি (নর্থ আমেরিকা-বাংলাদেশ-কানাডা) কনভেনশনে রূপান্তরিত হয়। সেই হিসেবে এবারের এনএবিসি কনভেশন সপ্তম তম হওয়ার কথা, ২৯তম নয়। এব্যাপারে এনএবিসি কনভেনশনের শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে কোন সুদুত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এবারের নিউইয়র্ক ফোবানা কনভেনশনের শ্লোগান ছিলো ‘হৃদয়ে আকাশ প্রবাসে বাঙালী’, টরেন্টো ফোবানা কনভেনশনের শ্লোগান ছিলো ‘অনুভবে চেতনায় আমাদের বাংলাদেশ’ আর এনএবিসি কনভেনশনের শ্লোগান ছিলো ‘প্রবাসে বাংলাদেশ’। বিভক্ত তিন কনভেনশনের মূল থিমে উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র-কানাডা) বাংলাদেশ-বাঙালী থাকলেও এই কনভেনশনের নামে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের বিভক্ত করা হচ্ছে-এমন অভিযোগ সচেতন প্রবাসীদের। তাদের প্রশ্ন এই বিভক্তির শেষ কোথায়?

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

এনএবিসি কনভেনশন ২৯তম না সপ্তম?

প্রকাশের সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো বিভক্তির ফোবানা কনভেনশন। ফেডারেশন এসোসিয়েশন অব বাংলাদেশীস ইন নর্থ আমেরিকা (ফোবানা) কনভেনশনের একটি হলো হলো নিউইয়র্কের জ্যামাইকাস্থ ইয়র্ক কলেজের পারফর্মিং আর্ট সেন্টার মিলনায়তনে। এই কনভেনশনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ লীগ অব আমেরিকা। অপর কনভেনশন অনুষ্ঠিত হয় কানাডার টরেন্টোস্থ পার্কওয়ে শেরাটন হোটেলে। এই কনভেনশনের আয়োজক সংগঠন ছিলো বাংলাদেশ এসোসিয়েশন (এস. সি)। অপরদিকে এনএবিসি নর্থ আমেরিকা-বাংলাদেশ সম্মেলনও অনুষ্ঠিত হলো নিউইয়র্কের ম্যানহাটানস্থ পেন প্লাজা প্যাভিলিয়নে। এর আয়োজক সংগঠন ছিলো ইউএস বাংলা এসোসিয়েশন অব নিউইয়র্ক ইনক।
ইতিহাস বলে: এবারের ফোবানা কনভেনশন হচ্ছে ২৯তম কনভেনশন। এনিয়ে কারো কোন প্রশ্ন না থাকলেও বিভক্ত ফোবানা নিয়ে নানা প্রশ্ন রয়েছে কমিউনিটিতে। ১৯৮৬ সালে ফোবানা কনভেনশন-এর যাত্রা শুরু। ওয়াশিংটন ডিসিতে জন্ম নেয়া ফোবানা’র প্রথম কনভেনশনও হয় ওয়াশিংটনে। পক্ষান্তরে এবারের এনএবিসি কনভেনশন কত তম এনিয়েও কমিউনিটিতে প্রশ্ন উঠেছে। ফোবানা’র আদলে নিউইয়র্কে জন্ম নেয়া এবিসি কনভেনশন (আমেরিকা-বাংলাদেশ-কানাডা কনভেনশন)-এর যাত্রা শুরু হয় ২০০৯ সালে। এই এবিসি কনভেনশন পরবর্তীতে এনএবিসি (নর্থ আমেরিকা-বাংলাদেশ-কানাডা) কনভেনশনে রূপান্তরিত হয়। সেই হিসেবে এবারের এনএবিসি কনভেশন সপ্তম তম হওয়ার কথা, ২৯তম নয়। এব্যাপারে এনএবিসি কনভেনশনের শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে কোন সুদুত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এবারের নিউইয়র্ক ফোবানা কনভেনশনের শ্লোগান ছিলো ‘হৃদয়ে আকাশ প্রবাসে বাঙালী’, টরেন্টো ফোবানা কনভেনশনের শ্লোগান ছিলো ‘অনুভবে চেতনায় আমাদের বাংলাদেশ’ আর এনএবিসি কনভেনশনের শ্লোগান ছিলো ‘প্রবাসে বাংলাদেশ’। বিভক্ত তিন কনভেনশনের মূল থিমে উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র-কানাডা) বাংলাদেশ-বাঙালী থাকলেও এই কনভেনশনের নামে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের বিভক্ত করা হচ্ছে-এমন অভিযোগ সচেতন প্রবাসীদের। তাদের প্রশ্ন এই বিভক্তির শেষ কোথায়?