বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২
No Result
View All Result
হককথা
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
হককথা
No Result
View All Result
Home সাক্ষাতকার

বাংলাদেশের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না বান কি মুন: সাক্ষাৎকারে ড. আব্দুল মোমেন

হক কথা by হক কথা
মার্চ ৩, ২০১৫
in সাক্ষাতকার
0

ঢাকা: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন আমাদের চাকরিজীবী। তিনি বাংলাদেশের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না। একটি দেশের চাকরিজীবী হিসাবে তার রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে সরকারের উপর এগ্রিসিভ কোন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তিনি আগ্রাসীভাবে সংকট নিরসনের জন্য ব্যবস্থা নিতে পারবেন না। এই কারণে তিনি বিভিন্নভাবেই অনুরোধ করছেন। তবে তিনি ব্যবস্থা নিতে পারবেন তখনই যখন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে এই জন্য দায়িত্ব দেওয়া হবে ঠিক তখনই। তিনি ২ মার্চ সোমবার দুপুর সোয়া বারোটায় (বাংলাদেশ সময়) আমাদের সময়ডটকম ও দৈনিক আমাদের অর্থনীতির সঙ্গে এক সাক্ষাৎকারে এই সব কথা বলেন। তিনি কথা বলেন আরো বিভিন্ন প্রসঙ্গ নিয়ে।
প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের চিঠির উত্তরে কি লিখেছেন জানেন কি?
আব্দুল মোমেন বলেন, তিনি ঠিক কি লিখেছেন এটা আমার জানা নেই। কারণ চিঠিটি আমার মাধ্যমে জাতিসংঘ সদর দপ্তরে যায়নি।
কেমন করে গেছে জানেন কি?
তিনি বলেন, আমি ঠিক জানি না। তবে এমনও হতে পারে ঢাকায় ইউএনডিপির প্রধানের কাছে হস্তাস্তর করা হতে পারে। সেটা হলে তিনি পাঠিয়ে দিবেন। আর না হয় ডিএইচএল, ফেডেক্সসহ নানা ব্যবস্থা আছে যাতে দ্রুত চিঠি পৌঁছায়। সেইভাবেও সরাসরি যেতে পারে। আমি ঠিক জানি না।
প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার পর জাতিসংঘ থেকে আপনাকে কিছু বলা হয়েছে?
আব্দুল মোমেন বলেন, এখনও কিছু বলা হয়নি।
আপনার সঙ্গে কি অস্কার ফার্নান্দেজ তারানকোর কোন কথা হয়েছে?
হ্যাঁ, বেশ কয়েকবার কথা হয়েছে। তিনিও যোগাযোগ করেন, আমিও করি।
কি কথা হয়েছে?
তিনি বলেন, তিনি বাংলাদেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। আর সেটা করে তিনি বলেছেন, আগামীতে বাংলাদেশে কোন এক সময় নির্বাচন হবে। আর এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য কি করা যায় সেটাও জানতে চেয়েছেন। সহিংসতা হচ্ছে এটা কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়েও কথা বলেছেন।
তিনি বাংলাদেশে আসার ব্যাপারে আপনার কাছে কোন কিছু জানিয়েছেন?
মোমেন বলেন, এখনও পর্যন্ত তিনি বাংলাদেশে আসার মতো কোন কথা আমাকে জানাননি। তিনি যেতে চাইলে সেটা জানালে আমি সরকারকে জানাবো। তবে আমার মনে হয় এখন তিনি যেতে চাইবেন না। সরকারের তরফ থেকে তার সহায়তাতো চাইতে হবে। সেটাতো চাইছে না। আর এই কারণে তিনি যেতে পারছেন না।
আচ্ছা আমরাতো দেখছি বাংলাদেশ নিয়ে জাতিসংঘ ভীষণ উদ্বিগ্ন, সংকট নিরসনে সংলাপ করার কথাও বলছে, এই কারণে প্রায়দিনই মহাসচিবের মুখপাত্র ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলছেন?
আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিব ও তারানকো যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি উদ্বিগ্ন হচ্ছে গণমাধ্যম। এখানে একজন সাংবাদিক এসেছেন জাস্ট নিউজের। তিনি বিএনপির ফরেন রিলেশনের একজন হয়ে কাজ করছেন। তিনি জাতিসংঘকে জানিয়েছেন তার অনলাইনটি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ও সবচেয়ে বেশি পাঠকের অনলাইন নিউজ পোর্টাল। তিনি এখানে আসার পর আমাদের কোন সহায়তা চাননি ও নেননি। জাতিসংঘের অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েছেন। এখন যুক্তরাষ্ট্রে বাস করছেন। তিনি এর আগে বেগম খালেদা জিয়ার উপ প্রেস সচিব ছিলেন। তিনি জাতিসংঘের কাছে সব সময় বাংলাদেশের প্রসঙ্গ তুলছেন। আর এই কারণে তারাও উত্তর দিচ্ছেন। একজন বিদেশি সাংবাদিক আমাকে জানিয়েছেন, বিএনপির ওই সাংবাদিক নাকি সব সাংবাদিকদের বলছেন, বাংলাদেশের ব্যাপারটি নিয়ে প্রশ্ন করতে। ওই বিদেশি সাংবাদিক তাকে বলেছেন, আমি বাংলাদেশের চলমান অবস্থা সম্পর্কে তো কিছু জানি না। তাহলে আমি কি বলবো। ওই সাংবাদিককে তিনি বলেছেন, আপনি তুলবেন আর বাকিটা আমি আপনাকে বলবো। তার কারণেই বাংলাদেশের বিষয়টি প্রায় দিনই আলোচনা হচ্ছে। এটা কোন সমস্যা নয়।
তার মানে পুরো বিষয়টি একজন সাংবাদিকের কৃতিত্ব বলতে চাইছেন, আসলে বান কি মুনের কোন উদ্বেগ নেই?
তিনি বলেন, বান কি মুনের উদ্বেগ নেই সেটা আমি বলতে চাই না। কারণ তারও উদ্বেগ আছে। তিনি বাংলাদেশের চলমান অবস্থায় উদ্বিগ্ন। বিশেষ করে এখন যে সহিংসতা চলছে এটা নিয়ে। এই সহিংসতা তিনি পছন্দ করছেন না। এটা বন্ধ হোক সেটাও চাইছেন। এই জন্য বলছেনও।
এটাতো বন্ধ হচ্ছে না, আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তাদেরকে কেমন করে আশ্বস্ত করছেন?
আব্দুল মোমেন বলেন, দেখুন আমি তাদেরকে এটাই বলার চেষ্টা করছি, বাংলাদেশে সহিংসতা বন্ধ করার জন্য সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেও এসেছে। কিন্ত পুরোপুরি নয়। এখন বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ও নির্বাচনের সুষ্ঠু অবস্থা যারা আন্দোলন করছে তারা রাখছে না। এই কারণে তারা আন্দোলনে সফল হওয়ার জন্য সহিংসতা করছে।
বিএনপি করছে এটাতো প্রমাণ নেই, কারণ ঘটনা ঘটার পর বিএনপির নেতা-কর্মী সমর্থকরা করছেন কিনা এটাতো প্রমাণিত নয়, এটা আইনশৃঙ্খলা বাহিনীও এখনও পুরোপুরিভাবে প্রমাণ করে বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করতে পারছেন না, যতক্ষণ না পারছেন, তখনতো তা প্রমাণ হচ্ছে না, তাহলে প্রমাণ ছাড়া কেন বলছেন?
আব্দুল মোমেন বলেন, দেখুন এটা তারাই করছে কারণ তারা হরতাল অবরোধ ডেকেছে। আর এই কারণেই এসব সহিংসতার ঘটনা ঘটছে। হরতাল অবরোধ না থাকলেতো এসব ঘটনা হতো না। আজকে যদি এগুলো বন্ধ হয়ে যায় সব সহিংসতার ঘটনা বন্ধ হয়ে যাবে।
বিএনপি এই সব ঘটনা ঘটাচ্ছে নাÑ দাবি করছে সেই সঙ্গে তারা এটাও বলছে, সরকারের মদদেই এই সব ঘটনা ঘটছে, এই ব্যাপারে জাতিসংঘ কিছু বলে না?
আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে সরকারের মদদে সহিংসতার ঘটনা ঘটছে এটা বিএনপি অভিযোগ করে। কিন্ত এটা জাতিসংঘ প্রশ্নও তুলে না। কারণ তারা জানে যে বাংলাদেশে এখন যে উন্নতি ধারা চলছে। সেই ধারাবাহিকতা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, সেই ভাবমূর্তি সরকার এই সব ঘটনা ঘটানোর জন্য কোন ধরনের মদদ দিবে না। কারণ সরকার এই সব ঘটনার মদদ দিলে সরকারেরই লোকসান। পরিস্থিতি স্বাভাবিক রেখেই সরকারকে এগোতে হবে।
তার মানে আপনি বলতে চাইছেন জাতিসংঘ সরকারের উপর পুরোপুরি আস্থা রেখেছে?
