নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক মন্ত্রী ও ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমানের মুক্তি দাবী জানিয়েছেন নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল আজাদ ভূইয়া এবং নিউইয়র্ক সিটি যুবদলের সভাপতি বিলাল চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী।
যুবদল নেতারা এক বিবৃতিতে অবিলম্বে বিএনপি নেতা আমানের নি:শর্ত মুক্তি দাবী জানিয়ে বলেন, মিথ্যা মামলা আর জেল-জুলুমের ভয় দেখিয়ে জাতিয়তাবদী শক্তিকে ধ্বংস করা যাবে না।