ইস্ট হারলেমে ভয়াবহ বিস্কোরণের এক বছর পূর্তি : তদন্ত রিপোর্ট প্রকাশ
- প্রকাশের সময় : ১১:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০১৫
- / ৫৮৬ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ইস্ট হারলেম এলাকার ভয়াবহ বিস্কোরণের এক বছর পুর্তিতে ঘটনা তদন্তের কিছু আলামত ও দলিল প্রকাশ করেছে তদন্তকারী কর্তৃপক্ষ।
সম্প্রতি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড কন এডিশনের কাছ থেকে পাওয়া ঘটনা তদন্তের এসব রিপোর্ট, সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদেও সাক্ষাৎকার প্রকাশ করে। প্রকাশিত এসব রিপোর্ট এবং দালিলীক প্রমাণাদি একাধারে ঘটনার পরবর্তী তদন্তে যেমন কাজে আসবে তেমনি কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল তা জন সাধারণকে জানাতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত বছর মার্চে ইস্ট হারলেমে ঘটে যাওয়া এই ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় দুটি ভবন ধ্বংস হয়। এতে আটজন নিহত হওয়া ছাড়াও কয়েক ডজন মানুষ আহত হন। যার ফলে সিটি কর্তৃপক্ষকে শত মিলিয়ন ডলারের ল’স্যু পরিশোধ করতে হচ্ছে। তবে কন এডিশন ঐ ঘটনার পর থেকে গ্যাস লাইনের পরিদর্শন কার্যক্রম আরো জোরালো করেছে। (টাইম টিভি)