তিনি বলেন, তাতো রেখেছে। এটা তিনি প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন ওই চিঠিটি দেখলেই বুঝতে পারতেন। বান কি মুন প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন সেখানে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। সরকারের উন্নয়নমূলক বেশ কয়েকটি কর্মকান্ডেরও প্রশংসা করেছেন। বাংলাদেশ রোল মডেল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাও বলেছেন। এছাড়াও আরো বেশ কিছু বিষয়েরও প্রশংসা করেছেন। এরপর তিনি তাকে তার নেতৃতেই ব্যবস্থা নিতে বলেছেন। বেগম খালেদা জিয়াকেও তিনি সহিংসতা বন্ধ করার জন্য বলবেন সেটাও বলেছেন। তার চিঠিতে সরকারের উপর চাপ তৈরি হয় এমন কথা বলেননি।
আচ্ছা প্রধানমন্ত্রীর চিঠি আসতে ওই সময়ে দুই সপ্তাহের বেশি সময় লেগেছিল কেন?
তিনি বলেন, এটা অন্য একটি কারণ ছিল।
কি কারণ?
মোমেন বলেন, ওই চিঠিটি বান কি মুন যেদিন স্বাক্ষর করে দিয়েছেন। আমরা পেয়েছি তার কয়েকদিন পর। এই কারণেই মনে হয়েছে দুই সপ্তাহ লেগেছে। আসলে জাতিসংঘ থেকে আমাদের দেরি করে দেওয়ার কারণে আমাদেরও বাংলাদেশে পাঠাতে দেরি হয়েছে।
আচ্ছা আপনি বলছিলেন, বান কি মুন বাংলাদেশের সংকট সমাধানের জন্য এগ্রিসিভ কোন সিদ্ধান্ত নিতে পারবেন না, এই ব্যাপারটি ব্যাখ্যা করে বলবেন কি?
তিনি বলেন, বান কি মুন জাতিসংঘে চাকরি করেন। জাতিসংঘের ১৯৩টি দেশ এর সদস্য। সদস্য রাষ্ট্রগুলোর অর্থে এটি পরিচালিত হয়। সদস্য রাষ্ট্রদের দ্বারা মহাসচিব নিযুক্ত হন। সেই হিসাবে আমরা তাকে নিযুক্ত করেছি। তিনি একজন চাকরিজীবী। এই কারণে তিনি সদস্য রাষ্ট্রের ব্যাপারে একক সিদ্ধান্তে কোন কাজ করতে পারবেন না। বাংলাদেশের ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করতে পারবেন, চিঠি দিতে পারবেন, অনুরোধ করতে পারেন আরো কিছু কিছু কাজ করতে পারেন। কিন্ত তিনি বাংলাদেশের সংকট নিরসের জন্য কোন সিদ্ধান্ত নিয়ে সেটা দুই দলের উপর চাপিয়ে দিতে পারবেন না। সেটা পারতে হলে তাকে অবশ্যই এই জন্য জেনারেল অ্যাসেম্বলি কিংবা সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত দিতে হবে। সেই ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। হওয়ার মতো কোন পরিস্থিতিও তৈরি হয়নি। এই কারণে বান কি মুন তার প্রতিনিধি নিয়োগ করেছেন তারানকোকে কিন্ত তিনি চাইলেই বাংলাদেশে গিয়ে এই ব্যাপারে জাতিসংঘের কোন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোন চাপ তৈরি করতে পারবেন না।
আপনার কি মনে হয়, জাতিসংঘ শেষ পর্যন্ত বাংলাদেশের সংকট নিরসনের জন্য কতদূর অগ্রসর হতে পারে?
আব্দুল মোমেন বলেন, বান কি মুন, অস্কার ফার্নান্দেজ তারানকো চেষ্টা করবেন যাতে করে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নির্বাচন আগামীতে যখনই হোক এই জন্য একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়। সেই জন্য তিনি বিভিন্ন সময়ে বিবৃতি দিতে পারেন, চিঠি লিখতে পারেন, ফোন করতে পারেন। আর এরপরও যদি কোন কাজ না হয় সেই ক্ষেত্রে তিনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিতে পারেন। তবে সেখানেও অনেক সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা দূর করতে হলে সেটা সবাইকে নিয়ে তাদের আলোচনা করতে হবে। কিন্ত তিনি সেটা করবেন কিনা এটা এখনও বলা যাচ্ছে না। (আমাদের সময়ডটকম ও দৈনিক আমাদের অর্থনীতি)

