অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিলো জেবিবিএ’র নবনির্বাচিত কমিটি
- প্রকাশের সময় : ০৯:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
- / ৭৬৮ বার পঠিত
নিউইয়র্ক: অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিলে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’র (জেবিবিএ) নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসস্থ বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেবিবিএ’র বিদায়ী আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনের অন্যতম সদস্য সাঈদ রহমান মান্নান নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এই সময় আহ্বায়ক কমিটি/নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য যথাক্রমে কাজী মন্টু, এম এম রহমান, পারভেজ কাজী, মাহবুব চৌধুরী ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ‘জিকো-তারেক’ ও ‘দিদার-কামরুল’ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল প্রার্থী, জেবিবিএ’র সাবেক কর্মকর্তা এবং উভয় প্যানেলের এজেন্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রোববার ঐক্যবদ্ধ জেবিবিএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে কার্যকরী কমিটির ১৫ পদের মধ্যে ১৪টি পদের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে কার্যকরী সদস্য পদে ‘জিকো- তারেক’ প্যানেলের লিয়াকত আলী এবং ঋষিধাম চৌধুরী সমান সংখ্যক ১২০ ভোট পাওয়ায় নির্বাচন কমিশন তাদের ফলাফল স্থগিত রাখেন। নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফলে ‘জিকো-তারেক’ প্যানেলের ৬ জন প্রার্থী এবং দিদার- কামরুল প্যানেলের ৮ জন প্রার্থী জয়লাভ করেন। এদিকে লিয়াকত আলী ও ঋষিধাম চৌধুরীর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচন কমিশন গত ২৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে (মেঘনা শপিং সেন্টার) এক জরুরী সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য কাজী মন্টু।
সভায় ‘জিকো-’তারেক প্যানেলের সকল সদস্যকে আমন্ত্রণ জানান হয় এবং অদ্ভূত পরিস্থিতি নিরসনে এই প্যানেলের ১৫ জন সদস্য এবং নির্বাচন কমিশনের ৫ জনকে নিয়ে আবারো ভোটের ব্যবস্থা করা হয়। গোপন ভোটে দুই জন প্রার্থী আবারো সমান সংখ্যক অর্থাৎ ১০টি করে ভোট পান। ফলে টসে দুই প্রার্থীর চুড়ান্ত ভাগ্য নির্ধারণ করা হয়। টসে জয়লাভ করেন মোহাম্মদ লিয়াকত আলী। লিয়াকত আলী ও ঋষিধাম চৌধুরীর পদ নিয়ে অচলাবস্থা কাটার পর নির্বাচন কমিশন জেবিবিএ’র চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ‘জিকো-তারেক’ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি পদে এবং ‘দিদার- কামরুল’ প্যানেল একটি সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদ সহ ৮টি পদে জয় লাভ করেন।
শপথগ্রহণকারী জেবিবিএ’র নব নির্বাচিত কর্মকর্তারা হলেন: সভাপতি- জাকারিয়া মাসুদ জিকো, সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও মোল্লা এম এ মাসুদ, সাধারণ সম্পাদক- তারেক হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক- ফাহাদ রাজভিন সোলায়মান, কোষাধ্যক্ষ- মোহাম্মদ সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক- আতিকুল ইসলাম জাকির, সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ হাসান জিলানী, প্রচার সম্পাদক- সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক- মাহমুদ হোসেন বাদশা এবং কার্যকরী পরিষদ সদস্য- কামরুজ্জামান বাচ্চু, শেখ এম হোসাইন, এস এম এ হাসান, আব্দুল আলিম ও লিয়াকত আলী।
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঈদ রহমান মান্নান। মাহবুব চৌধুরী ও কাজী মন্টুর পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন নির্বাচন কমিশনের সদস্য পারভেজ কাজী, এম এম রহমান, বিদায়ী সভাপতি মহসীন মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান।
অনাড়ম্বর শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজী কাইয়্যুম এবং গীতা থেকে পাঠ করেন সুবল দেব নাথ। অনুষ্ঠানে প্রথমে নব নির্বাচিত কমিটির সভাপতিকে শপথ করান সাঈদ রহমান মান্নান। এর পরই সভাপতি নব নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহসীন মিয়া, আবুল ফজল দিদারুল ইসলাম, পারভেজ কাজী, জাকারিয়া মাসুদ জিকো, তারেক হাসান খান প্রমুখ।
মহসীন মিয়া বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। যারা জয়লাভ করেছেন তাদের অভিনন্দন, যারা পরাজিত হয়েছেন তাদেরও অভিনন্দন। তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন। কারণ নির্বাচনের পর কেউ কারচুপির অভিযোগ আনেননি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এখন সবার দায়িত্ব হবে প্যানেলের কথা বলে ভুলে গিয়ে জেবিবিএ’র স্বার্থে এক হয়ে কাজ করা।
নব নির্বাচিত সভাপতি জাকারিয়া মাসুদ জিকো জেবিবিএ’র নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা যারা নির্বাচন করে জয়ী এবং পরাজিত হয়েছি, তারা সবাই মিলে জেবিবিএকে এগিয়ে নিয়ে যাবো। ভোটারদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবো। আমরা সবাইকে নিয়েই কাজ করবো। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে জেবিবিএ’র নেতৃত্ব একটি মসজিদ প্রতিষ্ঠা করা। এটা সবার দাবী। তিনি বলেন, সংগঠনের স্বচ্ছতার লক্ষ্যে একটি অডিট কমিটি এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আরো একটি কমিটি গঠন করবো।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক তারেক হাসান খান নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেবিবিএ’র নির্বাচিত কমিটি একটি ঐক্যবদ্ধ কমিটি। আমরা সবাই মিলে কাজ করে জেবিবিএকে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য তিনি জেবিবিএ’র সাবেক সকল কর্মকর্তা ও ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আবুল ফজল দিদারুল ইসলাম নির্বাচিত কর্মকর্তাদের জেবিবিএএনওয়াই’ন গঠনতন্ত্র মেনে চলার উপর গুরুত্বারোপ করে বলেন, জেবিবিএ’র নির্বাচনে জয়ী ও পরাজিত সবাই এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এটা ভাল দিক। এখন সবাই মিলে জেবিবিএ-কে শক্তিশালী করতে হবে। তিনি জেবিবিএ’র উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের কর্মকর্তারা তাদের বক্তব্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন উপহার দেয়া সম্ভব হতো না। আজ আমাদের আনন্দের দিন, আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। তারা নির্বাচিতদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করার উপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচন পরিচালনায় আমরা ভুল করতে পারি। মানুষ মাত্রই ভুল করে আমাদেরও হয়তো ভুল আছে। এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।