Tags: BD Mission_Dr. Momen Intervew
Previous Post

বাংলাদেশ কখনো আফগানিস্তান-পাকিস্তান হবে না : সাক্ষাৎকারে আবুল মকসুদ

Next Post

‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’

Related Posts

আমিও স্বাস্থ্যমন্ত্রী হয়ে সিন্ডিকেট ভাঙতে পারিনি, সিস্টেমেই দুর্নীতির সুযোগ
সাক্ষাতকার

আমিও স্বাস্থ্যমন্ত্রী হয়ে সিন্ডিকেট ভাঙতে পারিনি, সিস্টেমেই দুর্নীতির সুযোগ

by হক কথা
জুলাই ২৪, ২০২০
সাক্ষাতকার

ইসলামের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই

by হক কথা
সেপ্টেম্বর ৩, ২০১৭
সাক্ষাতকার

সাংবাদিকতায় পরিবর্তন ঘটছে দ্রুত

by হক কথা
জানুয়ারি ২৮, ২০১৭
সাক্ষাতকার

তিনি ছিলেন ইসলামী রেঁনেসা’র পুরোধা ব্যক্তিত্ব

by হক কথা
ডিসেম্বর ৯, ২০১৬
সাক্ষাতকার

মোশতাক-চাষী নজরদারিতেই ছিলেন

by হক কথা
ডিসেম্বর ৩, ২০১৬
Next Post

‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’

অথচ নৃশংসতা দেখে তারাও এগোয়নি : ওইদিন পুলিশ বলছিল ওনাদেরকে কেউ ধরেন

সর্বশেষ খবর

বাইডেনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বেশিরভাগ আমেরিকান

বাইডেনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বেশিরভাগ আমেরিকান

আগস্ট ১৮, ২০২২
‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে মামলা

‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৮, ২০২২
স্বাধীন কমিশন চায় জাতিসংঘ

স্বাধীন কমিশন চায় জাতিসংঘ

আগস্ট ১৮, ২০২২
গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ৯ জন গ্রেফতার

গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ৯ জন গ্রেফতার

আগস্ট ১৮, ২০২২
মাঙ্কিপক্সের নাম বদলে ‘ট্রাম্পের’ নামে রাখার প্রস্তাব

মাঙ্কিপক্সের নাম বদলে ‘ট্রাম্পের’ নামে রাখার প্রস্তাব

আগস্ট ১৮, ২০২২
আন্দোলনের গতি হঠাৎ পালটে যেতে পারে

আন্দোলনের গতি হঠাৎ পালটে যেতে পারে

আগস্ট ১৮, ২০২২
নির্বাচনে সভা-সমাবেশ, মত প্রকাশের সুযোগ দেওয়া জরুরি : মিশেল ব্যাচেলেট

নির্বাচনে সভা-সমাবেশ, মত প্রকাশের সুযোগ দেওয়া জরুরি : মিশেল ব্যাচেলেট

আগস্ট ১৮, ২০২২
কে-টু দুর্গম পর্বত, বেশ কয়েকবার আঘাতও পেয়েছি: ওয়াসফিয়া

কে-টু দুর্গম পর্বত, বেশ কয়েকবার আঘাতও পেয়েছি: ওয়াসফিয়া

আগস্ট ১৮, ২০২২
ADVERTISEMENT
হককথা

Editor: ABM Salahuddin Ahmed
Ass. Editor: Samiul Islam

Mailing Address: 87-50 Kingston Pl,
Apt #5H, Jamaica, NY 11432
Contact: +1 347-848-3834
E-mail: hakkathany@gmail.com
Published by WEEKLY HAKKATHA Inc.

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:০৩)
  • ১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ
  • ১৯শে মহর্‌রম, ১৪৪৪ হিজরি
  • ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল)

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

হককথা বিশেষ সংখ্যা

  • Terms
  • Policy
  • Contact Us

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.

No Result
View All Result
  • হক কথা
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • প্রবাস
  • যুক্তরাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • ক্লাসিফাইড
  • এক স্লিপ
  • আরো খবর
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • ইতিহাসের এই দিনে
    • জাতিসংঘ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • মিডিয়া
    • মুক্তাঙ্গন
    • লাইফ স্টাইল
    • সম্পাদকীয়
    • সাক্ষাতকার
    • সাহিত্য
    • স্বাস্থ্য
    • স্মরণ

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.